Friday, May 17, 2024
HomeExclusiveIllegal Construction | খবরের জেরে কড়া অবস্থান, পুরনিগমের অবৈধ নির্মাণ ভেঙে দিচ্ছেন...

Illegal Construction | খবরের জেরে কড়া অবস্থান, পুরনিগমের অবৈধ নির্মাণ ভেঙে দিচ্ছেন মালিকই

পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের প্রমোদনগরে গত বছরের মাঝামাঝি সময় থেকে একটি বহুতল নির্মাণের কাজ শুরু হয়। ছাদ ঢালাই করে বাড়ির মালিক তিনতলার অননুমোদিত নির্মাণটিও করে ফেলেন।

সাগর বাগচী, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের কড়া পদক্ষেপের আভাস মিলেছিল। সেই কারণে পুরনিগম পদক্ষেপ করার আগেই বাড়ির মালিক অবৈধ নির্মাণ (Illegal construction) ভাঙার কাজ শুরু করলেন।

পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের প্রমোদনগরে গত বছরের মাঝামাঝি সময় থেকে একটি বহুতল নির্মাণের কাজ শুরু হয়। ছাদ ঢালাই করে বাড়ির মালিক তিনতলার অননুমোদিত নির্মাণটিও করে ফেলেন। হাসমি চক থেকে উড়ালপুলের দিকে ওঠার মুখে বস্তি এলাকার মাঝে সেই নির্মীয়মাণ বহুতলটি দেখে অনেকেই অবাক হচ্ছিলেন। শহরের একেবারে মাঝে কী করে এমন অবাধে অবৈধ নির্মাণ চলছে তা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ছিল, বাড়ির মালিক রাজ্যের শাসকদলের কর্মী। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলারের ঘনিষ্ঠ। সেই কারণে প্রশাসনের তোয়াক্কা না করে অবৈধ নির্মাণ চালিয়ে যান। এ নিয়ে উত্তরবঙ্গ সংবাদে খবর প্রকাশিত হতেই, পুরনিগম নড়েচড়ে বসে। পুরনিগমের তরফে বাড়ির মালিককে অবৈধ নির্মাণটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। নয়তো পুরনিগমের তরফে সেটি ভেঙে দেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়। এরপরই বাড়ির মালিক অবৈধ নির্মাণটি ভাঙার কাজ শুরু করে।

ওয়ার্ড কাউন্সিলার সঞ্জয় শর্মার কথায়, ‘বর্তমান পুরবোর্ড কোনও ধরনের অবৈধ নির্মাণ বরদাস্ত করছে না। গুরুংবস্তি এলাকায় সরাসারি অবৈধ নির্মাণ ভেঙে দিয়ে মেয়র গৌতম দেব সেই প্রমাণ দিয়েছেন। দলমতনির্বিশেষে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙা হবে। প্রমোদনগরের ওই বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেরে ভাঙার কাজ শুরু করেছে।’

এমনিতে প্রমোদনগর এলাকায় সরকারি জায়গা দখল করে ঘর বানিয়ে ব্যবসা করার অভিযোগ রয়েছে। সংকীর্ণ রাস্তার ওপর সংশ্লিষ্ট অবৈধ নির্মাণ কি করে হচ্ছিল তা নিয়ে প্রশ্ন ছিল। কেননা অতীতে ওই এলাকায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। রাস্তা সংকীর্ণ হওয়ায় দমকলকে আগুন নেভানোর কাজ করার ক্ষেত্রে দারুণ বেগ পেতে হয়। সেই কারণে বিভিন্ন মহল থেকে নির্মাণকাজ ভেঙে ফেলার দাবি ওঠে।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

0
শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী ও শাশুড়ি। আর এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে...

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

0
শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান সহ তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল...

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

0
মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের (Manikchak) গোপালপুরের ঘটনা। জানা গিয়েছে, দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন...

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে নন্দীগ্রাম গণহত্যার দায় চাপালেন অধিকারী পরিবারের উপরে। বৃহস্পতিবার পূর্ব...

Malda news | নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

0
মালদা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। এছাড়া এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের...

Most Popular