Monday, May 27, 2024
HomeBreaking News‘কেষ্ট কন্যা সুকন্যাই সমস্ত ব্যবসা দেখতেন’, জামিন মামলায় আদালতে দাবি ইডি’র

‘কেষ্ট কন্যা সুকন্যাই সমস্ত ব্যবসা দেখতেন’, জামিন মামলায় আদালতে দাবি ইডি’র

নয়াদিল্লি: শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ছিল গোরু পাচার মামলায় ধৃত অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিন মামলার শুনানি। গতকাল শুনানি শেষে আদালত জানিয়েছে, রায়দান হবে ১ জুন। সিবিআই বিশেষ আদালতের বিচারপতি রঘুবীর সিং মামলার রায়দান সংরক্ষিত রাখেন।

ইডির তরফে আদালতে জানানো হয়, অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি তাঁর বয়ানে জানিয়েছেন, সুকন্যাই সমস্ত ব্যবসা দেখতেন। একই সঙ্গে তাঁকে নির্দেশও দিতেন। এ দিকে সুকন্যার আইনজীবীরা আদালতে জানান, গোরু পাচার মামলায় ধৃত মূল অভিযুক্ত সতীশ কুমারের ঘনিষ্ঠ আত্মীয়েরা অভিযুক্ত হলেও তাঁদের গ্রেপ্তার করা হয়নি। তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকাও উদ্ধার হয়েছে। অথচ সুকন্যা এই মামলায় অভিযুক্তও নন।

প্রসঙ্গত, গোরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিএসএফ আধিকারিক সতীশ কুমারকে গ্রেপ্তার করা হয়। সুকন্যার আইনজীবী জানান, সতীশের স্ত্রী সহ অন্য আত্মীয়দের নাম অভিযুক্ত হিসেবে চার্জশিটে রয়েছে। সতীশের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা ১২ কোটি টাকার খোঁজও মিলেছে। তাঁদের সম্পত্তিও অ্যাটাচ করা হয়েছে৷ গোরু পাচার মামলায় প্রধান অভিযুক্ত এনামুল হকের সঙ্গে সতীশের স্ত্রীর প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণ হাতে আসার পরও কেন তাদের গ্রেপ্তার না করে সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করা হল? এর পালটা ইডির আইনজীবীর দাবি, কোন অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে তা স্থির করার পূর্ণ অধিকার আছে ইডি’র৷ সুকন্যা মণ্ডল একজন শিক্ষিত মহিলা৷ তিনি কিছু না জেনেই কাগজে সই করেছেন এটা বিশ্বাসযোগ্য নয়৷ সুকন্যা প্রাপ্তবয়স্কও। তাছাড়া সুকন্যার এমন কোনও অসুস্থতা নেই, যার চিকিত্‍সা তিহাড়ের জেল হাসপাতালে সম্ভব নয়৷

কেষ্ট কন্যাকে নিয়ে এর আগেও একাধিকবার প্রভাবশালী তত্ত্ব সামনে এনেছে ইডি। তাঁর বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগও আনা হয়েছে। বিপুল সম্পত্তির মালিক সুকন্যা। সরকারি চাকরি করতেন। অনেক সম্পত্তিরও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। যদিও সুকন্যা বারবারই দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Remal | গতিবেগ ১৩৫ কিমি! স্থলভাগে আছড়ে পড়ল রেমাল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় রেমাল। রবিবার রাত ১১:৩০ টা নাগাদ সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হয় রেমালের। ঝড়ের গতিবেগ...

IPL final 2024 | রেমালের আগেই তাণ্ডব নাইটের, হায়দরাবাদকে হারিয়ে আইপিএল জয় কলকাতার  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমালের (Remal cyclone) তাণ্ডবের আগেই মাঠে ব্যাটে-বলে ঝড় তুলল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আইপিএলের ফাইনালে (IPL...

Siliguri | ঘোড়ায় গন্ডগোল, পুলিশের সৌজন্যে হারানো চেতককে ফিরে পেলেন মালিক

0
শিলিগুড়ি: ঘোড়ায় গন্ডগোল! রবিবারের সকালটা যে এভাবে শুরু হবে তা কখনও ভাবেননি শিলিগুড়ির পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের চয়নপাড়ার বাসিন্দা বিবেক সিং। জানালা খুলে রাস্তায়...

Birbhum | স্বামীকে ঘরবন্দী রেখে আগুন ধরিয়ে দিল স্ত্রী, ঘটনায় শোরগোল এলাকাজুড়ে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘরের ভেতর স্বামীকে তালাবন্ধ করে রেখে ঘরে আগুন ধরিয়ে দিল স্ত্রী। বীরভুমের নলহাটি থানার হাজারপুর গ্রামের এই ঘটনায় রীতিমত শোরগোল...

Takshak | তক্ষক উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল পুলিশ  

0
ঘোকসাডাঙ্গাঃ রবিবার মাথাভাঙ্গা ২ ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হল একটি তক্ষক। তক্ষকটিকে উদ্ধার করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। পরে সেটিকে পুলিশ...

Most Popular