Friday, May 17, 2024
HomeTop NewsRaju Bista-Goutam Deb | এ যেন এক অন্য ভ্যালেন্টাইন, উধাও রাজনীতি, মেয়র...

Raju Bista-Goutam Deb | এ যেন এক অন্য ভ্যালেন্টাইন, উধাও রাজনীতি, মেয়র গৌতমকে জড়িয়ে ধরলেন রাজু বিস্ট  

ভাস্কর বাগচী ও রাহুল মজুমদার, শিলিগুড়ি: এ যেন এক অন্য ভ্যালেন্টাইন। রাজনৈতিক ভাবে দুজনের অবস্থান দুই মেরুতে। কিন্তু বাঙালির প্রেম দিবসে গৌতম দেব এবং রাজু বিস্ট নিজেদের দূরত্ব আর বজায় রাখতে পারলেন না। কিছুটা অপ্রত্যাশিতভাবেই দুজনের সরস্বতীপুজোর দিন দেখা হতেই আলিঙ্গনবদ্ধ হলেন। যা আরও একবার দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরের রাজনীতির তফাৎটা বড় করে দিল।

রাজ্য রাজনীতিতে বিজেপি এবং তৃণমূলের সম্পর্কটা কার্যত সাপে নেউলে। এর উপর সামনে আবার লোকসভা ভোট। ইতিমধ্যেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস রাজ্যে সবচেয়ে বড় ‘শত্রু’ বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগের তির ছুঁড়তে ব্যস্ত। এই পরিস্থিতিতে বুধবার সরস্বতীপুজোর  দিনে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে দেখা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও বিজেপির সাংসদ রাজু বিস্টের।  রাজুর গলায় কিন্তু এদিন ছিল গৌতমকে নিয়ে প্রশংসারই সুর। কিন্তু বিরোধী দলের বরিষ্ট নেতার সঙ্গে দেখা হওয়াটা আশ্চর্যের কিছু নেই বলেই মনে করেন রাজু। তার কথায়, ‘আমি বয়সে অনেক ছোট। তাই গৌতমবাবু, অশোকদা, পাপিয়াদির সঙ্গে বিভিন্ন সময়ে কথা হয়। আমাদের দল আলাদা, বিচারধারা আলাদা হতে পারে। কিন্তু আমরা তো দার্জিলিংয়ের মানুষ। তাই আমরা একটা পরিবার।’ তিনি বলেন, ‘ভোটের সময় আমরা আমাদের দলের নীতির কথা বলি ঠিকই। কিন্তু বাকি সময় আমরা তো সবাই এক। গৌতমজির সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ। শহরের মানুষের জন্য অনেক কিছু করেছেন। উনি অনেক অভিজ্ঞ মানুষ।

এদিন শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের আমন্ত্রণে দুপুর ১টা নাগাদ সরস্বতী পুজোর অনুষ্ঠানে এসেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়র বেরিয়ে যাওয়ার মুখে ক্লাবে আসেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। দুজনের মুখোমুখি দেখা হতেই দুজনে প্রথমে করমর্দন করেন। এরপর রাজুই আগ্রহী হয়ে গৌতমের সঙ্গে আলিঙ্গন করেন। এরপর গৌতম বেরিয়ে গেলেও রাজু কিছুক্ষণ সেখানে থাকেন। গৌতম অবশ্য এমন পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি বলেন, ‘এরকম দেখা সাক্ষাৎ কমই হয়। তবে এদিন জার্নালিস্টস ক্লাবে দেখা হল।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bihar | চিকিৎসার গাফিলতিতে বৃদ্ধের মৃত্যু! রাস্তা অবরোধ করে বিক্ষোভ

0
কিশনগঞ্জ: চিকিৎসার গাফিলতিতে (Medical Negligence) বৃদ্ধের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বিহারের (Bihar) পূর্ণিয়ার (Purnia) খাজাঞ্চি হাট ফাঁড়ি এলাকায়। ঘটনার প্রতিবাদে লাইন বাজারে রাস্তা অবরোধ...

Collapse factory’s wall | কারখানার পাঁচিল ভেঙে বিপত্তি, চাপা পড়ে মৃত্যু দুই ঠিকা শ্রমিকের,...

0
দুর্গাপুরঃ প্রাচীরের নীচে চাপা পড়ে মৃত্যু হল দুই ঠিকা শ্রমিকের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের বামুনাড়া গোপালপুর শিল্প তালুকে। আহত হয়েছেন...

Viral Audio | নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল দেবের! অডিও বার্তা প্রকাশ্যে আনলেন বিজেপির হিরণ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আবহে বঙ্গ রাজনীতিতে সামনে আসছে একের পর এক বিতর্কিত ভিডিও। সেই ভিডিওর তালিকাতে শুক্রবার যোগ হল দেবের অডিও...
woman died in Elephant Attack at belakoba

Jalpaiguri | হাতির হামলায় মৃত্যু ঘিরে উত্তপ্ত বেলাকোবা, বন দপ্তরের গাড়ি ভাঙচুর!

0
বেলাকোবা: হাতির হামলায় (Elephant Attack) যুবতীর মৃত্যুতে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বেলাকোবা (Belakoba) সংলগ্ন বৈকুণ্ঠপুর জঙ্গলের নধাবাড়ি এলাকায়। ঘটনাস্থলে বনকর্মী ও...

Kartik Aaryan | মুম্বইয়ে বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু কার্তিক আরিয়ানের কাকা-কাকিমার, শেষকৃত্যে হাজির...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার ঝড়ের দাপটে মুম্বইয়ের (Mumbai) ঘাটকোপার এলাকায় ভেঙে পড়ে একটি বিশালাকার বিলবোর্ড। যা কিনা বেআইনি বিজ্ঞাপনী হোর্ডিং বলে জানা গিয়েছে।...

Most Popular