Wednesday, May 15, 2024
HomeTop NewsWEBCUPA | ওয়েবকুপার সম্মেলনের ব্যানারে মমতা-অভিষেকের ছবি, নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের

WEBCUPA | ওয়েবকুপার সম্মেলনের ব্যানারে মমতা-অভিষেকের ছবি, নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের

মালদাঃ ভোটের মুখে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার রাজ্য সম্মেলন। সম্মেলনের ব্যানারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বড় ছবি। গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে ছবিতে ছবিতে ছয়লাপ। সরকারি প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে উপাচার্য রজতকিশোর দে’র  বিরুদ্ধে  নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ আনল কংগ্রেস। শুক্রবার জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী অভিযোগ পত্র মেল করেছেন জাতীয় নির্বাচন কমিশন ও মালদার জেলা শাসককে। যদিও জেলা প্রশাসন সূত্রের খবর, রাজ্য সম্মেলনের আগাম অনুমতি নির্বাচন কমিশন থেকে নিয়ে রেখেছেন সংগঠকরা।

দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরীর আপ্ত সহায়ক আইনজীবী মহিবর রহমান পিটু জানান, ‘গোটা দেশ জুড়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্বাচনিবিধি লাগু রয়েছে। কীভাবে একটা সরকারি প্রতিষ্ঠানে উদ্দেশ্য প্রণোদিতভাবে শাসকদলের অঙ্গুলিহেলনে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়? শুধু তাই নয় এই সম্মেলনের ব্যানার পোস্টারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং লোকসভার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও ব্যবহার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসের ভিতরে এমন রাজনৈতিক অনুষ্ঠানের অনুমোদন দিলেন কীভাবে ?  জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ এনে আজ বিকেলে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন এবং মালদার জেলা শাসককে লিখিত আকারে জানিয়েছেন।’

শনিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা গিয়েছে, ওয়েবকুপার এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন কলেজ থেকে দুই হাজারেরও বেশি অধ্যাপক উপস্থিত থাকবেন। বেশকিছু দিন ধরেই সম্মেলনের প্রচারে শহর জুড়ে  ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে স্টেজ তৈরি করা হয়েছে। সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো রয়েছে।  আর এই ছবিতেই আপত্তি তুলতে শুরু করেছে বিরোধীরা। যদিও এনিয়ে ওয়েবকুপার মালদা জেলা সংগঠক সৌগত পালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sikkim | লাগামছাড়া গাড়ি ভাড়া, সিকিমকে কড়া চিঠি পর্যটনমন্ত্রকের

0
সানি সরকার, শিলিগুড়ি: সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে ‘নিঃস্ব’ হয়ে ফেরার অভিযোগ নতুন নয়। মূলত গাড়ি ভাড়া নিয়ে দিনের পর দিন বিস্তর অভিযোগ উঠছে। কিন্তু...

Cyclone Remal | ‘রেমাল’ কি আছড়ে পড়বে বঙ্গে? ভয় ধরাচ্ছে মে মাস

0
শিলিগুড়ি: ২০০৯ সালের ২৫ মে বাংলার উপকূলে আছড়ে পড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল ‘আয়লা’। ২০২০ সালের ২০ মে তীব্র গতিতে আছড়ে পড়েছিল ‘আমফান’।...

Siliguri | রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ফেলো শিলিগুড়ির সাত্ত্বিক

0
সানি সরকার, শিলিগুড়ি: বাইরের গ্রহের বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশ করতে চলেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। জুন মাসে গবেষণাপত্রটি প্রকাশ হওয়ার কথা।...

IPL-2024 | গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতল দিল্লি, লখনউকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে জয় দিয়ে আইপিএলের গ্রুপ লিগের যাত্রা শেষ করল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার কোটলায় টস হেরে শুরুতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট...

Narendra Modi | নরেন্দ্র মোদি লাখপতি নন, নেই বাড়ি-গাড়ি, প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমান কত?  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। আর মনোনয়ন জমা দেওয়ার পর প্রকাশ্যে এল তাঁর সম্পত্তির খতিয়ান।...

Most Popular