Saturday, May 18, 2024
HomeMust-Read NewsCEO Mother Murders Son | নিজের ৪ বছরের পুত্রকে খুন, দেহ পাচারের...

CEO Mother Murders Son | নিজের ৪ বছরের পুত্রকে খুন, দেহ পাচারের সময় গ্রেপ্তার বেঙ্গালুরুর স্টার্টআপের মহিলা সিইও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ায়(Goa) নিজের চার বছরের পুত্রসন্তানকে খুনের অভিযোগ গ্রেপ্তার করা হল এক মহিলাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সূচনা সেঠ(৩৯)। তিনি বেঙ্গালুরুভিত্তিক (Bengaluru) একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) স্টার্টআপ সংস্থার সিইও(CEO Mother Murders Son)। কেন নিজের সন্তানকে খুন করলেন মহিলা? সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ট্যাক্সি করে দেহ পাচারের সময় কর্ণাটকের চিত্রদুর্গে সূচনাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে উত্তর গোয়ার ক্যান্ডোলিমে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে নিজের সন্তানের সঙ্গে থাকছিলেন সূচনা। সেই অ্যাপার্টমেন্টেই ছেলেকে খুন করেন সূচনা বলে অনুমান পুলিশের। গত শনিবার উত্তর গোয়ার সোল বানিয়ান গ্রান্ডে-র একটি অ্যাপার্টমেন্টে চেকইন করেছিলেন সূচনা। এরপর সোমবার তিনি সেই অ্যাপার্টমেন্ট ছেড়ে দেন। তিনি সোল বানিয়ান গ্রান্ডে-র কর্মীদের তাঁর জন্য একটি ট্যাক্সি বুক করার জন্য বলেন। সেই ট্যাক্সি করে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। সেই সময় সোল বানিয়ান গ্রান্ডে-র কর্মীরা সূচনাকে বিমানে বেঙ্গালুরু যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে সূচনা ট্যাক্সি ডাকার জন্য জোর দেন। এদিকে সেই সময় সোল বানিয়ান গ্রান্ডে-র কর্মীরা লক্ষ্য করেন, ছেলের সঙ্গে সেখানে এলেও অ্যাপার্টমেন্ট ছাড়ার সময় তিনি একা। তাতে সন্দেহ হয় তাঁদের। এদিকে সূচনা সেই জায়গা ছাড়ার পর হাউজকিপিং কর্মীরা সেই অ্যাপার্টমেন্টে গিয়ে রক্তের দাগ দেখতে পান। এরপরই তাঁরা বিষয়টি জানান গোয়া পুলিশকে। এরপর গোয়া পুলিশ সেই ট্যাক্সি চালকের ফোন নম্বর জোগাড় করে তাঁকে ফোন করে।

পুলিশ সূচনার সঙ্গে কথা বলে জানতে চায়, তাঁর সন্তান এখন কোথায়। সেই সময় সূচনা দাবি করেন, তাঁর সন্তান এক বন্ধুর সঙ্গে আছে। একটি ভুয়ো ঠিকানাও দেন তিনি। গোয়া পুলিশ বিষয়টি বুঝতে পেরে আবার সেই ট্যাক্সি চালককে ফোন করে। এরপরই ট্যাক্সি চালককে চিত্রদুর্গ পুলিশ থানায় যেতে নির্দেশ দেয় গোয়া পুলিশ। এরপর ট্যাক্সি চালক সূচনাকে না জানিয়ে থানায় গিয়ে হাজির হয়। সেখানে চিত্রদুর্গ থানার পুলিশ সূচনাকে গ্রেপ্তার করে। পাশাপাশি সূচনার কাছ থেকে একটি ব্যাগ পাওয়া যায়। তাতেই ছিল তাঁর ছেলের মৃতদেহ। পরে জেরার জন্য সূচনাকে গোয়ায় নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Antibiotics | কমছে দেহের রোগ প্রতিরোধ! অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে কড়া কেন্দ্র

0
শিলিগুড়িঃ মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিকের ব্যবহারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে মানব শরীরের। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর ওষুধ সেভাবে কাজ করছে না। চিকিৎসায় সাড়া না...

Accident | ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু, দেহ ঘিরে বিক্ষোভ

0
রসাখোয়া: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। শনিবার দুর্ঘটনাটি (Accident) ঘটে রসাখোয়ার (Rasakhowa) মহেশপুরে। মৃতের নাম, জিয়াউর রহমান (৪৫)। এদিন সকালে মাঠ...

Lightning | মাঠ থেকে গরু আনতে গিয়ে বিপত্তি, বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির

0
তুফানগঞ্জ: মালদার পর তুফানগঞ্জ। বাজ (Lightning) পড়ে মৃত্যু (Death) হল এক ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তুফানগঞ্জ (Tufanganj) ১ ব্লকের...

Tourist death | নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নদীতে, সিকিমের সিংতামের কাছে মৃত্যু বাঙালি পর্যটকের

0
শিলিগুড়ি: পাহাড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাঙালি পর্যটকের। শনিবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে সিংতামের কাছে। জানা গিয়েছে, এদিন সকালে...

Snatching Incident | মোটরবাইকে চেপে হার ছিনতাই, নিরাপত্তা নিয়ে সরব বাসিন্দারা

0
শিলিগুড়ি: ছিনতাই থেমে নেই শহরে। শুক্রবার শিলিগুড়ি (Siliguri) শহরের ভারত নগর ও দেশবন্ধু পাড়ায় দু’টি ছিনতাইয়ের (Snatching incident) ঘটনা ঘটেছে। দুটোই ব্যস্ততম রাস্তা। ফলে...

Most Popular