Friday, May 3, 2024
HomeExclusiveদিঘি দূষণ রুখতে সাইনবোর্ড টাঙালো রাজপরিবার

দিঘি দূষণ রুখতে সাইনবোর্ড টাঙালো রাজপরিবার

জলপাইগুড়ি: জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির হেরিটেজ সম্পত্তি নিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা এখনও বিচারাধীন। রাজপ্রাসাদের বাইরে কোন কোন সম্পত্তি হেরিটেজ তকমা পাবে তা নিয়ে এখনও শুনানি শুরু হয়নি। দিঘি, মন্দির, মেলার মাঠ সহ ফাঁকা জমির কোনগুলি হেরিটেজ, তা নিয়ে জেলা প্রশাসন, হেরিটেজ কমিশন, জলপাইগুড়ি পুরসভা গত বছর নিজেদের পৃথক হলফনামা আদালতে জমা দিয়েছে। এই অবস্থায় রাজবাড়ির শতাব্দীপ্রাচীন দিঘির জল আবর্জনা ফেলে দূষিত করে তোলা হচ্ছে, অথচ প্রশাসন থেকে কোনও ব্যবস্থা না নেওয়ায় আবর্জনা ফেলা বন্ধ করতে অবশেষে রাজপরিবারের তরফেই উদ্যোগ নেওয়া হল। তাঁরা এব্যাপারে দিঘির চারপাশে সাইনবোর্ড টাঙিয়েছেন।

রাজপরিবারের উত্তরাধিকারী প্রসন্নদেব রায়কতের ছেলে গৌরীশংকরদেব রায়কত রাজবাড়িদিঘি, ফাঁকা জমি সহ মন্দিরকে হেরিটেজ স্বীকৃতি দিয়ে সংরক্ষণের দাবিতে সার্কিট বেঞ্চে জনস্বার্থ মামলা করেছিলেন ২০২৩ সালের জানুয়ারিতে। আদালত হেরিটেজ কমিশন, প্রশাসন, পুরসভাকে সম্পত্তির পর্যবেক্ষণ, সীমানা নির্ধারণ করে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু, বিষয়টি নিয়ে গৌরীশংকরদেব রায়কত ও রাজকুমারী প্রতিভা দেবীর ছেলে প্রণত বসুর বক্তব্যে সমন্বয় না পাওয়ায় রাজপ্রাসাদ বাদে আর কী কী সম্পত্তি হেরিটেজ স্বীকৃতি পাবে তা নিয়ে পুরসভা ও জেলা প্রশাসন আদালতে পৃথক হলফনামা জমা করেছে। এখনও মামলার শুনানি শুরু হয়নি।

এই অবস্থায় দিঘি সংরক্ষণে রাজপরিবারের এগিয়ে আসার বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। দিঘিতে আবর্জনা ফেললে মাছ মরে যাবে, জল দূষিত হবে। তাই দিঘির জল নোংরা করলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলে রাজবাড়ির তরফে সাইনবোর্ডে লেখা হয়েছে।

রাজপরিবারের সদস্য সৌম্য বসু বলেন, ‘বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করব না। আমাদের পরিবার বংশপরম্পরায় রাজবাড়িতে বসবাস করছে। দিঘির জলে অনেক মাছ আছে। লোকজন দেখতে আসেন। দিঘির জল কোনও অবস্থাতেই দূষিত করা যাবে না। তাই সাইনবোর্ড টাঙিয়ে মানুষজনকে সতর্ক করা হয়েছে। পুরসভাকে বলেও আবর্জনা ফেলার ডাস্টবিন না দেওয়াতে আবর্জনা দিঘিতে ফেলছেন অনেকে। কিন্তু এটা হতে দেওয়া যাবে না।’

রাজপরিবারের কুলপুরোহিত শিবু ঘোষালের কথায়, ‘এই দিঘি পবিত্র। রাজবাড়ির দুর্গা প্রতিমা এখানে বিসর্জন দেওয়া হয়। তারপর দিঘি সাফাই করা হয়। সারাবছর যাতে কেউ আবর্জনা না ফেলেন, তাই এই ব্যবস্থা।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Partha Chaterjee | আদালতে অর্পিতাকে দেখে গদগদ হাসি, ‘লাল জামা পড়াটা কে?’ রসিকতা পার্থর...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আজও অর্পিতাকে ভোলেননি জেলবন্দি পার্থ। একবার অর্পিতাকে দেখে লাভ সাইন দেখিয়েছিলেন। আবার কখনও জেল থেকেই খোঁজ নিয়েছিলেন অর্পিতা কেমন আছে?‌...

Road Accident | বেপরোয়া গতি! উলটে গেল যাত্রীবাহী পিকআপ ভ্যান, আহত ৭

0
বামনগোলা: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী পিকআপ ভ্যান (Road Accident)। আহত (Injured-7) হলেন কমপক্ষে ৭ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট...
trisha from poor family with good result in Madhyamik

Madhyamik Result | মেধার কাছে হার মানল দারিদ্র্য, মাধ্যমিকে নজরকাড়া ফল তৃষার

0
সৌরভ দেব, জলপাইগুড়ি: মেধার কাছে হার মানল দারিদ্র্য। মাধ্যমিকে ৮৫ শতাংশ নম্বর পেয়ে দুঃস্থ পরিবারে সন্তান তৃষা মজুমদার নজির গড়ল। তৃষা জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস...

Madhyamik Result 2024 | চরম দরিদ্রতার সঙ্গে লড়াই করে মাধ্যমিকে নজরকাড়া ফল জলপাইগুড়ির ববোইয়ের

0
অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: সংসারে নুন আনতে পান্তা ফুয়োয় অবস্থা। চরম আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে এবার মাধ্যমিকে (Madhyamik Result 2024) নজরকাড়া ফল করেছে ববোই...

Howrah | পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানকে লক্ষ্য করে গুলি, সাসপেন্ড অভিযুক্ত ৩ তৃণমূল নেতা,...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার দুপুরে গুলি চালনার ঘটনা ঘটল বাঁকড়া-৩ পঞ্চায়েত অফিসে। মুখে কাপড় বেঁধে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।...

Most Popular