Monday, June 3, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গTotapara Tea Garden | শ্রমিক অসন্তোষের জের! কর্মবিরতি তোতাপাড়া চা বাগানে

Totapara Tea Garden | শ্রমিক অসন্তোষের জের! কর্মবিরতি তোতাপাড়া চা বাগানে

নাগরাকাটা: শ্রমিক অসন্তোষের জের। মে দিবসের প্রাক্কালে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি হল বানারহাটের তোতাপাড়া চা বাগানে (Totapara Tea Garden)। বেশ কয়েকদিন ধরেই বাগানটিতে পাওনাগন্ডাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চলছিল। কর্মবিরতির কারণ হিসেবে বাগানের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সেইসঙ্গে চরম আর্থিক সংকটের মতো বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে। যদিও শ্রমিকরা সম্পূর্ণ বেআইনিভাবে বাগানটিকে বন্ধ করা হল বলে জানিয়েছেন। তাঁরা দ্রুত বাগান খোলার দাবিতেও সরব হন।

মালিকপক্ষের সংগঠন আইটিপিএ-র উপদেষ্টা অমিতাংশু চক্রবর্তী বলেন, কর্মবিরতি সংক্রান্ত নোটিশের কপি পেয়েছি। বুধবার থেকে সেখানে কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পরিচালকরা বাধ্য হয়েছেন বলে জানানো হয়েছে। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। জলপাইগুড়ির ডেপুটি লেবার কমিশনার শুভাগত গুপ্ত বলেন, ‘আমাদের কাছে এই মর্মে বাগান কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, পিএফ, গ্র্যাচুইটির মতো অন্যান্য পাওনাগন্ডার পাশাপাশি সম্প্রতি সেখানে শ্রমিকদের ৩ পাক্ষিক সপ্তাহের মজুরি বকেয়া পড়ে যায়। ফলে শ্রমিক অসন্তোষ চরমে ওঠে। গত ২৭ এপ্রিল এর বিহিত চেয়ে শ্রমিকদের একাংশ বানারহাট থানায় (Banarhat police station) গিয়ে অবস্থানে শামিল হন। এরপর বানারহাট বিডিও অফিসে (BDO Office) একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও সেখানে মালিকদের কেউ উপস্থিত ছিলেন না। প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয় তাঁরা মঙ্গলবার বকেয়া মজুরির এক কিস্তি মিটিয়ে দেবেন। সেটা এদিন দেওয়াও হয়। তারপরই রাতে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করা হয়। পুলিশ-প্রশাসনকেও তাঁদের সিদ্ধান্তের কথা মালিকপক্ষ জানিয়ে দেয়। বাগানটির স্থায়ী শ্রমিক সংখ্যা ৮৩০। এর ফলে বিপাকে পড়লেন তাঁরা।

শাসকদল প্রভাবিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তবারক আলি বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে বাগান বন্ধ করে দেওয়া হল। কাজ করিয়েও মজুরি দেওয়া হচ্ছিল না। নিজেদের হকের কথা জানাতেই শ্রমিকরা খারাপ হয়ে গেল। এমন মালিকপক্ষ আর যাই হোক কখনওই প্রকৃত শিল্পপতি নন। দ্রুত বাগান খোলার দাবি জানাচ্ছি।’ বিজেপি প্রভাবিত ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়নের বানারহাটা ব্লক কমিটির সভাপতি জয়রাজ বিশ্বকর্মা বলেন, ‘কোন সমস্যা থাকলে মালিকপক্ষ তা আলোচনার মাধ্যমে মেটাতে পারতেন। সেটা না করে শ্রমিক দিবসের ঠিক আগের রাতে এভাবে বাগান বন্ধ করে চলে যাওয়ার ঘটনার ঘোর নিন্দা জানাই।’

চা মহল জানাচ্ছে তোতাপাড়া চা বাগান এর আগেও একাধিকবার বন্ধ হয়েছে। গত বছরও পুজোর বোনাস ইস্যুতে সেখানে শ্রমিক অসন্তোষ চরমে ওঠে। তখনও একবার বাগান বন্ধ হয়। বাগান সূত্রে খবর, সেখানে স্টাফদের চার মাসের বেতন বকেয়া আছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Road block | ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার হয়নি খুনী, প্রতিবাদে ফালাকাটায় মহাসড়ক অবরোধ স্থানীয়দের

0
ফালাকাটাঃ শনিবার সকালে ফালাকাটার কালীপুর গ্রামে চাষের জমিতে হাত-পা বাঁধা, গলায় ফাঁস লাগানো ও মাটিতে বসা অবস্থায় উদ্ধার হয় দিলীপ সরকার নামে এক ব্যবসায়ীর...

Maldives | মালদ্বীপে ইজরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা! পালটা নির্দেশিকা জারি নেতানিয়াহু সরকারের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র মালদ্বীপে (Maldives) এবার নিষিদ্ধ হল ইজরায়েলের নাগরিকদের (Israeli citizens) প্রবেশ। রবিবার এই বিষয় নিয়ে মালদ্বীপ সরকারের ক্যাবিনেট...

Torsha | ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনা মিশছে নদীতে, তোর্ষার জলেও বিপদের আশঙ্কা

0
শিবশংকর সূত্রধর, কোচবিহার: তোর্ষার(Torsha) জলেও বড়সড়ো বিপদের হাতছানি। কোচবিহার পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনা সরাসরি এই নদীর জলে মিশছে। আর এই নদী থেকে জল সংগ্রহ...

Sukanta Majumdar | রাত পোহালেই ভোট গণনা, কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন সুকান্ত

0
বালুরঘাট: রাত পোহালেই ভোট গণনা (Vote counting)। শেষ পর্যায়ে ব্যস্ততা তুঙ্গে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা জুড়ে। সোমবার সকালে বিজেপির জেলা কার্যালয়ে দলীয় কর্মীদের...

Rajasthan | পারিবারিক অশান্তির জের, চার সন্তানকে ট্যাংকের জলে ডুবিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পারিবারিক অশান্তির (Family dispute) জের। চার সন্তানকে ট্যাংকের জলে ডুবিয়ে মেরে আত্মহত্যার চেষ্টা করলেন মহিলা। রাজস্থানের (Rajasthan) বারমের জেলার ধানে...

Most Popular