Wednesday, May 8, 2024
HomeBreaking NewsDelhi Farmers Protest | ব্যর্থ আলোচনা, আজ ‘দিল্লি চলো’ অভিযানে কৃষকরা

Delhi Farmers Protest | ব্যর্থ আলোচনা, আজ ‘দিল্লি চলো’ অভিযানে কৃষকরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একাধিক দাবিতে মঙ্গলবার ‘দিল্লি চলো’ অভিযানে (Delhi Farmers Protest) পঞ্জাব, হরিয়ানার হাজার হাজার কৃষক। তার আগে সোমবার রাত থেকেই দিল্লির সঙ্গে পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের সংযোগকারী সব রাস্তা বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ (Delhi Police)। সিংঘি, টিকরি এবং গাজিপুরে রারারাতি গড়ে তোলা হয়েছে অস্থায়ী জেল। কৃষকেরা আইন-অমান্য শুরু করলে গ্রেপ্তার করে অস্থায়ী জেলে নিয়ে রাখা হবে। রাস্তায় বসানো হয়েছে কাঁটাতারের ব্যরিকেড।

‘দিল্লি চলো’ অভিযানের (Delhi Chalo March) ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা এবং কিষান মজদুর মোর্চা। কেন্দ্রীয় সরকার দাবি না মানা পর্যন্ত কৃষকেরা রাস্তায় বসে থাকবেন। ইতিমধ্যে দিল্লির সঙ্গে পড়শি রাজ্যগুলির যানবাহন চলাচল অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। রাস্তা জুড়ে চলছে তল্লাশি। অন্যদিকে, শয়ে শয়ে ট্রাক, ট্র্যাক্টরে চেপে কৃষকেরা আসতে শুরু করেছেন।

২০২০ সালে তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে অবস্থানে বসেছিলেন কৃষকরা। পরে তিন আইনই বাতিল করা হয়। আর এই আন্দোলনে নামা কৃষকদের দাবি ফসলের ন্যায্য সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দিতে হবে সরকারকে। একইসঙ্গে সমস্ত কৃষিঋণ মকুব করতে হবে। স্বামীনাথন কমিশনের প্রস্তাব মেনে ফসলের ন্যায্য সহায়ক মূল্য দেওয়ারও দাবি জানানো হয়েছে। ২০২০-২১ সালের প্রতিবাদে কৃষকদের বিরুদ্ধে রুজু হওয়া মামলা খারিজের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার রাতে বৈঠকে বসে ২০২০ সালের ইলেকট্রিসিটি আইন বাতিল করার বিষয়ে কৃষক নেতাদের আশ্বস্ত করেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনায় কৃষকদের বিরুদ্ধে রুজু হওয়া মামলা প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়। কিন্তু কৃষকদের মূল তিনটি দাবি-ফসলের ন্যায্য সহায়ক মূল্য, কৃষিঋণ মকুব এবং স্বামীনাথন কমিশনের প্রস্তাবের রূপায়ণ নিয়ে দু’পক্ষ কোনও স্থির সিদ্ধান্তে আসতে পারেনি। এরপরই রাতে আন্দোলনকারী দুই সংগঠন জানায়, তাদের কর্মসূচি বহাল থাকছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

HS Result 2024 | কাপড় ফেরি করে সংসার চালান বাবা, দারিদ্রকে হারিয়ে জলপাইগুড়ি জেলায়...

0
গয়েরকাটা: দারিদ্রকে জয় করে উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া সাফল্য জলপাইগুড়ির পুস্পিতা বিশ্বাসের। আংরাভাসা বংশীবদন হাই স্কুলের কলা বিভাগের ছাত্রী পুস্পিতা জলপাইগুড়ি জেলায় যুগ্ম...

Raiganj | ধারাল কাঁচি নিয়ে খেলতে গিয়ে বিপত্তি, আচমকাই ঢুকে গেল শিশুর পেটে  

0
হেমতাবাদঃ কাঁচি নিয়ে খেলতে গিয়ে পেটে কাঁচি ঢুকে গিয়ে গুরুতর জখম দুই বছরের এক শিশু। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হেমতাবাদ থানার বাংলাদেশ সীমান্তবর্তী...

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম শিলিগুড়ির সোমদত্তা দাস

0
শিলিগুড়ি: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম শিলিগুড়ির সোমদত্তা দাস। মার্গারেট হাইস্কুলের ছাত্রী সে। চম্পাসারির বাসিন্দা। তার প্রাপ্ত নম্বর ৪৮৩। সায়েন্স নিয়ে...

India’s Population | ভারতে কমছে হিন্দু জনসংখ্যা! বাড়ছে সংখ্যালঘু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের রিপোর্ট প্রকাশ্যে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে বেড়েছে সংখ্যালঘু (Minorities) জনসংখ্যা। অন্যদিকে বিপুল হারে কমেছে হিন্দুদের সংখ্যা (Hindu population)। দেশে ৬৫ বছরে হিন্দুদের সংখ্যা কমেছে প্রায়...

Recruitment scam | টাকা দিয়েও মেলেনি চাকরি! অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে হামলা বঞ্চিতদের        

0
রায়গঞ্জঃ সুপ্রিম কোর্টের রায়ের পরই চাকরি বিক্রিতে অভিযুক্ত এক তৃণমূল নেতার বাড়িতে হামলা চালাল বঞ্চিত চাকরি প্রার্থীরা। চাকরি না পেয়ে টাকা ফেরানোর দাবিতে আজ...

Most Popular