Monday, May 20, 2024
HomeBreaking NewsRahul Gandhi | অনুমতি দিচ্ছে না পুলিশ, ২৮শে শিলিগুড়িতে রাহুলের সভা ঘিরে...

Rahul Gandhi | অনুমতি দিচ্ছে না পুলিশ, ২৮শে শিলিগুড়িতে রাহুলের সভা ঘিরে অনিশ্চয়তা

সাগর বাগচী, শিলিগুড়ি: প্রশাসনের অনুমতি না মেলায় শিলিগুড়িতে (Siliguri) আগামী ২৮ জানুয়ারি রাহুল গান্ধির সভা ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে রবিবার শহরে রাহুল গান্ধি (Rahul Gandhi) পদযাত্রার পাশাপাশি সভা করার কথা ছিল। কিন্তু এয়ারভিউ মোড়ে সভা করা যাবে না বলে বৃহস্পতিবার পুলিশের তরফে জানান হয়েছে বলে কংগ্রেস (Congress) নেতৃত্বের দাবি। এমনকি শিলিগুড়ি পুরনিগমও বিকল্প মাঠের ব্যবস্থা করতে সহযোগিতা করছে না বলে নেতৃত্বের অভিযোগ। এরপরই যাত্রা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিন ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে শিলিগুড়িতে জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী একটি বৈঠক করেন। বৈঠক শেষ অধীর বলেন, ‘বিভিন্ন পরীক্ষা থাকায় সভা করার ক্ষেত্রে প্রশাসনের অনুমতি মিলছে না। তবে শিলিগুড়িতে পদযাত্রার ক্ষেত্রে কোন সমস্যা নেই। এই রাজ্যে যেমন যাত্রা চলছিল তেমনই চলবে।’ এয়ারভিউ মোড়ে সভার অনুমতি না মেলায় বিকল্প হিসাবে শিলিগুড়িতে কোন মাঠ পাওয়া যেতে পারে, সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়। সূত্রের খবর, বিকল্প হিসাবে বাঘাযতীন পার্কের মাঠ, সূর্যনগর মাঠ, দাদাভাই ক্লাবের মাঠের কথা উঠে আসে। কিন্তু পুলিশের তরফে মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে সভা করার অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকারের দাবি, ‘বুধবার অবধি পুলিশ ও শিলিগুড়ি পুরনিগম সহযোগিতা করছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসন হঠাৎ করে কড়াকড়ি শুরু করেছে। সভার জন্য শহরের বিকল্প কোন মাঠও চেয়েও পাওয়া যাচ্ছে না। তবে শহরে রাহুল গান্ধির পদযাত্রা হবেই।’

তবে কংগ্রেসের দাবিকে নস্যাৎ করেছেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তাঁর কথায়, ‘পুলিশ নিশ্চিতভাবে গুরুত্ব বুঝে নিয়ম অনুযায়ী পদক্ষেপ করছে। কংগ্রেসের তরফে বিকল্প জায়গা হিসাবে সূর্য নগর মাঠ চেয়ে পুরনিগমে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ২৭ ও ২৮ তারিখ মাঠটির অন্য অনুষ্ঠানের বুকিং রয়েছে। এসব ক্ষেত্রে কংগ্রেসের আগে থেকে মাঠের জন্য চিঠি দেওয়া উচিত ছিল।’ বিষয়টি নিয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে ফোন ও হোয়াটঅ্যাপে ম্যাসেজ করার হলেও তিনি কোন উত্তর দেননি।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Election 2024 | আজ সারা দেশে পঞ্চম দফার ভোট, রাজ্যের কোন কোন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ দেশের ছ’টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪৯ আসনে ভোটগ্রহণ। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৭টি লোকভা আসন রয়েছে। এগুলি...

Ebrahim Raisi। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে ভেঙে পড়ল কপ্টার, খারাপ আবহাওয়ায় বিঘ্নিত উদ্ধারকার্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। কপ্টারে তাঁর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীও ছিলেন বলে...

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪...

0
কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয় ইন্দো-নেপাল সীমান্ত পূর্ব চম্পারণ জেলার...

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

0
কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এমফিল ডিগ্রি গ্রহন করলেন কোচবিহারের মেয়ে মৌমিলি...

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের   

0
বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় ৯...

Most Popular