Tuesday, May 14, 2024
HomeExclusiveHIV | গড়ে ওঠেনি এআরটি, জেলায় বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা

HIV | গড়ে ওঠেনি এআরটি, জেলায় বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা

ভাস্কর শর্মা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বয়স ১০ বছর। তবে এখনও এইচআইভি (HIV) পজিটিভ রোগীদের চিকিৎসার সুব্যবস্থা গড়ে ওঠেনি। জেলায় অ্যান্টি-রেট্রোভাইরাল ট্রিটমেন্ট সেন্টার (এআরটি) তৈরি হয়নি। এই পরিস্থিতিতে অনেকে বারবার কোচবিহারে (Cooch Behar) গিয়ে চিকিৎসা করাতে চাইছেন না। ফলে প্রতিবছর জেলায় এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে। জানা গিয়েছে, বর্তমানে জেলায় এই সংখ্যাটা এক হাজারের মতো।

আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় জানান, এআরটি সেন্টার হলে একই ছাদের নীচে চিকিৎসক থেকে ল্যাব টেকনিসিয়ান, স্বাস্থ্য আধিকারিক, কাউন্সেলর সহ সব পরিষেবাই মিলবে। তাহলে এতদিনেও তৈরি হয়নি কেন? মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, ‘ইতিমধ্যে বিষয়টি রাজ্যকে জানানো হয়েছে। তবে এখনও কোনও উত্তর মেলেনি। আশা করছি, দ্রুত এ বিষয়ে স্বাস্থ্য ভবন পদক্ষেপ করবে।’

আলিপুরদুয়ারে এখন কতজন এইচআইভি পজিটিভ রোগী রয়েছেন, স্বাস্থ্য দপ্তর সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি। কিন্তু দপ্তরেরই একটি সূত্রে খবর, গত তিন-চার বছরে জেলায় রেকর্ড পরিমাণ মানুষ এইচআইভি পজিটিভ হয়েছেন। ২০১৯ সালে জেলায় এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা ছিল ৩১১। ২০২০ সালে তা বেড়ে হয় ৪১৩। ২০২১ সালে ৭১৫ জন, আর ২০২২-’২৩ সালে প্রায় ১২০০ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে আবার ৮০ জনেরও বেশি শিশু। সবচেয়ে বেশি আক্রান্তরা ২০ থেকে ৩৫ বছর বয়সি।

সাধারণত আইসিটিসি টেস্টে এইচআইভি সংক্রমণ ধরা পড়লে তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কাউন্সেলিং করা হয়। হাসপাতালের আইসিটিসি কেন্দ্রে একজন পরামর্শদাতা থাকেন। কিন্তু জেলায় এআরটি সেন্টার না থাকায় তাঁদের কোচবিহারে ছুটতে হয়। বীরপাড়া, মাদারিহাট, জয়গাঁ থেকে অনেকেই এতটা দূরে চিকিৎসা করাতে যেতে চান না। ফলে জেলায় প্রতিবছর এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু চিকিৎসা পরিকাঠামোয় কোনও পরিবর্তন আসেনি। বা বলা ভালো, পরিকাঠামো তৈরিই হয়নি। আলিপুরদুয়ারের একটি সংগঠনের মুখ্য উপদেষ্টা ল্যারি বসু বলেন, ‘আমরা অনেকদিন ধরে এই নিয়ে কাজ করছি। কিন্তু চিন্তার বিষয়, জেলায় একটাও এআরটি সেন্টার নেই। এসবের পেছনে দায়ী প্রশাসনের গাফিলতি। এরপর আমরা সিএমওএইচের অফিস ঘেরাও করব।’

অভিযোগ, গত তিন বছর ধরে আলিপুরদুয়ার জেলায় এইচআইভি স্ক্রিনিং টেস্টও বন্ধ। আর স্বাস্থ্য দপ্তর বিষয়টি নিয়ে এতটাই উদাসীন যে, আক্রান্তদের সঠিক পরিসংখ্যান তো দূর, রোগীদের বিষয়ে তারা কোনও খোঁজখবরও নেয় না।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
Get Rid of Ants গরমে সারা বাড়িতে পিঁপড়ের জ্বালা, কীভাবে পাবেন রেহাই? জেনে রাখুন গরম বাড়লেই তাদের দেখা মেলে। রান্নাঘর থেকে বইয়ের তাক, জানলার কোনা...

Buxa Tiger Reserve | আসন্ন বর্ষায় বক্সায় ১০০ হেক্টর ঘাসজমি তৈরির উদ্যোগ বন দপ্তরের

0
মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: বক্সা টাইগার রিজার্ভে (Buxa Tiger Reserve) আসন্ন বর্ষায় ১০০ হেক্টর ঘাসজমি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জাতের নানা প্রজাতির ঘাস চাষেই...

Siliguri | পানীয় জলের অভাবে শিলিগুড়ি, সমস্যা মেটাতে চালু হচ্ছে পাম্পিং স্টেশন

0
শিলিগুড়ি: বেশ কিছুদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছে শহর শিলিগুড়ি (Siliguri)। এবার এই সমস্যা সমাধানে দুটি পাম্পিং স্টেশন (Pumping station) চালু করছে শিলিগুড়ি পুরনিগম...
Hand siren to prevent leopard attack

Leopard Attack | চিতাবাঘ ঠেকাতে ব্যবস্থা, হামলা থেকে বাঁচতে হ্যান্ড সাইরেন

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: চা বাগানে চিতাবাঘের হামলা (Leopard Attack) প্রায় নিত্যদিনের। এতে একদিকে যেমন মানুষ জখম হয়। অন্যদিকে বুনোরাও উত্তেজিত জনতার কবলে প্রায়শই বিপন্ন...

আবর্জনা জমে নরককুণ্ড খেঁচগাঁজা খাল, খড়িবাড়িতে ব্যর্থ ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প

0
খড়িবাড়ি: খড়িবাড়িতে মুখ থুবড়ে পড়েছে সলিড ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। বাজারের সমস্ত আবর্জনা খেঁচগাঁজা সেতুর উপর থেকে নীচে খালে ফেলা হচ্ছে। অভিযোগ, এতে...

Most Popular