Friday, May 17, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গJalpaiguri | হাতের স্পর্শেই হাতিকে চিনলেন ওঁরা

Jalpaiguri | হাতের স্পর্শেই হাতিকে চিনলেন ওঁরা

এই পৃথিবীর রূপ, রং, সৌন্দর্য ওঁরা কেউই দেখতে পারে না। এই পৃথিবীর আলো ওঁদের কাছে অন্ধকার। তবে চোখে দেখতে না পারলেও হাতের স্পর্শেই হাতিকে চিনলেন তাঁরা।   

চালসা: পাড়ানি ওরাওঁ, বিফাই মাহালি, আমির হোসেন, সন্তোষ লোহার। ওঁদের কারও বাড়ি মালবাজার, নাগরাকাটা ব্লকের লুকসান,   আবার কারও হোপ চা বাগানে। ওঁদের বাসস্থান ডুয়ার্স ও তরাইয়ের বিভিন্ন এলাকায় হলেও মিল একটাই। এই পৃথিবীর রূপ, রং, সৌন্দর্য ওঁরা কেউই দেখতে পারে না। এই পৃথিবীর আলো ওঁদের কাছে অন্ধকার। তবে চোখে দেখতে না পারলেও হাতের স্পর্শেই হাতিকে চিনলেন তাঁরা।

শুক্রবার মেটেলি ব্লকের মূর্তি নদীর ধারে শুরু হয়েছে ৪ দিনের প্রকৃতি পাঠ শিবির। শনিবার শিবিরের (Camp) দ্বিতীয় দিনে ওই সকল দৃষ্টিহীনদের নিয়ে যাওয়া হয় গরুমারার গাছবাড়িতে। সেখানে কুনকি হাতি হিলারি, বর্ষণ, কৃষ্ণকলি, নটরাজ, ভীম ও  যুবরাজের সঙ্গে তাঁদের পরিচয় করানো হয়। কুনকি হাতিদের (Elephant) স্বভাব, খাওয়াদাওয়া, কাজকর্ম,পরিচর্যা সব কিছুই মাহুতেরা এদিন বিস্তারিতভাবে তাঁদের জানান। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের (Himalayan Nature and Adventure Foundation) উদ্যোগে ও লাটাগুড়ি ওয়েলফেয়ার সোসাইটি (Welfare Society), গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশন (Wildlife Division), গয়েরকাটা আরণ্যক পরিবেশপ্রেমী সংস্থার সহযোগিতায় ওই প্রকৃতি পাঠ শিবির হচ্ছে।

ন্যাফের কোঅর্ডিনেটর অনিমেষ বসু বলেন, ‘এই ক্যাম্পে যে ক্যাম্পার্সরা (Campers) এসেছে তাঁরা হয়তো পৃথিবীর রূপ, রং দেখতে পায় না। কিন্তু যথেষ্ট সংবেদনশীল ওঁরা। এদিন ধুপঝোড়ার পিলখানায় নিয়ে গিয়ে তাঁদের হাতিকে ছুঁয়ে চেনানো হয়।’

শিবিরে অংশগ্রহণকারী দৃষ্টিহীন পাড়ানি ওরাওঁ জানালেন তাঁর প্রথম হাতিকে স্পর্শ করার অনুভূতির কথা। তিনি বলেন, ‘এই প্রথম হাতিকে হাত দিয়ে ছুঁয়ে অনুভব করলাম। অনেক বড় প্রাণী হাতি। এইভাবে হাতিকে নিজের হাত দিয়ে ছুঁয়ে দেখতে পাব তা কোনও দিন ভাবিনি।’ এদিন হস্তী বিশেষজ্ঞ তথা পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত পার্বতী বড়ুয়াকেও গরুমারার মাহুতদের তরফে সম্বর্ধনা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন গরুমারার এডিএফও নিমা লামু শেরপা, গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে, ধুপঝোড়া বিটের বিট অফিসার জীবন বিশ্বকর্মা, অভিজ্ঞ মাহুত দীনবন্ধু রায় সহ অন্যান্যরা।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mamata Banerjee | ‘আদিবাসীদের অধিকার কেড়ে নিতে দেব না’, বাম-বিজেপিকে নিশানা করে হুংকার মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘যতদিন আমি রয়েছি, ততদিন আদিবাসীদের কোনও অধিকার কেড়ে নিতে দেব না।’ জঙ্গলমহল প্রসঙ্গে বাম ও বিজেপিকে এভাবেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী...

PM Narendra Modi | ১০ বছরে একবারও সাংবাদিক সম্মেলন না করার কারণ খোলসা করলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত দশ বছরে একটিও সাংবাদিক সম্মেলন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সাক্ষাৎকারও দিয়েছেন সামান্য কিছুই। কিন্তু সাংবাদিক সম্মেলন...

Mango Curd | গরমের দুপুরে শেষপাতে জমে যাবে, আম দিয়ে বানান ভাপা দই

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে দুপুরবেলায় শেষ পাতে টক দই খেতে অনেকেই পছন্দ করেন। তেমনই এই গরমে দই খাওয়া স্বাস্থ্যের পক্ষেও উপকারি। তবে আম...

Poster Controversy | গাড়ির ধাক্কা দিয়ে খুন করব’, মমতা-অভিষেকের নামে খুনের পোস্টার উলুবেড়িয়ায়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রাণে মারার হুমকি। পোস্টার পড়লো গোটা এলাকায়। শুক্রবার সাত...

Covaxin | এবার প্রশ্নের মুখে কোভ্যাক্সিনও! পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কী তথ্য উঠে এল গবেষণায়?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ডের (Covishield) পর এবার প্রশ্নের মুখে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাক্সিনও (Covaxin)। শ্বাসকষ্ট থেকে শুরু করে চর্মরোগ ও রক্ত...

Most Popular