Wednesday, May 15, 2024
HomeTop NewsSand smuggling | রাজস্ব ফাঁকি দিয়ে বালিপাচার, চারটি ডাম্পারকে মোটা অংকের জরিমানা...

Sand smuggling | রাজস্ব ফাঁকি দিয়ে বালিপাচার, চারটি ডাম্পারকে মোটা অংকের জরিমানা ভূমি রাজস্ব দপ্তরের

বেলাকোবাঃ রাজস্ব ফাঁকি (evading revenue) দিয়ে বালি পাচারের সময় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের (Land Revenue Department) আধিকারিকদের হাতে ধরা পড়ল বালি বোঝাই চারটি ডাম্পার (Dumper)। বুধবার সন্ধ্যায় গজলডোবা তিস্তা ক্যানেল রোডে বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালায় দপ্তরের রেভিনিউ অফিসাররা (Revenue Officers)। সেই অভিযানেই ধরা পড়ে ডাম্পারগুলি। ডাম্পারগুলি বালির রাজস্ব সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় প্রত্যেককে মোটা অংকের জরিমানা করেন আধিকারিকরা।

জানা গিয়েছে, বালিপাচার রুখতে এদিন সন্ধ্যায় রাজগঞ্জ ব্লকের (Rajganj Block) মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের গেটবাজার ক‍্যানেল মোড়ে অভিযান চালায় ভূমি রাজস্ব দপ্তরের রেভিনিউ অফিসাররা। সেই অভিযানে তাঁরা আটক করে চারটি বালি ও পাথর বোঝাই ডাম্পারকে। ডাম্পার চালকরা বালি-পাথরের রাজস্বের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রত্যেককে ৪৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। সবমিলিয়ে এদিন ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিন ডাম্পার আটক করার সময় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ডাম্পার মালিকরা।

এ প্রসঙ্গে অভিযানের দায়িত্বে থাকার রেভিনিউ অফিসার তেনজিং ভুটিয়া বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বালি-পাথর পাচারের অবৈধ কারবার চালিয়ে যাচ্ছিল। সেই অভিযোগ সামনে আসতেই অভিযান চালানো হয় গজলডোবার তিস্তা ক্যানেল রোডে। এই অভিযানে বালি পাথর বোঝাই চারটি ডাম্পারকে জরিমানা করা হয়েছে। এদের কাছে রাজস্ব সংক্রান্ত বৈধ কাগজপত্র ছিল না।

অভিযুক্ত গাড়ি মালিকদের অভিযোগ, বালি পাথরের সরকারি রাজস্ব  কত হবে তার মূল্য নির্ধারিত নেই। মালিকদের বক্তব্য, গাড়ি প্রতি যে পরিমাণ রাজস্ব আদায় করা হয় তা অনেকটাই বেশি। অবিলম্বে রাজস্বের পরিমাণ নির্ধারণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Brown sugar seized | প্রায় ৮ কেজি ব্রাউন সুগার ও ৩২ লক্ষ টাকা সহ...

0
মালদা: ৭ কেজি ৯০০ গ্রাম ব্রাউন সুগার (Brown sugar seized) ও ৩২ লক্ষ টাকা সহ পাচারচক্রের পান্ডাকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ (Kaliachak police...

Malda | ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু মালদার শ্রমিকের

0
হরিশ্চন্দ্রপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের এক ব্যক্তির (Migrant Worker Death)। মৃতের নাম শেখ কেতাবুদ্দিন (৫৪)। বাড়ি হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...

Lok Sabha Election 2024 | বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

0
কাঁথি: এক বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনা। আক্রান্তের নাম সুব্রত বাগ। এলাকায় তিনি সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত।...

Huge cash recovered | আয়কর দপ্তরের অভিযানে বিপুল টাকা, কেজি কেজি সোনা উদ্ধার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৭০ কোটি টাকা! মহারাষ্ট্রের (Maharashtra) নান্দেড়ে আয়কর দপ্তরের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা (Huge cash recovered)। উদ্ধার হয়েছে কেজি...

Tea Garden | মেলেনি বেতন, কর্মবিরতিতে শামিল হল নাগেশ্বরী চা বাগানের কর্মীরা

0
মেটেলি: নির্দিষ্ট সময়ে বেতন (Salary issue) না মেলায় চা বাগানের (Tea garden) স্টাফ ও সাব স্টাফরা শামিল হল কর্মবিরতিতে। ঘটনাটি ঘটেছে মেটেলি (Meteli) ব্লকের...

Most Popular