Friday, May 10, 2024
HomeTop NewsRaiganj university | অঙ্কে ফেল, পাশ করানোর দাবিতে বিক্ষোভ কম্পিউটার সায়েন্স-বিসিএ পড়ুয়াদের

Raiganj university | অঙ্কে ফেল, পাশ করানোর দাবিতে বিক্ষোভ কম্পিউটার সায়েন্স-বিসিএ পড়ুয়াদের

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: অঙ্কে ফেল করে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও বিসিএ-র চতুর্থ সিমেস্টারের ৩২ জন পড়ুয়া এদিন গণিত বিভাগের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কম্পিউটার সায়েন্সের ১৮ ও বিসিএ-র চতুর্থ সেমিস্টারের ১৪ জন পড়ুয়া স্নাতক স্তরের অন্যতম বিষয় অঙ্কে ফেল করেছেন। যদিও অন্য বিষয়গুলিতে ভালো ফলাফল হয়েছে। আগামী অক্টোবর মাসে ষষ্ঠ সিমেস্টারের সময় তাঁদের ফের ওই পরীক্ষা দিতে হবে।

পড়ুয়াদের অভিযোগ, সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র হওয়ায় তাঁরা ঠিকমতো উত্তর লিখতে পারেননি। গত সেপ্টেম্বর মাসে রেজাল্ট বেরোনোর পর থেকে হয়রান করা হচ্ছে। পড়ুয়াদের দাবি, আর পরীক্ষা নয়, অঙ্কে তাঁদের পাশ করিয়ে দিতে হবে।

আন্দোলনরত ছাত্র গৌরব গুপ্তার অভিযোগ, ‘অঙ্কে আমাদের সবাইকে ফেল করানো হয়েছে। সিলেবাসের বাইরে প্রশ্ন হয়েছে। আমাদের কিছুই পড়ানো হয়নি। আমরা বিভাগীয় প্রধান এবং পরীক্ষা নিয়ামককে জানিয়েছি। কিন্তু লাভ হয়নি। তাই আজ আন্দোলন করতে বাধ্য হলাম।’

যদিও পড়ুয়াদের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন গণিতের বিভাগীয় প্রধান অধ্যাপক অশোক দাস। তিনি স্পষ্ট বলেছেন, ‘ছেলে-মেয়েরা একদম ক্লাস করেনি। সেকারণে রেজাল্ট খারাপ হয়েছে।’ অধ্যাপক দাসের দাবি, যারা আন্দোলন করছে তারা ক্লাস করত না। বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার অভ্যাস তাদের মধ্যে ঢুকে গিয়েছে। তাই পড়াশোনা না করেই পাশ করতে চাইছে। ওরা যখন ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা দেবে তখন জেনারেল বিষয়টির পরীক্ষা দিতে হবে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kedarnath temple | ৬ মাস পর অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে খুলল কেদারনাথ মন্দির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে খুলল কেদারনাথ মন্দিরের (Kedarnath temple) দরজা। শুক্রবার অগণিত ভক্ত উপস্থিত হন কেদারনাথ মন্দিরে। তাঁদের সঙ্গে ছিলেন...

Abhishek Banerjee | অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে মনোনয়ন জমা দিলেন অভিষেক, লক্ষ্য জয়ের হাটট্রিক!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মনোনয়ন (Nomination) জমা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের ‘সেনাপতি’।...

0
ছোটবেলায় দুটো পায়ে, চলাফেরার ক্ষমতা হারিয়েছেন,  তবুও অদম্য জেদে বেচে থাকার লড়াইয়ে সামিল হয়েছে ময়নাগুড়ির মেয়ে নেপালি(৩৮)। ময়নাগুড়ি জটিলেশ্বর মন্দির এলাকার বাসিন্দা নেপালিরা জীবনকাহিনীটা...

Boats capsized in bay of bengal | বঙ্গোপসাগরে প্রায় ৩০টি নুনবোঝাই ট্রলার ডুবে নিখোঁজ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে প্রায় ৩০টি নুনবোঝাই ট্রলার ডুবে (Boats capsized in bay of bengal) যাওয়ার ঘটনা সামনে এল। ঘটনায় অন্তত ৭০ জন...

ময়দা দিয়ে শুধু ত্বক নয়, ঝকঝকে হবে ঘরও! রইল টিপস

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঝটপট মুখে জেল্লা আনতে, রোদে পোড়া ত্বক দূর করতে দারুণ কাজ করে ময়দার ফেসপ্যাক। কিন্তু এই ময়দা ঘরের অন্যান্য কাজেও...

Most Popular