Tuesday, May 21, 2024
HomeMust-Read Newsভোটের আবহে বিস্মৃত কোচবিহারের দুই মহারাজ, শ্রদ্ধা জানালেন না নেতারা

ভোটের আবহে বিস্মৃত কোচবিহারের দুই মহারাজ, শ্রদ্ধা জানালেন না নেতারা

কোচবিহার ও তুফানগঞ্জ: স্বয়ং নরেন্দ্র মোদি প্রচারে এসে কোচবিহার রাজ পরিবারকে শ্রদ্ধা জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার রাজ পরিবারের অবদানের কথা বলেছেন। সম্প্রতি কোচবিহারে লিটল ম্যাগাজিনের মেলায় এসে ভাষণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহারাজাদের ভূয়সী প্রশংসা করেন। বিভিন্ন রাজনৈতিক দলের ছোট-বড় নেতারা কথায় কথায় কোচবিহারের মহারাজাদের ভূয়সী প্রশংসায় মেতে ওঠেন। তবু বৃহস্পতিবার কোচবিহারের মহারাজা রাজরাজেন্দ্রনারায়ণের জন্মবার্ষিকী ও জগদ্দীপেন্দ্রনারায়ণের মৃত্যুবার্ষিকী থাকলেও তা পালন করতে কোনও রাজনৈতিক দলের নেতাদের দেখা মিলল না।

কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর্স ওয়েলফেয়ার ট্রাস্টের গুটিকয়েক সদস্য এদিন কোচবিহারের ঐতিহ্যবাহী কেশব আশ্রম তথা রানিবাগানে মহারাজাদের সমাধিস্থলে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তুফানগঞ্জে দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর্স অফ ওয়েলফেয়ার ট্রাস্টের তরফে মহারাজা রাজরাজেন্দ্রনারায়ণের ১৪২তম জন্মবার্ষিকী পালিত হয়। এদিন রাজরাজেন্দ্রনারায়ণ মহকুমা গ্রন্থাগারের সামনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন ট্রাস্টের সম্পাদক কুমার বিরাজেন্দ্রনারায়ণ। তিনি বলেন, ‘সামনেই মহারাজের ১৫০তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে গ্রন্থাগারের পাশে একটি মূর্তি স্থাপন করা হোক।’

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রাজনৈতিক নেতা-নেত্রীরা কি তাহলে কোচবিহারের দুই মহারাজার অবদান ভুলে গেলেন? নাকি নির্বাচনি ভাষণে শুধু রাজবংশী ভোটের লক্ষ্যেই মহারাজাদের জন্য প্রশংসা করেন তাঁরা?

কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর্স ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র কুমার মৃদুলনারায়ণ বলেন, ‘কেশব আশ্রমে কোচবিহারের দুই মহারাজার জন্ম ও মৃত্যুদিন আমরা পালন করেছি। অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতারা থাকলে আরও ভালো হত।’

১৪৩ বছর আগে এই দিনেই জন্ম হয়েছিল কোচবিহারের মহারাজা রাজরাজেন্দ্রনারায়ণের। আবার ৫৪ বছর আগে এই একই দিনে কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণের মৃত্যু হয়। সেই দিক দিয়ে কোচবিহারবাসীর কাছে দিনটি আনন্দ ও দুঃখের। প্রতিবছরই কোচবিহারে দিনটি পালন করা হয়। এর আগে এই দিনটিতে দুই মহারাজাকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের উপস্থিত থাকতে দেখা গিয়েছে। এদিন কেশব আশ্রমে কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর্স ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি কুমার জিতেন্দ্রনারায়ণ, সংগঠনের মুখপাত্র কুমার মৃদুলনারায়ণ, দেবত্র ট্রাস্টের দুই-তিনজন প্রতিনিধি ও অন্যান্য দুই-একজন সেখানে উপস্থিত ছিলেন। নেতাদের অনুপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই আমজনতার মধ্যে প্রশ্ন রয়েছে।

বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু অবশ্য বলেন, ‘আমরা এখানে করিনি। কিন্তু আমাদের মণ্ডল থেকে দুই-তিন জায়গায় দিনটি পালন করা হয়েছে।’ তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, ‘এনিয়ে আমাদের রাজনৈতিক দলগুলির সতর্ক থাকা উচিত ছিল।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Pune | দুর্ঘটনা নয় খুন, দাবি পুনেতে গাড়ির ধাক্কায় মৃতদের পরিবারের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেপরোয়া গতির পোর্শে গাড়ির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যুতে অভিযুক্ত নাবালকের জামিনের ঘটনায় ইতিমধ্যেই উত্তাল গোটা মহারাষ্ট্র। অভিযুক্তের উপযুক্ত শাস্তির...

Nagrakata | মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য অভিনব উদ্যোগ, খুশির হাওয়া নাগরাকাটায়

0
নাগরাকাটা:  নাগরাকাটা ও আশপাশের একাধিক এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল স্থানীয় সমাজসেবীরা। সমাজসেবীদের এহেন উদ্যোগে খুশির...

Anant-Radhika | অনন্ত-রাধিকার দ্বিতীয় দফার প্রি-ওয়েডিংয়ের প্রস্তুতি, কোথায় বসছে আসর?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছরের মার্চ মাসে গুজরাটের জামনগরে বসেছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের (Anant-Radhika) প্রি-ওয়েডিংয়ের আসর। জাকজমকপূর্ণ এই আসরে উপস্থিত ছিলেন...

Migrant worker dead | পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া মালতীপুরে

0
সামসী: চেন্নাইয়ে (Chennai) কাজে গিয়ে মৃত্যু হল মালতীপুরের এক পরিযায়ী শ্রমিকের (Migrant worker dead)। মৃতের নাম, আবু তাহের (১৯)। বহুতল নির্মাণ শ্রমিক হিসেবে চেন্নাইয়ে কর্মরত...

Dev-Hiran | ‘সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান’ কাকে নিয়ে লিখলেন দেব?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান।’ মঙ্গলবার ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের ফেসবুক পেজে এমন লেখাই জ্বলজ্বল...

Most Popular