Wednesday, May 15, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গManikchak | কী কাণ্ড! স্কুল চত্বরেই হাতাহাতি, সহকারীকে কামড়ে দিলেন প্রধান শিক্ষক

Manikchak | কী কাণ্ড! স্কুল চত্বরেই হাতাহাতি, সহকারীকে কামড়ে দিলেন প্রধান শিক্ষক

মানিকচক: স্কুল চলাকালীন সহকারী প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষাঙ্গনে চলল কিল, চড়, ঘুষি। হাতাহাতি চলাকালীন সহকারী প্রধান শিক্ষককে হাতে ও গলায় কামড় বসালেন প্রধান শিক্ষক। বুধবার ঘটনাটি ঘটেছে মানিকচকের এনায়েতপুর হাই স্কুলে। অভিযোগ, স্কুল চলাকালীন সংঘর্ষে জড়িয়ে পড়েন এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান ও সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার। উভয় শিক্ষকই মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান ও মানিকচক থানার দ্বারস্থ হন।

সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের অভিযোগ, টিফিনের সময় আমি ব্যাংকে যেতে চাইলে প্রধান শিক্ষক গেটের চাবি দিচ্ছিলেন না। আমি বললাম প্রয়োজনীয় কাজ আছে চাবি দিন। এই নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আমার বচসা শুরু হয়। সেই সময় প্রধান শিক্ষক হঠাৎ আমার উপরে চড়া হয় এবং কিল মারতে থাকে। আমি থামাতে গেলে কানে কিল মারে এবং হাত ও গলায় দাঁতের কামড় বসায়। আমি কানে কম শুনতে পাচ্ছি। হাত দিয়ে রক্তপাত হয়েছে। প্রধান শিক্ষক সাইকেল চুরি থেকে শুরু করে হোস্টেলে ভুয়ো ছাত্রীদের এনরোলমেন্ট দেখিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে বারবার অভিযোগ হয়েছে। ঘটনাগুলি খবরের শিরোনামে এসেছে। আমি মনে করি বদিউজ্জামান প্রধান শিক্ষকের অযোগ্য। তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।

পালটা প্রধান শিক্ষক বদিউজ্জামানের অভিযোগ, স্কুল চলাকালীন স্কুল ছেড়ে চলে যেতে বাধা দিলে সুনন্দ মজুমদার তাকে মারধর করে। তিনি বলেন, ‘আমি নিয়ম করেছি ছুটির আগে কেউ বিদ্যালয় থেকে বেরোতে পারবে না। আমি সুযোগ-সুবিধা না দেওয়ায় সুনন্দ বাবু আমাকে মারধর করেছেন। সুনন্দ বাবুর স্ত্রী পঞ্চায়েত প্রধান হওয়ায় তিনি নিজের দাপট দেখাচ্ছেন।’ এনায়েতপুর ইনসান আলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা কাম্য নয়। এটি লজ্জাজনক ঘটনা।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

বাবার পরিচয়ে কিছু করিনি, বাবাও প্রশ্রয় দেননি

0
কুণাল সেন বাবার সবচেয়ে বড় সমালোচক যদি বলতে হয়, তাহলে সেই শিরোপা আমার প্রাপ্য। আমার তখন খুব অল্প বয়স। সেই ছোট্ট বয়স থেকেই বাবা...

Sikkim | লাগামছাড়া গাড়ি ভাড়া, সিকিমকে কড়া চিঠি পর্যটনমন্ত্রকের

0
সানি সরকার, শিলিগুড়ি: সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে ‘নিঃস্ব’ হয়ে ফেরার অভিযোগ নতুন নয়। মূলত গাড়ি ভাড়া নিয়ে দিনের পর দিন বিস্তর অভিযোগ উঠছে। কিন্তু...

Cyclone Remal | ‘রেমাল’ কি আছড়ে পড়বে বঙ্গে? ভয় ধরাচ্ছে মে মাস

0
শিলিগুড়ি: ২০০৯ সালের ২৫ মে বাংলার উপকূলে আছড়ে পড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল ‘আয়লা’। ২০২০ সালের ২০ মে তীব্র গতিতে আছড়ে পড়েছিল ‘আমফান’।...

Siliguri | রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ফেলো শিলিগুড়ির সাত্ত্বিক

0
সানি সরকার, শিলিগুড়ি: বাইরের গ্রহের বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশ করতে চলেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। জুন মাসে গবেষণাপত্রটি প্রকাশ হওয়ার কথা।...

IPL-2024 | গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতল দিল্লি, লখনউকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে জয় দিয়ে আইপিএলের গ্রুপ লিগের যাত্রা শেষ করল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার কোটলায় টস হেরে শুরুতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট...

Most Popular