Monday, May 20, 2024
HomeMust-Read NewsMamata Banerjee | ‘ভিক্টর কাঁটা’ সরাতে সোমবার চাকুলিয়া-করণদিঘিতে সভা মমতার

Mamata Banerjee | ‘ভিক্টর কাঁটা’ সরাতে সোমবার চাকুলিয়া-করণদিঘিতে সভা মমতার

অরুণ ঝা, ইসলামপুর: গোয়ালপোখরে শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সোমবার আবার চাকুলিয়া (Chakulia) এবং করণদিঘিতে (Karandighi) সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের ব্যাক-টু-ব্যাক সভা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ আগে করণদিঘিতে রবিবার মমতার সভার দিন ঠিক করা ছিল। আচমকা শিডিউল বদলে সেই সভার তারিখ ঠিক হয় সোমবার অর্থাৎ ২২ এপ্রিল। সেইসঙ্গে নতুন সংযোজন চাকুলিয়া। তৃণমূলের উত্তর দিনাজপুর (Uttar Dinajpur TMC) জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল (Kanaiyalal Agarwal) বলেন, ‘২০ এপ্রিল গোয়ালপোখরে অভিষেক, ২২ এপ্রিল করণদিঘিতে ও চাকুলিয়ায় মমতার জনসভা চূড়ান্ত হয়েছে।’

দলের অন্দরে গুঞ্জন, জোট প্রার্থী কংগ্রেসের আলি ইমরান রমজ ওরফে ভিক্টর যে তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে, তাই এই তিন বিধানসভা এলাকায় সংখ্যালঘু ভোটব্যাংকে যাতে ভিক্টর দাঁত না ফোটাতে পারেন, তার মরিয়া চেষ্টা চালাচ্ছে ঘাসফুল শিবির। গত ১৮ এপ্রিল ইসলামপুরের সভা থেকেও ভিক্টরের নাম না নিয়ে ‘মুসলিম ভোট কাটার জন্য তিনি দাঁড়িয়েছেন’ বলে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মমতা। তারপরই ভিক্টরের বাড়ি চাকুলিয়ায় মমতার সভা করার সিদ্ধান্ত নিয়ে চর্চা চলছে।

অন্যদিকে গোয়ালপোখরের বিধায়ক তথা মন্ত্রী গোলাম রব্বানি সংখ্যালঘু ভোটব্যাংক ধরে রাখার লড়াইয়ের কথা স্বীকার করে বলেছেন, ‘কংগ্রেস, সিপিএম, আইএসএফ- এরা সবাই মিলে তলে তলে বিজেপির সঙ্গে জোট করেছে। সংখ্যালঘু ভোট নিয়ে তাদের চক্রান্ত সফল হলে বিজেপি ফায়দা তুলবে। আমাদের এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই করতেই হবে।’

এদিকে, মমতার ‘মুসলিম ভোট কাটার’ আক্রমণের প্রশ্নে ভিক্টরের প্রতিক্রিয়া, ‘বিজেপি এবং তৃণমূল, উভয়েই যে সম্প্রদায় নিয়ে রাজনীতি করে, তা মুখ্যমন্ত্রীর বয়ানেই স্পষ্ট। আমার প্রশ্ন হল, মুখ্যমন্ত্রী নিজেকে সংখ্যালঘুদের স্বঘোষিত মসিহা ভাবছেন কেন? রায়গঞ্জ আসনে কি হিন্দু বা অন্য সম্প্রদায়ের ভোট নেই? ভিক্টর বা কংগ্রেস যে বড় ফ্যাক্টর তা খোদ মুখ্যমন্ত্রী আমাকে আক্রমণ করে বুঝিয়ে দিয়েছেন।’

রায়গঞ্জ আসনের লক্ষ্যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রায়গঞ্জে জনসভা করে গিয়েছেন। ইসলামপুর এবং হেমতাবাদে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করেছেন। পিছিয়ে নেই ঘাসফুল শিবিরও। প্রথম দফায় রায়গঞ্জে রোড শো ও হেমতাবাদে সভা করেন মমতা। দ্বিতীয় দফায় তিনি ইসলামপুরে সভা করেন। আগামী ২২ এপ্রিল করণদিঘি ও চাকুলিয়ায় সভা করবেন। সংখ্যালঘু ভোটব্যাংককে ‘টার্গেট’ করে ঘাসফুল শিবিরের সবচেয়ে বড় মাথারা মাঠে নেমে পড়েছেন।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Elections 2024 | দিনভর বিক্ষিপ্ত উত্তেজনা! দিনের শেষে শান্তিতেই ভোট, দাবি কমিশনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিক্ষিপ্ত কিছু উত্তেজনার ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই মিটল পঞ্চম দফার ভোটপর্ব। এদিন রাজ্যে মোট ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।...

Bengal Police | পঞ্চম দফা ভোটের দিনই অপসারিত পশ্চিম মেদিনীপুরের এসপি, খোঁচা অভিষেকের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) আবহে রাজ্য পুলিশে (Bengal Police) রদবদল অব্যাহত। এবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (Paschim Medinipur SP)...

NBU Researcher Death | গবেষক ছাত্রীর রহস্যমৃত্যুতে অধ্যাপকের হাত! অভিযোগ ঘিরে বিক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

0
শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে এসে মর্মান্তিক মৃত্যু হয় তরুণী ছাত্রী ববিতা দত্তের। বিশ্ববিদ্যালয়ের পাশেই ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ববিতার ঝুলন্ত দেহ। কিন্তু...

Asansol | দামোদর নদীতে ডুবে মৃত্যু স্কুল পড়ুয়ার,শোকের ছায়া এলাকাজুড়ে

0
আসানসোল: বন্ধুদের সঙ্গে দামোদর নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। রবিবার ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বার্ণপুরের ভুতাবুড়ি...

Maoist Attack | ওডিশার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, জখম জওয়ান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আগেই উত্তপ্ত ওডিশা। সোমবার কালাহান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত নুয়াপাড়ার পাহাড়, জঙ্গল ঘেরা এলাকায় হামলা চালায় মাওবাদী গেরিলা বাহিনী। মাওবাদীদের...

Most Popular