Sunday, May 19, 2024
HomeBreaking NewsSandeshkhali Incident | সন্দেশখালিকাণ্ডে রাতভর জেরার পর গ্রেপ্তার তৃণমূল নেতা অজিত মাইতি

Sandeshkhali Incident | সন্দেশখালিকাণ্ডে রাতভর জেরার পর গ্রেপ্তার তৃণমূল নেতা অজিত মাইতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Incident) তৃণমূল (TMC) নেতা অজিত মাইতিকে (Ajit Maiti) গ্রেপ্তার করল পুলিশ। রবিবার তাঁকে নিয়েই উত্তপ্ত ছিল বেড়মজুর গ্রাম। স্থানীয়দের তাড়া খেয়ে অন্য একজনের বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। সোমবার সকালে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল অজিতকে ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে মিনাখাঁ থানাতে রাখা হয়েছিল। এদিন গ্রেপ্তারির পর তাঁকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মিনাখাঁ হাসপাতালে। এরপর থানায় আনা হয়। এদিনই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, শনিবারের পর রবিবারও সন্দেশখালিতে গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick) এবং সুজিত বসু (Sujit Basu)। তাঁরা বেড়মজুরের একটি হরিনাম সংকীর্তনের আসরে ছিলেন। ওই এলাকায় অজিতকে দেখে তাড়া করেন গ্রামবাসীদের একাংশ। তাড়া খেয়ে নিকটবর্তী একটি বাড়ির দরজা খোলা পেয়ে সেখানে ঢুকে পড়েন অজিত। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। এলাকায় যায় পুলিশ। প্রায় সাড়ে চার ঘণ্টা আটকে থাকার পর তাঁকে উদ্ধার করে পুলিশ।

অজিতের বিরুদ্ধে এলাকায় অত্যাচার, জমি জবরদখলের মতো অভিযোগ রয়েছে। তিনি শাহজাহান শেখের ভাই সিরাজউদ্দিনের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। তবে মন্ত্রী পার্থ ভৌমিক অজিত মাইতির পাশে দাঁড়াননি। তিনি বলেন, ‘কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা অত্যাচার করেছেন, দল তাঁদের পাশে নেই।’ অজিতকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Elephant | ফের জঙ্গলে রুটিন টহলদারিতে শিলাবতী

0
ময়নাগুড়ি: দেখতে দেখতে তিন মাসের বেশি সময় হয়ে গেল। রামশাই (Ramsai) মেদলা ক্যাম্পের জঙ্গলে সেভাবে কাজে দেখা যায়নি তাকে। জঙ্গল সুরক্ষা থেকে শুরু করে...

Health Care Centre | উদ্বোধনের পাঁচ মাস পরেও অচল স্বাস্থ্যকেন্দ্র

0
কার্তিক দাস, খড়িবাড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন অধিকারীর বারাসতভিটার সুস্বাস্থ্যকেন্দ্র (Health Care Centre)। তারপর পাঁচ মাস পেরিয়ে গেলেও চালু...

Gojoldoba | তিস্তার পলিতে বাদাম উৎপাদনে ভাটা, দুর্দশায় গজলডোবা

0
সানি সরকার, গজলডোবা: প্রাক বর্ষায় চারদিক সবুজময়। কিন্তু মাটির নীচের ‘চেনা সোনা’ উধাও। গত কয়েকমাসের আশঙ্কা জ্যৈষ্ঠতে যেন বাস্তব হচ্ছে। আয়ের পথ খুঁজতে যাঁরা...
Shops were destroyed by elephants, crops were damaged

Elephant Attack | হাতির হানায় ভাঙল দোকান ঘর, ক্ষতিগ্রস্ত ফসল

0
ফালাকাটা: হাতির হামলায়(Elephant Attack) ব্যাপক ক্ষয়ক্ষতি হল ফালাকাটার(Falakata) বংশীধরপুর, রাইচেঙ্গা ও কালীপুর গ্রামে। শনিবার রাতে ৭-৮টি হাতি জলদাপাড়া বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসে। এরপর...

Balurghat | শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নীলগাই! তল্লাশি বন দপ্তরের

0
বালুরঘাট: বর্তমানে নীলগাই বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। অনেকে এই নীলগাই দেখে বাছুর ও হরিণের মিশ্রণ ভেবে ভুল করতে পারেন। কিন্তু হঠাৎ যদি দেখেন আপনার...

Most Popular