Tuesday, May 7, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গসরকারি এমআরআই বসিয়ে বেসরকারি সংস্থাকে সুবিধা, বিতর্কে উত্তরবঙ্গ মেডিকেল

সরকারি এমআরআই বসিয়ে বেসরকারি সংস্থাকে সুবিধা, বিতর্কে উত্তরবঙ্গ মেডিকেল

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: স্বাস্থ্য দপ্তর বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে (পিপিপি) উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এমআরআই পরিষেবা দিচ্ছে। এজন্য প্রতি মাসে ৪৫-৫০ লক্ষ টাকা বিল মেটাতে হচ্ছে। অথচ সরকারিভাবে কেনা এমআরআই বসিয়ে রাখা হয়েছে। এমন ঘটনায় সংশ্লিষ্ট মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ, বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে বসানো এমআরআইতে বহু উলটো-পালটা হিসেব রয়েছে।

এখানে অনেকের স্বার্থ জড়িয়ে রয়েছে। নিজেদের এমআরআই চালানো দূরে থাক, পিপিপি মোডে চলা এমআরআইতে আরও বেশি সংখ্যায় পরীক্ষার জন্য লেখা হচ্ছে। তাহলে অনেকেরই লাভ। হাসপাতালের সুপার ডাঃ সঞ্জয় মল্লিক অবশ্য বলেন, ‘সরকারিভাবে একটি এমআরআই বসেছে। তবে, লোকবল কম থাকায় সেটি চালানো যাচ্ছে না। দ্রুত লোকবলের ব্যবস্থা করে ওই এমআরআই চালানোর চেষ্টা করছি।’

উত্তরবঙ্গ মেডিকেলে বেশ কয়েক বছর ধরে কলকাতার একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্য দপ্তর এমআরআই পরিষেবা চালু করেছে। রোগ অনুযায়ী এমআরআই করতে সংস্থাটি রোগী প্রতি ২০০০-৫০০০ টাকা পর্যন্ত বিল করে। প্রতিদিন গড়ে ৫০-৬০টি এমআরআই হয়। তারপরও অবশ্য রোগীদের হয়রানির শেষ নেই। গুরুতর অসুস্থ রোগীর এমআরআই করতেও ১৫-২০ দিন সময় লেগে যাচ্ছে। অথচ সুপারস্পেশালিটি ব্লকে প্রায় এক বছর আগে এমআরআই মেশিন বসানো হয়েছে। সম্পূর্ণ সরকারি টাকায় কেনা এই এমআরআই মেশিন ইনস্টলেশন করে ট্রায়ালও দেওয়া হয়েছে। কিন্তু সেখানে এমআরআই করা হচ্ছে না।

কিন্তু কেন সরকারি টাকায় এমআরআই বসিয়ে রেখে বেসরকারি সংস্থাকে প্রতিদিন এত টাকা দেওয়া হচ্ছে? চিকিৎসকদের একাংশ বলছেন, মেডিকেলের এমআরআইতে বড় চক্র সক্রিয় রয়েছে। এই চক্রে হাসপাতালের একাধিক মাথা জড়িত। যত বেশি এমআরআই লেখা হবে, তত বেশি কমিশন পকেটে ঢুকবে। কিছু ক্ষেত্রে আবার একই রোগীকে একাধিকবার এমআরআই করার পরামর্শও দেওয়া হচ্ছে। কোনও রোগী এমআরআই করিয়ে রিপোর্ট নিয়ে চিকিৎসকের কাছে গেলে তাঁকে বলা হচ্ছে, এখানে কিছু বোঝা যাচ্ছে না, আবার এমআরআই করিয়ে নিয়ে আসুন। এক্ষেত্রে রোগীর ভোগান্তি হচ্ছে ঠিকই, কিন্তু কারও কমিশন বাড়ছে। আবার এখানে দালালচক্রেরও দাপট রয়েছে। সব মিলিয়ে প্রতি মাসে এই এমআরআই থেকে লক্ষ লক্ষ টাকার কাটমানি বিভিন্ন জায়গায় যায়। সরকারিভাবে সুপারস্পেশালিটি ব্লকে বসানো এমআরআই চালু করা হলে সবার সব কমিশন, কাটমানি বন্ধ হয়ে যাবে। সেজন্যই লোকবলের দোহাই দিয়ে ওই এমআরআই বসিয়ে রাখা হয়েছে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Election 2024 | বিক্ষিপ্ত সন্ত্রাস! মালদায় বিরোধী এজেন্টকে বাধা, ভোটারদের ভয় দেখানোর...

0
মানিকচক: ভোট শুরু হতেই বিক্ষিপ্ত সন্ত্রাসের অভিযোগ উঠতে শুরু করেছে। অভিযোগের তীর মূলত শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের নাসুটোলা এলাকার...

Theft | সোনাপুরে ফাঁকা বাড়িতে চুরির অভিযোগ

0
সোনাপুর: আলিপুরদুয়ার-১ ব্লকের সোনাপুর চৌপথিতে একটি বাড়িতে চুরির অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা জানান, যে বাড়িতে চুরি হয়েছে, সেই...

Indian Railways | অপচয় রোধে পদক্ষেপ, এবার থেকে যাত্রীদের হাফ লিটারের জলের বোতল দেবে...

0
শিলিগুড়ি: কিছুটা পান করে বাকি জল ফেলে দেওয়ার দিন শেষ হচ্ছে রেলে। জল অপচয় রোধের পাশাপাশি জলের সংরক্ষণে জোর দিয়ে এক লিটারের পরিবর্তে হাফ...
weather update in west bengal

Weather Forecast | দহন-জ্বালা থেকে মিলবে স্বস্তি, আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

0
সানি সরকার, শিলিগুড়ি: দু-দিন না যেতেই চোখ রাঙানো শুরু সূর্যের। মঙ্গলবার সকাল হতেই পূব আকাশে স্বমহিমায় সূর্য। তাহলে কি আবার দহন জ্বালায় জ্বলতে হবে?...

Nakshalbari | বাসের হর্ন শুনে রেগে কাঁই যুবতী! নকশালবাড়ি বাসস্ট্যান্ডে ধুন্ধুমার

0
নকশালবাড়ি: বাসের হর্ন শুনে রেগে কাঁই যুবতী। শেষ পর্যন্ত পাথর ছুড়ে বাসের কাচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল ওই যুবতীর বিরুদ্ধে। এই ঘটনায় পাথরের আঘাতে...

Most Popular