Thursday, May 16, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারবস্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী একজনই, উচ্চশিক্ষায় আগ্রহ নেই রাভাদের

বস্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী একজনই, উচ্চশিক্ষায় আগ্রহ নেই রাভাদের

সুভাষ বর্মন, শালকুমারহাট: এবার শালকুমারহাটের রাভা বনবস্তি থেকে মাত্র একজন পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। বর্তমানে এই বস্তির কলেজ পড়ুয়া দুজন। আগে কেউ বিএ পাশ করেননি। কলেজে ভর্তি হলেও মাঝপথে পড়া ছেড়ে দিয়েছেন অনেকে। এখনও কেউ কোনও সরকারি চাকরি করেন না। বস্তিতে কর্মসংস্থানের বড় অভাব। পড়াশোনা ছেড়ে মাঝপথে অনেকেই পেটের টানে ভিনরাজ্যে চলে যান।

জলদাপাড়া সাউথ রেঞ্জের জঙ্গলঘেরা এই বস্তিতে ৮৫টি পরিবারের বসবাস। লোকসংখ্যা প্রায় ৫০০। কিন্তু উচ্চশিক্ষায় কারও সেরকম আগ্রহ নেই। এখন এখানকার প্রায় ৫০ জন তরুণ পরিযায়ী শ্রমিক। শিক্ষাবিদরা এটাও মনে করেন যে, চাকরি বা কর্মসংস্থানের জন্যই পড়াশোনা করতে হবে এমন ভাবনাও ঠিক নয়। উদাহরণ হিসেবে তাঁরা পিছিয়ে পড়া প্রত্যন্ত টোটোপাড়ার কথাও বলেছেন। বিশিষ্ট শিক্ষাবিদ তথা ফালাকাটা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুভাষ সেনগুপ্তের কথায়, ‘টোটোপাড়ায় অনেক প্রতিবন্ধকতার মধ্যেও পড়াশোনা করে দু’-একজন চাকরি পেয়েছেন। তাই রাভা বস্তিতে শিক্ষিতদের মাধ্যমে সচেতনতা প্রচার করতে হবে। এজন্য সরকারি প্রচেষ্টাও প্রয়োজন।’

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে রাকেশ্বরী রাভা। সে শিলবাড়িহাট হাইস্কুলের পড়ুয়া। পাশ করে কলেজে ভর্তি হতে চায় সে। মেয়েকে কলেজে পড়াবেন বলে জানিয়েছেন বাবা তপন রাভাও। কিন্তু অতীতের ছবিটা বলছে, পরে আর কেউ বিএ কোর্স সম্পূর্ণ করেন না। ছেলেদের ক্ষেত্রে কর্মসংস্থানের তাগিদে মাঝপথে কলেজে পড়া বন্ধ হয়ে যায়। আর মেয়েদের বিয়ে হয়ে যায়। ২০১১ সালে এই বস্তির তরুণ মন্টু রাভাই প্রথম ফালাকাটা কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু পড়া ছেড়ে দেন। মন্টুর কথায়, ‘কাজের তাগিদেই কলেজের পড়া শেষ করতে পারিনি।’

তবে এখন বস্তির দেবনাথ রাভা ও মণিকা রাভা কলেজে পড়ছেন। দেবনাথ আলিপুরদুয়ার কলেজের ষষ্ঠ সিমেস্টার ও মণিকা ফালাকাটা কলেজের দ্বিতীয় সিমেস্টারের পড়ুয়া। দেবনাথের কথায়, ‘কষ্ট হলেও পড়াটা এখনও ছাড়িনি। বিএ পাশ করতে চাই।’ মণিকারও একই বক্তব্য।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Malda news | নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

0
মালদা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। এছাড়া এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের...

Abhijit Ganguli | মমতাকে নিয়ে ফের ‘কুকথা’ অভিজিতের! নির্বাচন কমিশনে তৃণমূল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতির চেয়ার ছেড়ে জনতার দরবারে হাজির হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Bjp candidate Abhijit Ganguli)। পদ্মের প্রার্থী হয়েছেন তমলুক থেকে। রাজনীতির আঙিনায়...

Harishchandrapur | প্রাকৃতিক দুর্যোগ, হরিশ্চন্দ্রপুরে বজ্রপাতে মৃত্যু নব দম্পতি’র

0
হরিশ্চন্দ্রপুর: প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন এক নব দম্পতি। হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের কুর্সাডাঙ্গি এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন নয়ন রায়(২৪) ও...

Malda lightning | মালদাজুড়ে বজ্রপাতে প্রাণহানি অন্তত ১১ জনের, ক্ষতিপূরণ ঘোষণা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মালদায় বজ্রপাতে (Malda lightning) মৃত্যু হল ১১ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদ্যুৎ...

Death at Gym | ট্রেডমিলে দৌড়োতে দৌড়োতেই লুটিয়ে পড়ল ১৭ বছরের কিশোর, পরে মৃত্যু

0
রায়পুর: ট্রেডমিলে দৌড়োতে দৌড়োতেই লুটিয়ে পড়ল কিশোর। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ছত্তিশগড়ের রায়পুরের ঘটনা। রায়পুরের খামতারাই এলাকার...

Most Popular