Wednesday, May 15, 2024
Homeজাতীয়Elephants attack | সীমান্ত পেরিয়ে নেপালের হাতি কিশনগঞ্জে, তছনছ করল বিঘার পর...

Elephants attack | সীমান্ত পেরিয়ে নেপালের হাতি কিশনগঞ্জে, তছনছ করল বিঘার পর বিঘা জমির ফসল

কিশনগঞ্জঃ নেপালের জঙ্গল থেকে সীমান্ত পেরিয়ে ভারতে হানা দিল(Elephants attack)হাতির পাল। বুধবার ভোর রাতে সীমান্ত পেরিয়ে হাতি চলে আসে ইন্দো-নেপাল সীমান্ত কিশনগঞ্জের (Kishanganj) দিঘলব্যাংক এলাকায়। গ্রামে ঢুকে তছনছ করে বিঘার পর বিঘা জমির ফসল। এদিন সকাল হয়ে গেলেও হাতির পাল জঙ্গলে ফিরে যায়নি বলে খবর। হাতিগুলো আশ্রয় নিয়েছে নেপাল সীমান্ত(Nepal Border) সংলগ্ন চামড়া কাট্টা গ্রামে। হাতিগুলোর ওপর নজরদারি চালাচ্ছে বিহারের বনদপ্তর ও এসএসবির ১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। সন্ধ্যা হলেই হাতিগুলোকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু হবে বলে বনদপ্তর সূত্রে খবর।

প্রতিবছরই শীত পরতেই ধান ও ভূট্টার লোভে নেপালের জঙ্গল থেকে সীমান্ত পেড়িয়ে চলে আসে দিঘলব্যাংক এলাকায়। এবছরও তার ব্যাতিক্রম হয়নি। এবারও একই ঘটনা ঘটে এই এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাতে একপাল হাতি নেপালের জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে কিশনগঞ্জের দিঘলব্যাংক এলাকায়। লোকালয়ে এসে হাতি হানা দেয় ভূট্টা ও আলুর খেতে। নষ্ট করে বিঘার পর বিঘা জমির ফসল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা। সকাল হয়ে গেলেও হাত গুলো জঙ্গল না ফিরে আশ্রয় নেয় নেপাল সীমান্তবর্তী চামড়া কাট্টা গ্রামের একটি ভুট্টার খেতে। নষ্ট করে দেয় ভুট্টার খেতটি।

নেপালের হাতির হানায় বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় চাষীদের। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত চাষীরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বনদপ্তর ও স্থানীয় প্রশাসনের কাছে। এদিকে হাতির পালকে দেখতে নেপাল সীমান্তবর্তী চামড়া কাট্টা গ্রামে ভিড় জমায় প্রচুর মানুষ। হাতিগুলির ওপর নজরদারি চালাচ্ছে বিহারের বনদপ্তর ও এসএসবির ১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।

অপরদিকে বনদপ্তরের জেলা আধিকারিক উমানাথ দুবের বক্তব্য, এই হাতির পালে দুটি শাবক সহ মোট ১১টি হাতি রয়েছে। এই বছর প্রথম এই এলাকায় হাতির দল প্রবেশ করল। সন্ধ্যা নামলেই হাতিগুলিকে ফের জঙ্গলে ফেরানোর কাজ শুরু হবে। উৎসুক জনতাকে হাতির কাছে না যাওয়ার আবেদন করা হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Balurghat | অর্ধেক জীবন পার সংশোধনাগারে, মুক্তি পেয়ে নতুন জীবন শুরু গুরুপদর

0
বালুরঘাট: জীবনের অর্ধেকটা সময় কেটে গিয়েছে সংশোধনাগারের ভেতরে। ২৮ বছর পর মুক্তি পেয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু খুনের সাজা প্রাপ্ত আসামির। যদিও কীভাবে তিনি...

NBSTC | ৪ জুন সরকার বদলালেই এনজেপি স্টেশনে ঢুকবে এনবিএসটিসির বাস, আশাবাদী গৌতম

0
শিলিগুড়ি: ৪ জুনের পর কেন্দ্রে সরকার বদলে যাবে, তখনই নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে এনবিএসটিসির বাস ঢোকা সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করলেন...

Snakes fight | কিংকোবরার ছোবলে কুপোকাত অজগর, দুই সাপের লড়াইয়ের সাক্ষী থাকল দক্ষিণ ধুপঝোরা...

0
চালসাঃ কিংকোবরার সঙ্গে অজগরের লড়াই। লড়াইয়ে শেষমেশ কিংকোবরার কাছে পরাস্ত হল অজগর। বুধবার এমনই ঘটনার সাক্ষী থাকল মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকার বাসিন্দারা। এই...

ভোটকর্মী রাজকুমার রায়ের মৃত্যুবার্ষিকী পালন, নেওয়া হল গণতান্ত্রিক অধিকার রক্ষার শপথ

0
রায়গঞ্জ: ২০১৮ সালের ১৫ মে পঞ্চায়েত ভোটের দিন শিক্ষক তথা ভোটকর্মী রাজকুমার রায়ের রক্তাক্ত দেহের স্মৃতি আজও তাড়া করে ভোটকর্মীদের। তাঁর হত্যার বিচারের দাবিতে...

Cyber Crime | নেই প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত ধারণা, সাইবার প্রতারকদের ধরতে নাজেহাল পুলিশ

0
রায়গঞ্জ: সাইবার অপরাধ (Cyber crime) পুরোটাই প্রযুক্তি নির্ভর। অথচ এই প্রযুক্তি সম্পর্কে উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) পুলিশের সম্যক ধারণা নেই। ফলে সাইবার চক্রের মাথাদের...

Most Popular