Wednesday, May 22, 2024
HomeBreaking News‘ব্রিটিশদের মতো এই সরকারকেও...’, বিস্ফোরক কুস্তির ‘দ্রোণাচার্য’ মহাবীর ফোগাট

‘ব্রিটিশদের মতো এই সরকারকেও…’, বিস্ফোরক কুস্তির ‘দ্রোণাচার্য’ মহাবীর ফোগাট

নয়াদিল্লি: ‘ব্রিটিশদের মতো এই সরকারকেও তাড়াবে দেশের জনগণ’, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন কুস্তিগির ও দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত মহাবীর ফোগাট। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ দেশের প্রথমসারির কুস্তিগিররা। এমন প্রেক্ষাপটে ওই মন্তব্য করেছেন মহাবীর।

রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনই রাস্তায় ফেলে কুস্তিগিরদের চরম হেনস্তা করার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। আটক করার কয়েকঘণ্টার মধ্যেই ভিনেশ ফোগাট-সাক্ষী মালিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। মঙ্গলবার সকালে বিবৃতি দিয়ে কুস্তিগিররা জানান, তাঁদের সমস্ত পদক হরিদ্বারের গঙ্গায় বিসর্জন দেবেন। সেই মতো মঙ্গলবার সন্ধ্যা ছ’টা নাগাদ হরিদ্বারের হর কি পৌরি ঘাটেও পৌঁছে যান কুস্তিগিররা।

যদিও শেষ পর্যন্ত কৃষক নেতা নরেশ টিকায়েতের অনুরোধে সেই সিদ্ধান্ত বদল করেন তাঁরা। সেখানে কান্নায় ভেঙে পড়েন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ অন্য কুস্তিগিররা। তারপরই কেন্দ্রকে সাফ হুঁশিয়ারি দেন। কুস্তিগিররা বলেন, ‘আগামী পাঁচদিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণকে।’ ততদিন পর্যন্ত পদক বিসর্জনের সিদ্ধান্ত স্থগিত রাখছেন কুস্তিগিররা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভিনেশের কাকা মহাবীর ফোগাট। প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও।

হরিয়ানায় তাঁর নিজের গ্রাম বালালিতে একটি সাক্ষাৎকারে মহাবীর বলেছেন, ‘আমি আমার মেয়েদের পদকের যোগ্য করে তুলেছি। আজ তাঁদের অবস্থা দেখা যাচ্ছে না। দুঃখজনকভাবে খেলোয়াড়দের তাঁদের পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল। কৃষক নেতারা তাঁদের আবেগ বুঝতে পেরেছেন। এখন সারা দেশ এমনভাবে ঐক্যবদ্ধ হবে যে সরকার মাথা নত করতে বাধ্য হবে। সরকার যদি এ বিষয়ে এখনই উদ্যোগী না হয়, তাহলে দেশের মানুষ যেভাবে ব্রিটিশদের তাড়িয়েছিল, ঠিক তেমনই তাদেরও তাড়িয়ে দেবে।’

কৃষক নেতা রাকেশ টিকায়েত, তাঁর ভাই নরেশ টিকায়েত আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন। এপ্রসঙ্গে প্রাক্তন কুস্তিগির বলেছেন, ‘কৃষক নেতারা আমাদের মেয়েদের অনুভূতি বুঝেছেন। এবার গোটা দেশে আন্দোলন শুরু হবে এবং ব্রিজভূষণকে জেলে যেতে হবে।’

এদিকে, ফোগাট বোনদের জন্য বিখ্যাত বালালি গ্রামের বাসিন্দারা বৈঠক করে মহিলা কুস্তিগিরদের ন্যায়বিচার পেতে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন। মহাবীর ফোগাটের আশঙ্কা, মহিলা কুস্তিগিরদের সঙ্গে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে মেয়েরা কুস্তিতে আসা বন্ধও করে দিতে পারেন।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | ভরসন্ধ্যায় চুরি মধ্য শান্তিনগরে, জানালার গ্রিল খুলে টাকা ও সোনা-গয়না নিয়ে চম্পট...

0
শিলিগুড়িঃ মঙ্গলবার সন্ধ্যে রাতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটলো আশিঘর ফাঁড়ির মধ্যশান্তিনগর এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিন রাত সাড়ে সাতটা-সাড়ে আটটার মধ্যে ঘটনাটি ঘটেছে। বাড়িতে...

Cyclone Remal Prediction | ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর পথের কাঁটা মৌসুমী বায়ু! কী বলছে হাওয়া...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বর্তমানে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা নিয়ে জোর চর্চা চলছে। যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে...

IPL-2024 | ব্যাটে-বলে নাস্তানাবুদ হায়দরাবাদ, ৮ উইকেটে জিতে আইপিএলের ফাইনালে কেকেআর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে সবকয়টি উইকেট...

Ramkrishna Mission | মিশনে হামলায় সন্ন্যাসীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা! বিতর্কে পুলিশ

0
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় এবার মিশনের সন্ন্যাসীদের বিরুদ্ধেই পালটা মামলা দায়ের করল পুলিশ। হামলায় মূল অভিযুক্ত প্রদীপ রায়ের অভিযোগের প্রেক্ষিতে...

BJP | নাড্ডার নির্দেশ, রামকৃষ্ণ মিশনে হামলা নিয়ে জোর আন্দোলনে বিজেপি

0
শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri) সেবক রোডের রামকৃষ্ণ মিশনে (Ramkrishna mission) হামলার ঘটনায় শীঘ্রই আন্দোলনে নামছে বিজেপি (BJP)। এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জে...

Most Popular