Friday, May 24, 2024
HomeExclusiveAlipurduar | ভোটের প্রচারে ব্যস্ত কর্মীদের পথেই ইফতার

Alipurduar | ভোটের প্রচারে ব্যস্ত কর্মীদের পথেই ইফতার

মোস্তাক মোরশেদ হোসেন, রাঙ্গালিবাজনা: রমজান (Ramadan) মাস চলছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করছেন ইসলাম ধর্মাবলম্বীরা। রোজা বলতে একেবারে নির্জলা উপবাস। এদিকে, ওঁদের অনেকেই কোনও না কোনও রাজনৈতিক দলের কট্টর কর্মী। কেউ আবার নেতা। দোড়গোড়ায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। ভোটের প্রচারে দিনভর বাড়ির বাইরে থাকতে হচ্ছে ওঁদের। তাই ওঁদের অনেকেই বাড়িতে ইফতার করার সুযোগ পাচ্ছেন না। প্রচার চলাকালীন আজান শুনলে দ্রুত গিয়ে কারও বাড়িতে এমনকি গাড়িতে বসেও ইফতার করছেন। বাড়ি ফিরছেন রাতে।

আমিরুল ইসলাম আলিপুরদুয়ারের (Alipurduar) মাদারিহাট-বীরপাড়া ব্লকের ইসলামাবাদ গ্রামের ১৪/৮২ নম্বর পার্টে বিজেপির বুথ সভাপতি। নরেন্দ্র মোদির হাত শক্ত করার লক্ষ্যে মনোজ টিগ্গাকে ভোট দিয়ে জয়ী করার আবেদন জানিয়ে প্রচার করছেন তিনি। বলছেন, ‘পদ্মফুল চিহ্নে ভোট দিন।’ এদিকে, রোজা পালন করছেন ওই বৃদ্ধ। যৌবন নেই। শরীরটা আগের মতো চলে না। তাই তিনি প্রচার সারছেন সকাল সকাল। দুপুরের পর শরীরটা অনেকটা দুর্বল হয়ে পড়ে। তাই বাড়িতেই ইফতার করছেন তিনি।

ফালাকাটার দেওগাঁওয়ের (উত্তরাংশ) তৃণমূল যুব সভাপতি এনামল হকও রোজা করছেন। কিন্তু ভোটের প্রচারে দিনভর ছুটতে হচ্ছে। সভা, প্রচার করতে করতেই ইফতারের সময় হচ্ছে। তিনি বলেন, ‘কোনওদিন বাড়িতে, কোনওদিন ৫ মাইলে, কোনওদিন আবার ফালাকাটা শহরে ইফতার করছি। কারণ ভোটের মুখে প্রতিটি দিনই দলীয় কর্মসূচিতে ঠাসা।’ দলের হয়ে প্রচারে নেমে বাড়ির বাইরে ইফতার করছেন তৃণমূল যুবর বীরপাড়া-১ অঞ্চলের সভাপতি হাকিম খানও। হাকিম বলেন, ‘প্রথম দিন থেকেই রোজা করছি। ভোট এগিয়ে আসছে। প্রকাশ চিকবড়াইককে জেতাতে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার করছি। প্রচারের সময় ইফতারের সময় হলে কারও বাড়িতে ঢুকে ইফতার করছি।’

তৃণমূলের মাদারিহাট-বীরপাড়া ব্লক কমিটির সাধারণ সম্পাদক তথা রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো সঞ্চালক এনামুল হক প্রচারে বেরোনোর সময়ই ইফতারের সামগ্রী সঙ্গে নিচ্ছেন। তিনি বলেন, ‘প্রচার চলার সময়ই ইফতারের সময় হচ্ছে। গাড়িতে বসেই ইফতার করছি।’ ১৬ মার্চ মাদারিহাটে তৃণমূলের বিশেষ প্রচারাভিযান শুরু হয়েছে। চলবে ২৪ মার্চ পর্যন্ত। রোজা করতে করতেই মোটরবাইক র‍্যালি, পথসভা এমনকি বাড়ি বাড়ি প্রচারেও অংশ নিচ্ছেন এনামুল। মাদারিহাটের রফিজউদ্দিন আলি তৃণমূলের আইটি সেলের গুরুদায়িত্বে রয়েছেন। তিনি বলেন, ‘রোজা পালন করছি। তাই বেশি দূরে নয়, বাড়ির আশপাশেই প্রচারে অংশ নিচ্ছি। তবে আমার মূল দায়িত্ব সোশ্যাল মিডিয়ায় প্রচার করা। ওতেই জোর দিচ্ছি।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Remal Cyclone | রেমালের প্রভাবে সোমবার থেকে অতি ভারী বর্ষণ উত্তরের দুই জেলায়! পূর্বাভাস...

0
পতিরামঃ আবহাওয়ার হঠাৎ করে পরিবর্তন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রেমাল নামে যে ভয়ংকর ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে তার প্রভাবে দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় ভারী...

Tufanganj | মাছের কার্টনে তৈরি বাড়ি! উত্তরবঙ্গ সংবাদে খবর প্রকাশ হতেই সাহায্যের হাত বাড়াল...

0
তুফানগঞ্জ: মাছের কার্টন কেটে ঘর তৈরি করে বসবাস করেন তুফানগঞ্জ ব্লকের এক পরিবার। সেই খবর গত বুধবার প্রকাশিত হয় উত্তরবঙ্গ সংবাদপত্রে। খবর প্রকাশ হতেই...
CPM leaders and workers are protesting the increase in electricity tariff

CPM | বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ, বিক্ষোভ সিপিএম নেতা-কর্মীদের

0
শিলিগুড়ি: বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে মিছিল ও অবস্থান করল দার্জিলিং জেলা সিপিএম(CPM)। শুক্রবার শিলিগুড়ির(Siliguri) সেবক রোডের একটি সিনেমা হলের সামনে থেকে মিছিল করে বিদ্যুৎ...

Papua New Guinea | ভয়াবহ ভূমিধস পাপুয়া নিউগিনিতে, শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিধস (landslide) পাপুয়া নিউগিনির (Papua New Guinea) কাওকালাম গ্রামে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টা নাগাদ এই ঘটনায় শতাধিক মানুষের...

Saumita khan | ‘লম্পট’কে ভোট দেবেন না, বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর বিরুদ্ধে পোস্টার বিষ্ণুপুরে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাত পোহালেই লোকসভার ষষ্ঠ দফার নির্বাচন। নির্বাচনের প্রাকমুহূর্তে উত্তপ্ত তমলুক কেন্দ্রের নন্দীগ্রাম। এবার বিজেপি প্রার্থীর হল বিষ্ণুপুর। এই কেন্দ্রের বিজেপি...

Most Popular