Wednesday, May 1, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গবেহাল সামসী স্টেশন রোড, সংস্কারের বালাই নেই, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

বেহাল সামসী স্টেশন রোড, সংস্কারের বালাই নেই, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

সামসী: এক যুগেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সামসী স্টেশন রোড। বড় গর্ত, খানাখন্দে ভর্তি। অভিযোগ, রাস্তা মেরামতের ব্যাপারে হেলদোল নেই প্রশাসনের। এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। এই নিয়ে এবার আন্দোলনে নামতে চলেছে উত্তর মালদা উন্নয়ন কমিটি। ওই কমিটির সেক্রেটারি ভাস্কর দাস ও সভাপতি আব্দুত তোয়াব আন্দোলনে নামার বিষয়টি জানান।

সামসী ৪২০ মোড় (৮১ নম্বর জাতীয় সড়ক) থেকে সামসী স্টেশন পর্যন্ত রাস্তাটি স্টেশন রোড নামে পরিচিত। সামসী স্টেশন রোড একটি গুরুত্বপূর্ণ রাস্তা। অথচ এই রাস্তায় পিচের নামগন্ধ নেই। একটু বৃষ্টি হলেই জল জমে থিকথিকে কাদা জমে যায়। ফলে যাতায়াতে সমস্যা হয়। শুধু বর্ষাকালে নয়, শুখা মরশুমেও ওই রাস্তা দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে সামসী তথা গোটা উত্তর মালদার মানুষ প্রতিদিন যাতায়াত করেন।

২০২২ সালের ৩ জুন বেহাল সামসী স্টেশন রোডের কাজের শিলান্যাস করেছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। রাস্তার শিলান্যাসের প্রায় এক বছর হতে চলল। কিন্তু আজ অবধি কাজ শুরু হয়নি। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ২৩০ মিটার রাস্তার জন্য বছর খানেক আগে একশো দিনের প্রকল্পে ৩৭ লক্ষ ৫৪ হাজার ৩৮১ টাকা বরাদ্দ হয়েছিল। রাস্তাটি কংক্রিট ঢালাই করার কথা। রাস্তার দু’ধারে যেসব জবরদখল করে দোকান রয়েছে সেগুলিও প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। কিন্তু রাস্তার কাজ শুরু হয়নি। কেন কাজ শুরু হচ্ছে না তা এলাকার কারও জানা নেই। পড়ুয়া, অফিস কর্মচারী সহ বহু মানুষ নিত্য যাতায়াত করেন এই বেহাল রাস্তা দিয়েই। ফলে যাতায়াতে সমস্যাও কম হচ্ছে না।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য হুমায়ূন কবির বাজনা জানান, একশোদিন প্রকল্প থেকে টাকা বরাদ্দ হলেও কেন্দ্রীয় সরকার একশোদিন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে। তাই রাস্তার কাজ হয়নি। আবার নতুন করে জেলা পরিষদের ফর্টিন ফিন্যান্স থেকে প্রায় ৩৪ লক্ষ টাকা বরাদ্দ হয়। টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। শীঘ্রই রাস্তার কাজ চালু হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

weather-update-in north bengal

Weather Report | অবশেষে স্বস্তি, ঝড়বৃষ্টিতে ভাসল রাজ্যের উপকূলবর্তী এলাকা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে তীব্র তাপপ্রবাহ থেকে মিলল স্বস্তি।  আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস...

Kunal Ghosh | অপসারণের পরই অভিমানী কুণাল! আমাকে কি এখন অগ্নিপরীক্ষা দিতে হবে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বিবৃতি প্রকাশ করে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বুধবার বিকেলে...

Congress | ‘ভোটে হারলে বিদ্যুৎ সংযোগ কেটে দেব’, ভোটারদের হুমকি কংগ্রেস বিধায়কের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংগ্রেস হেরে গেলে কেটে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ। বুধবার ভোটারদের (Voter) ঠিক এই ভাষাতেই হুমকি দেওয়ার অভিযোগ উঠল কর্ণাটকের (Karnataka)...

Maneka Gandhi | রাহুল-প্রিয়াংকা ভীতু, বিস্ফোরক মানেকা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের আমেঠি ও রায়বরেলি আসন নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস। কংগ্রেসের (Congress) ‘গড়’ হিসেবে পরিচিত আমেঠিতে ২০১৯ সালের নির্বাচনে...

Totapara Tea Estate | বন্ধ হল তোতাপাড়া চা বাগান, ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা

0
নাগরাকাটা ও বানারহাট: মঙ্গলবার বিকেলে বকেয়া থাকা ৩ পাক্ষিক সপ্তাহের মধ্যে এক কিস্তির মজুরি মেটানো হয়েছিল। তারপরই সেই রাতে সাশপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে...

Most Popular