Wednesday, June 26, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারজল সমস্যা মেটানোর দাবিতে টোটোপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝোলালেন স্বাস্থ্যকর্মীরা

জল সমস্যা মেটানোর দাবিতে টোটোপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝোলালেন স্বাস্থ্যকর্মীরা

মাদারিহাট: পানীয় জলের সমস্যা মেটানোর দাবিতে টোটোপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে তালা বন্ধ করে চলে গেলেন। সমস্যা না মেটা পর্যন্ত তাঁরা ফিরবেন না বলে জানিয়েছেন। কয়েক মাস ধরে টোটোপাড়াজুড়ে তীব্র পানীয় জলের সংকট চলছে। এরমধ্যে টোটোপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা সবচেয়ে ভয়ংকর। স্বাস্থ্যকর্মীরা এতদিন অনেক দূর থেকে প্রতিবেশীদের বাড়ি থেকে জল এনে জলসমস্যার সমাধান করার পাশাপাশি রোগীদের পরিষেবা দিয়ে আসছিলেন। কিন্তু প্রতিবেশীদের জল বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের অনেক দূর থেকে জল আনতে হচ্ছে। বীরপাড়া-মাদারিহাট ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবজ্যোতি চক্রবর্তীকে তাঁরা সমস্যা মেটানোর আর্জি জানিয়েছিলেন। কিন্তু তিনি কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ। অবশেষে শনিবার স্বাস্থ্যকর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।

এদিন বিকালে স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে তিনজন নার্স ও একজন ফার্মাসিস্ট স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে চলে যান। জনস্বাস্থ্য কারগরি দপ্তরের আলিপুরদুয়ার জেলা সহকারী বাস্তুকার প্রমিত মিত্রের কথায় ‘জলস্তর নীচে চলে যাওয়ায় জল পাওয়া যাচ্ছে না। এক নম্বর গভীর নলকূপ খারাপ থাকার জন্য চার নম্বর পাম্প থেকে জল পাঠাতে হচ্ছে। ফলে দুটো চাপ ওই পাম্প নিতে পারছে না। চেষ্টা চলছে দ্রুত সমাধান করার।’ টোটোপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা জানান, জল ছাড়া বাঁচা সম্ভব নয়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বাধ্য হয়ে স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে চলে যাচ্ছি।

রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান বকুল টোটো বলেন, ‘টোটোপাড়ায় চারটি গভীর নলকূপ আছে। তিনটিতে সামান্য জল এলেও একটিতে দু’মাস ধরে আসছে না। স্বাস্থ্যকেন্দ্রটিতে ভুটানের যে উৎস থেকে জল আসত সেটি শুকিয়ে যাওয়ায় জল আসছে না। এদিকে রোগীদের ভিড় লেগে আছে। হাত ধোয়ার জল পর্যন্ত নেই। বাথরুমের অবস্থা আরও ভয়ংকর। দুর্গন্ধে টেকা দায়।’ তাঁর সংযোজন, ‘গত বছরের ১ সেপ্টেম্বর থেকে চিকিৎসক নেই। তিনজন নার্স ও একজন ফার্মাসিস্ট স্বাস্থ্যকেন্দ্রটি চালাচ্ছিলেন। জল ছাড়া কীভাবে থাকা যায়।’

টোটো কল্যাণ সমিতির সভাপতি অশোক টোটো জানান, টোটোপাড়ায় জলের হাহাকার চলছে। কেউ কেউ চার কিলোমিটার দূর থেকে জল আনতে যাচ্ছেন। এমনিতে চিকিৎসক নেই। স্বাস্থ্যকর্মীদের ভরসায় এখানকার চিকিৎসা পরিষেবা চলছিল। অশোকের কথায়, ‘এখন সামান্য অসুস্থ হলে স্থানীয় বাসিন্দাদের ২২ কিলোমিটার দূরে মাদারিহাট যেতে হবে। গাড়ি রিজার্ভ করতে ৩-৪ হাজার টাকা গুনতে হবে। জঙ্গল ও নদী পথে রাতবিরেতে কী হবে বলা মুশকিল।’ মাদারিহাট ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবজ্যোতি চক্রবর্তীকে শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ রিপোর্ট করেননি বলে তিনি জানান। তবে জলের সমস্যার কথা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায়কে ফোন করলে তাঁকে পাওয়া যায়নি।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। অন্যদিকে, ৪-২-৩-১ ছকে দল...

Seikh Hasina | ‘জলচুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম’, ঢাকায় ফিরে বললেন হাসিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। উনি দিল্লিতে না থাকায় কথা হয়নি। গঙ্গা-তিস্তার জল বিতর্ক প্রসঙ্গে ঢাকায় ফিরে এই মন্তব্যই...

Lok Sabha | মল্লিকার্জুনের বাড়িতে বৈঠকে সুদীপ-কল্যাণ, স্পিকার পদে কংগ্রেসের সুরেশকেই সমর্থণ তৃণমূলের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে কেরলের সাংসদ কে জে সুরেশকে স্পিকার পদের জন্য প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে...

CFL 2024 | গোলের বন্যা কলকাতা ফুটবল লিগে! উয়াড়িকে ৬-০ তে উড়িয়ে দিল মহমেডান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোলের বন্যা বয়ে গেল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিল সাদা-কালো ব্রিগেড। বড় ব্যবধানে জয়...

Durgapur | বোনকে বাইকে স্টেশনে পৌঁছে দিতে যাওয়াই হল কাল, ট্রাকের ধাক্কায় মৃত্যু হল...

0
দুর্গাপুরঃ জাতীয় সড়ক এখন যেন মৃত্যু ফাঁদ। নিত্যদিন এই সড়কে  দুর্ঘটনা লেগেই আছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনায় প্রাণহানীর মতো ঘটনা। মঙ্গলবারও এই বেহাল সড়ক কেড়ে...

Most Popular