Saturday, June 1, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গভোজনালয় থেকেও কাজে লাগছে না, মাটিতে বসেই প্রসাদ খাচ্ছেন ভ্রামরীদেবীর ভক্তরা

ভোজনালয় থেকেও কাজে লাগছে না, মাটিতে বসেই প্রসাদ খাচ্ছেন ভ্রামরীদেবীর ভক্তরা

বেলাকোবা: ৩ কোটি ৬১ লক্ষ সরকারি টাকা ব‍্যয় করে জলপাইগুড়ির বেলাকোবা সংলগ্ন বোদাগঞ্জের ভ্রামরি দেবী মন্দিরের ভোজনালয় তৈরি করা হয়েছে। পাঁচ বছর হয়ে গেলেও সেটি চালু হয়নি। বতর্মানে ওই ভোজনালয়ের অবস্থা কার্যত বেহাল হতে শুরু করেছে। আর এই নিয়েই ক্ষোভ জমেছে মন্দির কমিটি থেকে শুরু করে মন্দিরে আশা পুন্যার্থীদের মধ্যে।

বৈকণ্ঠপুর জঙ্গল ঘেরা বেলাকোবা সংলগ্ন এই ভ্রামরি দেবীর মন্দির এক ঐতিহ্যপূর্ণ মন্দির। উত্তরবঙ্গের থেকে এমনকি সিকিম, অসম থেকেও ভক্তরা এখানে পুজো দিতে আসেন। মূলত শিবরাত্রির সময় এই মন্দিরের বাৎসরিক পুজো হয়। বেশ কয়েকদিন ধরে চলে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান। সেইসময় প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে। মন্দির কমিটির তরফে মন্দিরে আসা ভক্তদের জন্য থাকার পুজো দেওয়ার, খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়ে থাকে। তবে খিচুড়ি খাওয়ার জন্য ভোজনালায় থেকেও নেই। ভক্তদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের বন দপ্তরে এবং পর্যটন দপ্তরের উদ্যোগে ৩ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে এই মন্দিরে ভোজনালয় তৈরি করা হয়েছে। ২০১৯ সালের ২৭ অক্টোবর তৎকালীন পর্যটন মন্ত্রী গৌতম দেব এই ভোজনালয়টির উদ্বোধন করেছিল। কিন্তু উদ্বোধনের পর আজও একবারের জন্যও সেই ভোজনালার ব‍্যবহার করা হয়নি। অর্থাৎ সেই থেকেই ঘরটি তালাবন্ধ অবস্থায় রয়েছে। কিন্তু কেন? কেন উদ্বোধনের পরও ভোজনালয়টির ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। প্রশ্ন তুলেছে একাধিক পুন‍্যার্থী থেকে শুরু করে মন্দির কমিটিও। কমিটির সম্পাদক  রনুকান্ত রায় বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে ভোজনালয়টি তৈরি করার দরকার বা কি? যদি সেটা পুন‍্যার্থীদের কাজে না লাগে। এর আগেও রাজগঞ্জ ব্লকের তৎকালীন বিডিও পঙ্কজ কোনার এসে পরিদর্শন করেও গিয়েছেন। কিন্তু তারপরেও ভোজনালয়ের দরজা খোলেনি।‘ জানা গিয়েছে, ভোজনালয়ের নেই কোনও পানীয় জলের ব‍্যবস্থা, নেই ইলেকট্রিকের ব‍্যবস্থা বসে খাওয়ার ব্যবস্থা রান্নার বাসনপত্র। তাহলে তড়িঘড়ি উদ্বোধন কেন? প্রশ্ন সুব্রত রায়, বিশাল দাসের মতো অনেক ভক্তদের।

মন্দির কমিটির সভাপতি তথা তৃণমূলের জেলা এসটি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সদিচ্ছার অভাব হেতু এটা করা হচ্ছে না। যদি এই সাড়ে তিন কোটি টাকা মন্দির কমিটির হাতে তুলে দেওয়া হত, তাহলে আরও ভালোমতো পরিষেবা করা হত।‘ রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার বলেন, ‘বিষয়টি জেনে যথাযথ উদ্যোগ নেব।‘ পর্যটক দপ্তরের এক উচ্চ আধিকারিক বলেন, ‘ভোজনালয় উদ্বোধনের পর ২০২১ সালে অক্টোবরে বিডিও উপস্থিতিতে এটি রাজগঞ্জ পঞ্চায়েত সমিতিকে  হস্তান্তর করা হয়েছে। এক্ষেত্রে পর্যটন দপ্তরের কিছু করার নেই।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok sabha election 2024 | ভুয়ো ভোটিংয়ের অভিযোগ, বুথে প্রার্থী যেতেই বিক্ষোভ, এজেন্টের গাড়ি...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেষ দফা নির্বাচনে (Lok sabha election 2024) পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে। এবার ময়দানে নামলেন কলকাতা দক্ষিণের...

Mithun Chakraborty | ভোটারদের প্রভাবিত করার অভিযোগ! ভোট দিতে এসে ‘চোর চোর’ স্লোগান শুনতে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মিঠুন চক্রবর্তীর ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বেলগাছিয়ায়! ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল মহাগুরুর বিরুদ্ধে৷ বেলগাছিয়ার বুথে ভোট দিতে...

Islampur storm | ঝড়ে তছনছ ইসলামপুরের বিস্তীর্ণ এলাকা, ঘরে গাছ পড়ে মৃত্যু বৃদ্ধার

0
ইসলামপুর: শনিবার কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় ইসলামপুরের (Islampur storm) বিস্তীর্ণ এলাকা। ঘরে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৮০ বছরের এক বৃদ্ধার। ইসলামপুর...

Polling staff died on duty as heatwave | অগ্নিকুণ্ড উত্তরপ্রদেশ-বিহার, ভোটের কাজে গিয়ে মৃত্যু...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে জেরবার দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ওডিশা, ঝাড়খণ্ড। গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশ ও বিহারে ভোটের কাজে গিয়ে মৃত্যু (Polling staff...

Election Update | জলে ইভিএম, গুলি-বোমা, ভুয়ো এজেন্ট, অশান্তির আবহেই রাজ্যে চলছে শেষ দফার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ (Election update) শনিবার লোকসভার সপ্তম তথা শেষ দফায় রাজ্যে ভোট হচ্ছে, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, ডায়মন্ড...

Most Popular