Friday, May 3, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গStorm | মাত্র দুই মিনিটের ঝড়ে সর্বস্বান্ত! গুরুতর জখম বার্নিশ গ্রামের আড়াই...

Storm | মাত্র দুই মিনিটের ঝড়ে সর্বস্বান্ত! গুরুতর জখম বার্নিশ গ্রামের আড়াই বছরের শিশুকন্যা পিহু   

শিলিগুড়িঃ মাত্র দুই মিনিটের ঝড়েই সর্বস্বান্ত। উড়িয়ে নিয়ে গেল একের পর এক বাড়ির চাল। নিমেষে ধ্বংসস্তুপে পরিণত হল ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকা। রবিবার বিকেলে মিনি টর্নেডোর তাণ্ডব প্রত্যক্ষ করলেন এলাকার বাসিন্দারা। আর এই ঝড়েই গুরুতর জখম আড়াই বছরের মেয়ে পিহু রায়। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কান্নায় ভেঙে পড়েছে শিশুটির পরিবারের লোকেরা।

রবিবার বিকেলে ময়নাগুড়ি ব্লকে তাণ্ডবলীলা চালায় বিধ্বংসী ঝড়। ঝড়ে মৃত্যু হয় জলপাইগুড়ি জেলার মোট ৫ জন। আহতের সংখ্যাও শতাধিক। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ধূলিস্যাৎ হয়েছে হাজার হাজার ঘর। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে। এদিন ঝড়ের বিধ্বংসী রূপ অসহায়ভাবে প্রত্যক্ষ করলেন ময়নাগুড়ির ব্লকের বার্ণিশ এলাকার বাসিন্দারা। এই গ্রামেরই একাধিক বাসিন্দা গুরুতর জখম হয়ে ময়নাগুড়ি, জলপাইগুড়ি জেলা হাসপাতাল ও শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দা তমাল রায় জানান, মাত্র দুই মিনিটের বিধ্বংসী ঝড়ে সব লন্ডভন্ড হয়ে যায়। উড়িয়ে নিয়ে যায় ঘরের চাল। ভেঙে পড়ে ঘরের একাংশ। সেই অংশ এসে পড়ে তার কোলে থাকা মাত্র আড়াই বছরের শিশু পিহু রায়ের ওপরে। ঝড়ের তাণ্ডবের মধ্যেই তাঁর শিশুকন্যাকে চিকিৎসার জন্য নিয়ে যান ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে নিয়ে আসা হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আড়াই বছরের পিহু।

এই বার্ণিশ গ্রামেরই বাসিন্দা দীনবন্ধু রায় শিলিগুড়িতে এসেছেন ঝড়ে আহত তাঁর ভাইপোকে চিকিৎসা করাতে। তিনি জানান, ঝড়ের দাপটে উড়ে যায় তাঁদের ঘরবাড়ি। নিরাপদে আশ্রয় নেওয়ারও সময় পাননি তাঁরা। এই ঝড়ে গুরুতর জখম অবস্থায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন তাঁর দাদা ধনঞ্জয় রায় ও তাঁর স্ত্রী। শিলিগুড়ির নার্সিংহোমে চিকিৎসাধীন তাঁর ভাইপো রোহিত রায়। ঝড়ের দাপটে সর্বস্ব হারিয়ে তাঁরা পথে বসেছেন। তিনি সরকারি সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mamata Banerjee | কংগ্রেসের সঙ্গে রাজ্যে বিরোধ, অথচ রাহুলের পাশেই দাঁড়ালেন মমতা! কেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একইদিনে পূর্ব বর্ধমানে উপস্থিত মোদি-মমতা। মোদি (PM Narendra Modi) বর্ধমান ছাড়তেই রায়নায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা (Election campaign) করলেন মুখ্যমন্ত্রী...
sale of Shital pati is increasing in alipurduar

Alipurduar Shital Pati | অসহ্য তাপপ্রবাহ, আরাম পেতে কদর বাড়ছে শীতলপাটির

0
পল্লব ঘোষ, আলিপুরদুয়ার: দিন-দিন পারদ চড়ছেই। এই গরমে ভরসা ফ্রিজের জল, ফ্যান, এসি। শুধু তাই নয়। ঝোঁক বাড়ছে শীতলপাটির দিকেও। শহরের বাজারে এখন তাই...

Dev | দেবের কপ্টারে আগুন! উড়ানের পরই জরুরি অবতরণ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেবের (Dev) কপ্টারে আগুন! উড়ানের পরই মালদায় (Malda) জরুরি অবতরণ করানো হল দেবের কপ্টারের। শুক্রবার নির্বাচনি প্রচারে এসে উত্তর মালদায়...

Mini fan demand | গরমে স্বস্তির খোঁজ, বাড়ছে মিনি ফ্যানের চাহিদা

0
শতাব্দী সাহা, চ্যাংরাবান্ধা: তাপমাত্রার পারদ চড়তে না চড়তেই ইলেক্ট্রনিক্সের দোকানগুলি নানা ধরনের ফ্যান, কুলারে ভরে ওঠে। কিন্তু সে সবকে টেক্কা দিয়ে এবার রীতিমতো হটকেক...

Covishield | ‘নতুন করে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নেই’, কোভিশিল্ড নিয়ে অভয়বাণী ডাক্তারদের

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিনের (Covid-19 Vaccine) পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে দাঁড়িয়ে স্বীকার করে নিয়েছে নির্মাতা সংস্থা অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca)। এই খবর প্রকাশ্যে আসার পরই...

Most Popular