Friday, May 17, 2024
HomeBreaking NewsNitish Kumar | সঙ্গী বিজেপি, নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের

Nitish Kumar | সঙ্গী বিজেপি, নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চমবার জোট বদলে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার (Nitish Kumar)। রবিবার সকালে আরজেডি-র সঙ্গ ছেড়ে বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) পদ থেকে ইস্তফা দেন তিনি। বিকেলেই বিজেপির সমর্থনে আবার বিহারের মসনদে বসলেন নীতীশ। রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। একইসঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির সম্রাট চৌধুরী এবং বিজয় সিং। এবারের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শপথ নেওয়ার সময় রাজভবনে শোনা যায় মোদি মোদি স্লোগানও।

শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘এ তো স্পষ্ট বোঝা যাচ্ছে ইন্ডিয়া জোটকে ভাঙার জন্য বিজেপি ষড়যন্ত্র করেছিল। আর তাতে যোগ দিয়েছে জেডিইউ। এতদিন ইন্ডিয়া জোট এবং লালু প্রসাদ যাদবকে অন্ধকারে রেখে তলে তলে এই কাজ করে গিয়েছেন নীতীশ।’ এদিকে, নীতীশের দল জেডিইউ-র দাবি, ‘কংগ্রেস ষড়যন্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করানো হয়। কংগ্রেস আসলে ইন্ডিয়া জোটের লাইমলাইটে থাকতে চেয়েছিল। নেতৃত্ব হাতছাড়া করতে চায়নি।’

এদিন সকালে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরোনোর সময় নীতীশ বলেন, ‘সরকার ঠিকমতো চলছিল না। দেড় বছর আগে একটা জোট ভেঙে বেরিয়ে এসেছিলাম। মহাগঠবন্ধন বানিয়েছিলাম। কিন্তু, দেখলাম এখানেও পরিস্থিতি ঠিক নেই।’ ইন্ডিয়া জোট নিয়ে নীতীশ বলেন, ‘আমি নিজে উদ্যোগ নিয়ে ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম। কিন্তু দেখলেন তো কী হল। ওখানে সবারই কোনও না কোনও সমস্যা রয়েছে। আমি অনেকদিন ধরে চুপ ছিলাম। এত সমস্যা নিয়ে থাকা যায় না। তাই ইন্ডিয়া জোট আমি ছেড়ে দিলাম।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

EVM | উলটপুরাণ! তৃণমূলের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

0
রায়গঞ্জঃ উলটপুরাণ! নয়তো আর কী! ইভিএম নিয়ে এতদিন ধরে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু এবার ইভিএমের বিরোধিতায় সরব খোদ বিজেপি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন...

Aam Admi Party | বিজেপির সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন স্বাতী মালিওয়াল, দাবি আপ নেত্রী...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির সঙ্গে মিলে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল।  ১৩ মে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির ড্রইংরুমের একটি ভিডিও...

Malda | ভোটার তালিকায় নাম তোলার দাবি, প্রশাসনের দ্বারস্থ ‘ভূতের দল’

0
সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: তাঁরা প্রত্যেকেই জীবিত। কিন্তু ভোট দিতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তাঁরা মৃত। ফলে ভোট না দিয়েই ফিরে আসতে হয় মালদার...

Raiganj | মাধ্যমিকে কৃতকার্য ১০০ শতাংশ দৃষ্টিহীন অপ্সরা, খুশি গোটা গ্রাম

0
রায়গঞ্জ: আর পাঁচটা ছেলেমেয়ের মতো জীবন নয় অপ্সরা খাতুনের। ১০০ শতাংশ দৃষ্টিহীন। মানসিক জোর যেন হার মানিয়েছে তার শারীরিক প্রতিবন্ধকতাকে। এবার রায়গঞ্জ গার্লস হাইস্কুল...

Humayun kabir | তৃণমূলের গোষ্ঠীকোন্দলে মার্জিন কমবে ইউসুফের! মুর্শিদাবাদে অন্তর্ঘাতের দাবি হুমায়ুনের  

0
বহরমপুরঃ ইউসুফকে হারাতে দলের ভিতরেই কোন্দল হয়েছে। কমতে পারে দলীয় প্রার্থীর জয়ের মার্জিন। বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট শেষ হতেই মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে...

Most Popular