Wednesday, June 26, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারআলিপুরদুয়ারে শুরু ১৮তম ডুয়ার্স উৎসব, মঞ্চেই সম্মানিত ১০০

আলিপুরদুয়ারে শুরু ১৮তম ডুয়ার্স উৎসব, মঞ্চেই সম্মানিত ১০০

আলিপুরদুয়ার: বৃহস্পতিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে শুরু হল ১৮তম ডুয়ার্স উৎসব। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। শোভাযাত্রাতেও দেখা যায় বিভিন্ন জনজাতির মানুষকে। আবার বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও সেখানে উপস্থিত ছিল। এদিন শহরের চৌপথি এলাকার বিএম ক্লাবের মাঠ থেকে ওই শোভাযাত্রা শুরু হয়। বিএফ রোড ধরে শোভাযাত্রা এসে শেষ হয় প্যারেড গ্রাউন্ডে। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করা হয়। এরপর মূল মঞ্চে হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক, আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, কোচবিহার জেলা পরিষদের সহকারি সভাধিপতি আব্দুল জলিল আহমেদ। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে কিছুক্ষণ শোভাযাত্রায় হাঁটতে দেখা যায়।

মন্ত্রী বুলু চিকবরাইক বলেন, ‘এটা গর্বের বিষয় যে আলিপুরদুয়ারে এত বছর ধরে এইরকম একটা উৎসব হয়ে আসছে, যেখানে ডুয়ার্সের বিভিন্ন জায়গার মানুষ শামিল হন। রাজ্য সরকারের বিভিন্ন স্টলের সঙ্গে বিভিন্ন সামগ্রীর দোকানও দিয়েছেন ব্যবসায়ীরা। এই উৎসব আরও বড় হবে বলে মনে করি।’ এবার ডুয়ার্স উৎসব কমিটি ১০০ জনকে ডুয়ার্স মেধা ও ডুয়ার্স কৃতী সম্মান দেবে বলে ঠিক করে। সেইমতো উত্তরবঙ্গের বিশিষ্ট চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, সাহিত্য জগতের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকেও মঞ্চে সম্মান দেওয়া হয়। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠান চলবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Seikh Hasina | ‘জলচুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম’, ঢাকায় ফিরে বললেন হাসিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। উনি দিল্লিতে না থাকায় কথা হয়নি। গঙ্গা-তিস্তার জল বিতর্ক প্রসঙ্গে ঢাকায় ফিরে এই মন্তব্যই...

Lok Sabha | মল্লিকার্জুনের বাড়িতে বৈঠকে সুদীপ-কল্যাণ, স্পিকার পদে কংগ্রেসের সুরেশকেই সমর্থণ তৃণমূলের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে কেরলের সাংসদ কে জে সুরেশকে স্পিকার পদের জন্য প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে...

CFL 2024 | গোলের বন্যা কলকাতা ফুটবল লিগে! উয়াড়িকে ৬-০ তে উড়িয়ে দিল মহমেডান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোলের বন্যা বয়ে গেল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিল সাদা-কালো ব্রিগেড। বড় ব্যবধানে জয়...

Durgapur | বোনকে বাইকে স্টেশনে পৌঁছে দিতে যাওয়াই হল কাল, ট্রাকের ধাক্কায় মৃত্যু হল...

0
দুর্গাপুরঃ জাতীয় সড়ক এখন যেন মৃত্যু ফাঁদ। নিত্যদিন এই সড়কে  দুর্ঘটনা লেগেই আছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনায় প্রাণহানীর মতো ঘটনা। মঙ্গলবারও এই বেহাল সড়ক কেড়ে...

Rahul Gandhi | জল্পনার অবসান, লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় বিরোধী দলনেতা (Opposition leader) হচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল বলেন, ‘কংগ্রেস সংসদীয়...

Most Popular