Saturday, May 18, 2024
HomeExclusiveNorth Bengal Medical College | উত্তরবঙ্গ মেডিকেলে এইচসিসিইউতে বাকি শয্যা চালু না...

North Bengal Medical College | উত্তরবঙ্গ মেডিকেলে এইচসিসিইউতে বাকি শয্যা চালু না হওয়ায় প্রশ্ন

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College) হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (HCCU) পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। অভিযোগ, পর্যাপ্ত শয্যা না থাকায় বহু রোগীর অবস্থা সংকটজনক হওয়া সত্ত্বেও এই বিভাগে চিকিৎসার সুযোগ মিলছে না। অথচ প্রায় দেড় বছর আগে ২৪ শয্যার এইচসিসিইউয়ের উদ্বোধন হয়েছে। কিন্তু সেখানে এখনও মাত্র ১৪টি শয্যাতেই চিকিৎসার সুযোগ মেলে। কেন বাকি ১০টি শয্যা (Medical Bed) এখনও চালু করা গেল না, সেই প্রশ্ন উঠছে।

অভিযোগ, নার্সিংহোমগুলোর চাপেই হাসপাতাল কর্তাদের একাংশ এখানকার এইচসিসিইউ পুরোপুরি চালু করছে না। অথচ গরিব মানুষকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারের পরিষেবা নিতে হচ্ছে। হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক অবশ্য বলছেন, ‘অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় কিছু সমস্যা রয়েছে। সেই কথা স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত মেডিকেল অফিসার সহ অন্যান্য কর্মীও প্রয়োজন।’

প্রতিদিন কমবেশি ১০০০ রোগী চিকিৎসাধীন থাকেন মেডিকেলে। এর মধ্যে একটা বড় অংশের সিসিইউয়ের প্রয়োজন হয়। কিন্তু চাহিদার তুলনায় শয্যাসংখ্যা এতটাই কম যে, ১০ জন রোগী চিকিৎসাধীন থাকলে বাইরে আরও অন্তত ২০-২৫ জনের নাম অপেক্ষার তালিকায় লেখা থাকে। একজন সেই সিসিইউ ছাড়লে লাইনে থাকা অপরজন সেই শয্যায় চিকিৎসার সুযোগ পাবেন। অভিযোগ, এই অপেক্ষায় থাকতে থাকতে মৃত্যু হয় অনেক রোগীর।

সেই সমস্যা দূর করতে ২০২২ সালের নভেম্বর মাসে মেডিকেলে ২৪ শয্যার এইচসিসিইউ উদ্বোধন হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভার্চুয়ালি এই পরিষেবার উদ্বোধন করেছিলেন। প্রথমে কয়েকদিন ওই বিভাগ তালাবন্ধ ছিল। পরবর্তীতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মীর ব্যবস্থা করে তা খোলা হয়। কিন্তু সেখানে এখনও পুরোপুরি ২৪টি শয্যা চালু হয়নি। ১৪টি শয্যায় রোগীদের রেখে পরিষেবা দেওয়া হচ্ছে। যা নিয়ে প্রশ্ন উঠছে।

হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীদের অনেকেই বলেছেন, একটা বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে আইসিইউ, সিসিইউতে রোগীকে রাখতে গেলে রোজ ২৫-৩০ হাজার টাকা বিল হয়। ক’টা পরিবারের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব? মেডিকেলে আরও বেশি করে আইসিইউ, সিসিইউ শয্যার দাবি তুলছেন রোগী এবং পরিজনরা।

মেডিকেলের চিকিৎসকদের একটা অংশ বলছেন, ২৪ শয্যার এইচসিসিইউ উদ্বোধনের পর প্রায় দেড় বছর হতে চলল, এখনও বাকি ১০টা শয্যা চালু হল না। অথচ সেখানে মেডিকেল অফিসার, নার্স সহ স্বাস্থ্যকর্মী সব কিছুই দেওয়া রয়েছে। এভাবে নার্সিংহোমগুলোকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে কি না সেই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Telugu Actor Suicide | দুর্ঘটনায় মৃত্যু সহ অভিনেত্রীর, অবসাদে আত্মঘাতী কন্নড় অভিনেতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কন্নড় অভিনেত্রী পবিত্রা জয়রামের (Pavitra Jayaram)। সেই ঘটনার দিন কয়েক পরেই আত্মঘাতী হলেন পবিত্রার সহ...

Mamata Banerjee | ‘ডাইরেক্ট পলিটিক্স’ করছেন রামকৃষ্ণ মিশন-ভারত সেবাশ্রমের সাধুদের একাংশ, অভিযোগ মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচনি সভা থেকে ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের একাংশ মহারাজের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আরামবাগের...

Gurucharan Singh | ২৫ দিন ধরে বেপাত্তা! আচমকা বাড়ি ফিরে কী জানালেন ‘তারক মেহতা’র...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২৫ দিন ধরে নিখোঁজ। অবশেষে বাড়ি ফিরলেন ‘তারক মেহতা কা উলটা চশমা’র (Taarak Mehta Ka Oaltah Chashmah) সোধি ওরফে অভিনেতা...

Russia-Ukraine | রাশিয়ার আক্রমণ, খারখভ থেকে পিছু হঠছে ইউক্রেনীয় বাহিনী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুবছর পেরিয়ে গেলেও থামছে না রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) সংঘর্ষ। বরং আক্রমণের ধার বাড়িয়েছে মস্কো (Moscow)। এবার খারকভের দিকে অগ্রসর হচ্ছে রুশ...

Jadavpur | ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর! প্রতিবাদে থানা ঘেরাও প্রার্থী সৃজনের 

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যাদবপুর কেন্দ্রের পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরি’র অভিযোগ তুলে...

Most Popular