Monday, May 20, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গLoksabha Election 2024 | লোকসভার মুখে ফের ডিগবাজি, পদ্ম ছেড়ে ঘাসফুলে প্রাক্তন...

Loksabha Election 2024 | লোকসভার মুখে ফের ডিগবাজি, পদ্ম ছেড়ে ঘাসফুলে প্রাক্তন বিধায়ক দিপালী বিশ্বাস  

গাজোলঃ আবার ডিগবাজি খেলেন প্রাক্তন বিধায়ক দিপালী বিশ্বাস (EX MLA Dipali Biswas)। পদ্মফুল থেকে আবার ফিরলেন জোড়া ফুলে। এদিন তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দিলেন তার স্বামী রঞ্জিত বিশ্বাস। এছাড়াও এদিন দলবদল করেছেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া গাজোলের আদি তৃণমূল নেতা শিশির চক্রবর্তীও। মঙ্গলবার সন্ধ্যায় কদুবাড়ি মোড় এলাকায় আয়োজিত এক সভায় তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা সভাপতি আব্দুর রহিম বকসি, প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, ব্লক সভাপতি দীনেশ টুডু, তৃণমূলের জেলা মুখপাত্র আশীষ কুন্ডু সহ অন্যান্যরা।

২০১৬ সালে বাম কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে গাজোল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন দিপালী বিশ্বাস। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সে বছর ২১ জুলাই কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন দিপালী। সেই সময় দলত্যাগ করেছিলেন দাপুটে বাম নেতা রঞ্জিত বিশ্বাসও। কিন্তু কয়েক বছরের মধ্যে তৃণমূলের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে থাকে বিশ্বাস দম্পতির। ২০২০ সালের ১৯ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরে অমিত শা’র হাত ধরে বিজেপিতে যোগদান করেন দিপালী এবং রঞ্জিত। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ১৮ এপ্রিল গাজোল হাই স্কুল মাঠে শুভেন্দু অধিকারীর জনসভায় বিজেপিতে যোগ দেন দীর্ঘদিনের তৃণমূল নেতা শিশির চক্রবর্তী। তবে বিজেপিতে গিয়ে যে খুব একটা সুবিধা করতে পারেননি তারা। বিভিন্ন সময়ে তাদের কথাবার্তা এবং হাবে ভাবে তা প্রকাশ পেয়েছিল। অবশেষে এদিন তাঁরা আবার ফিরে আসলেন তৃণমূলে।

তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি বললেন, “বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সহ সভাপতি ছিলেন দিপালী বিশ্বাস। রঞ্জিত বিশ্বাসও বিজেপির বড় পদে ছিলেন। বিজেপির ব্লক নেতৃত্ব হিসেবে কাজ করছিলেন শিশির চক্রবর্তী। এদিন তাঁরা সকলেই তৃণমূলে যোগ দিলেন। শুধু গাজোল নয়, মালদা জেলার বিভিন্ন প্রান্তে দলে দলে বিজেপি কর্মীরা দল ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। তাদের যোগদানের মধ্যে দিয়ে দল আরও শক্তিশালী হল। সবাই মিলে একযোগে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়বেন”। দলবদলু তিনজনই বলেছেন, বিশেষ কিছু কারণ এবং অভিমানের ফলে দল ছেড়েছিলেন তাঁরা। তবে বিজেপিতে গিয়ে খুব একটা স্বস্তিতে ছিলেন না। তাই আবার পুরোনো দলে ফিরে আসলেন। এবার সবাই মিলে একযোগে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়বেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Central Force | বাহিনীর বিরুদ্ধে এবার শ্লীলতাহানির অভিযোগ হুগলিতে, প্রতিবাদে সরব তৃণমূল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাওড়ার পর এবার হুগলিতে (Hooghly) শ্লীলতাহানির (Molestation Case) অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর (Central Force) এক জওয়ানের বিরুদ্ধে। ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই...

Skipping | স্কিপিং করলে কি সত্যিই উচ্চতা বাড়ে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্কিপিং খুব ভাল শরীরচর্চা। সুস্বাস্থ্য পেতে, বিশেষ করে হৃদযন্ত্রকে ভাল রাখতে এই ব্যায়ামের জুড়ি মেলা ভার। তবে এই ব্যায়াম করলেই...

Balurghat | বোর্ডে লেখা ‘প্রবেশ নিষিদ্ধ’! নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নদীবাঁধে ছবি ফোটোশুটের হিড়িক...

0
বালুরঘাট: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের বালুরঘাটের চকভবানী এলাকার বাঁধে আনন্দে মেতে উঠেছে একাংশ অসচেতন মানুষ। প্রাপ্তবয়স্ক থেকে কিশোর-কিশোরী কেউই বাদ নেই সেই তালিকা...

Python Rescued | মাছ ধরার জালে আটকে অজগর, উদ্ধার করলেন পশুপ্রেমীরা

0
চালসা: মাছ ধরার জালে আটকে পড়ল বিশালাকার অজগর। সোমবার মেটেলি ব্লকের উত্তর ধূপঝোরা আজগর পাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার জনৈক মহম্মদ বাপ্পার...

Babun Banerjee | নামের ওপর লেখা ‘ডিলিটেড’! ভোট দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর ভাই বাবুন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট দিতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ভাই বাবুন ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায় (Swapan Banerjee)। তিনি  হাওড়া লোকসভা...

Most Popular