Tuesday, May 21, 2024
HomeTop NewsClosed Tea garden | মমতার সফরকালেই খুলে যাচ্ছে বন্ধ সাইলি ও দেবপাড়া...

Closed Tea garden | মমতার সফরকালেই খুলে যাচ্ছে বন্ধ সাইলি ও দেবপাড়া চা বাগান, খুশির হাওয়া শ্রমিক মহলে   

নাগরাকাটাঃ বৃহস্পতিবার খুলছে মালবাজারের সাইলি চা বাগান। আগামী সোমবার থেকে স্বাভাবিক হবে বানারহাটের দেবপাড়াও। দুটি বাগানের পরিচালকরাই বুধবার জলপাইগুড়ি জেলা প্রশাসনকে চিঠি দিয়ে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। এদিন অতিরিক্ত জেলা শাসক(ভূমি ও ভূমি সংস্কার) প্রিয়দর্শিনী ভট্টাচার্যকে মালিকপক্ষ ওই চিঠি পাঠায়। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শ্রমিকরা।

সাইলি চা বাগানটি বন্ধ হয়েছিল গত ৫ ফেব্রুয়ারি। এরপর শ্রম দপ্তরের পক্ষ একাধিকবার বাগান খোলার জন্য কখনও দ্বিপাক্ষিক আবার কখনও ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও তা সফল হয় নি। অবশেষে এদিন মালিকপক্ষের চিঠিতে জট খোলে। তাতে জানানো হয়েছে বৃহস্পতিবার খেকে তাঁরা কর্মবিরতির বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিচ্ছেন। শ্রমিকদের বকেয়া মজুরি প্রদানের নির্ঘন্টও মালিকপক্ষ ঠিক করেছে। আগামী ৬ এপ্রিলের মধ্যে বকেয়া থাকা এক পাক্ষিক সপ্তাহের মজুরি ও ১২ এপ্রিলের মধ্যে আরেকটি পাক্ষিক সপ্তাহের মজুরি দেওয়া হবে। লিভ ট্র্যাভেল অ্যালাউন্স বা সাল ছুটির টাকা, বকেয়া মজুরির এরিয়ার, কর্মচারীদের বকেয়া বেতন, বকেয়া থাকা ১ শতাংশ হারের বোনাস সবকিছুই মিটিয়ে দেওয়া হবে ৩০ জুনের মধ্যে। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির মত অন্যান্য ইস্যুগুলি নিয়ে জুনের শেষ সপ্তাহে পর্যালোচনামূলক বৈঠকে আলোচনা করা হবে।

অন্যদিকে দেবপাড়া চা বাগানের মালিকপক্ষ জানিয়েছে গত বছরের ১৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা এক পাক্ষিক সপ্তাহের মজুরি আগামী ৬ এপ্রিলের মধ্যে অন লাইনে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট মারফত দেওয়া হবে। আরেকটি বকেয়া পাক্ষিক সপ্তাহের মজুরি মিলবে ১০ জুনের মধ্যে। ৮ এপ্রিল বাগান খোলার সময় শ্রমিকদের উপস্থিতি যাতে যথেষ্ট সংখ্যক থাকে সেকথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ডুয়ার্সে রয়েছেন। বৃহস্পতিবার তিনি মালবাজারে দলীয় প্রার্থীদের হয়ে জনসভা করবেন। এলাকার বন্ধ থাকা সাইলি চা বাগানটি বৃহস্পতিবারই খুলে যাওয়ায় তা যে তৃণমূল কংগ্রেসের প্রচারের পালে বাড়তি হাওয়া দেবে বলাই বাহুল্য। বকেয়া নিয়ে অচল হয়ে থাকা দেবপাড়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বলে রাজনৈতিক মহলের মূল্যায়ণ। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল সোনার বলেন, দুটি বাগানই যাতে স্বাভাবিক হয় সেজন্য রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই প্রচেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে মালিকপক্ষের সাড়া দেওয়ার এই বিষয়টিকে স্বাগত জানাই। রুটি রুজির থেকে বড় আর কিছু হতে পারে না। বাগান খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অন্যতম শীর্ষ নেতা সন্তোষ হাতি, মহেশ বাগে, রাজেশ বারলা সহ তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা অর্জুন ছেত্রী, রাজু গুরুং প্রমুখ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Elephant attack | দাঁতালের হানা, প্রাণে বাঁচলেও পালাতে গিয়ে কাঁটাতারের বেড়ায় পড়ে জখম যুবক

0
নাগরাকাটা: দাঁতালের হানা (Elephant attack)। বরাতজোরে প্রাণে বাঁচলেন যুবক। তবে পালাতে গিয়ে কাঁটাতারের বেড়ার মধ্যে পড়ে গিয়ে জখম হন তিনি। মঙ্গলবার নাগরাকাটা (Nagrakata) বামনডাঙ্গা...

Sand smuggling | বালিপাচার চক্র সক্রিয় চোপড়ায়, অবৈধ ঘাটে অভিযান চালিয়ে ১১টি ট্রাক আটক...

0
চোপড়াঃ নদী থেকে বালি তোলার যন্ত্রাংশ ও কয়েকটি বালি বোঝাই গাড়ি আটক করল চোপড়া থানার পুলিশ। সোমবার রাতে চোপড়া থানা এলাকায় বিভিন্ন নদী ঘাটে...

NBU | গবেষকের রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্ত অধ্যাপককে বহিষ্কারের দাবি, উত্তপ্ত বিশ্ববিদ্যালয়

0
শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (NBU)-র গবেষক ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শংকর লাহাকে বহিষ্কারের দাবি তুলে মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক...

Malda | অপরিপক্ক লিচুর বিক্রি বন্ধে টাস্কফোর্সের অভিযান

0
মালদা: অপরিপক্ক লিচুর বিক্রি বন্ধে এবার মালদায় (Malda) আমবাজারে হানা দিল স্বাস্থ্য সুরক্ষা দপ্তর। মঙ্গলবার বাজারে অভিযান চালিয়ে কয়েক কুইন্টাল অপরিণত লিচু (Lychee) বাজেয়াপ্ত...

Chit fund | অল্প সময়ে দ্বিগুন টাকার টোপ, প্রতারণার জাল ছড়াচ্ছে উত্তর দিনাজপুরে

0
হেমতাবাদঃ আবারও কি ফিরে আসছে চিটফান্ড? কম সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করার টোপ দিয়ে হেমতাবাদে সক্রিয় প্রতারণা চক্র। চক্রের ফাঁদে পা দিয়ে মোবাইল অ্যাপের...

Most Popular