Wednesday, June 26, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গMalda Weather | ভোটের দিন গৌড়বঙ্গে ঝড়-বৃষ্টির ভ্রূকুটি, কপালে ভাঁজ রাজনৈতিক দলগুলির

Malda Weather | ভোটের দিন গৌড়বঙ্গে ঝড়-বৃষ্টির ভ্রূকুটি, কপালে ভাঁজ রাজনৈতিক দলগুলির

মালদা: নিস্তার মেলেনি ভোট প্রচারে। গৌড়বঙ্গে এখনও চলছে তাপপ্রবাহ। রবিবার ভোট প্রচারের শেষ দিনেও ঘাম ঝরবে। কিন্তু তারপরই একদম ভোল পালটে ফেলবে প্রকৃতি। ভোটের দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদায় (Malda Weather)। আগামী ৭ মে ভোট রয়েছে মালদায়। তবে ভোটের দিন বৃষ্টি কখন হবে, তা এখনও স্পষ্ট নয়।

কিন্তু আবহাওয়ার হঠাৎ এমন পরিবর্তন কেন? আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, ‘অসমে একটি ঘূর্ণাবর্ত তৈরি ছাড়াও ছত্তিশগড় থেকে এই অঞ্চলে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে। ফলে বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্পের জোগান ঘটবে। বজ্রপাত সহ বৃষ্টি হবে সর্বত্র।’ টানা তিন চারদিন বৃষ্টি হবে বলেও তিনি জানান। আবার মাঝিয়ান আবহাওয়া কেন্দ্রের পর্যবেক্ষক সুমন সূত্রধর জানান, ‘৬  থেকে ৮ মে পর্যন্ত মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে।’ সব মিলিয়েই ভোটের দিন মালদায় দেখা দিয়েছে ঝড়-বৃষ্টির ভ্রূকুটি।

তীব্র তাপপ্রবাহের পর ভোটের দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাসে রাজনৈতিক দলগুলির নেতাদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। এ প্রসঙ্গে, জেলা বিজেপির সহ সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, ‘মালদার ক্ষেত্রে দেখা যায় কালবৈশাখী সাধারণত দুপুরের পর হয়। তাই আমরা ভোটারদের  সকাল সকাল ভোট দেওয়ার কথা বলা হয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আমাদের দলের প্রত্যেক কর্মী প্রস্তুত।’ অন্যদিকে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস বলেন, ‘প্রখর রোদ, তাপপ্রবাহের মধ্যেই আমাদের প্রার্থী সহ সমস্ত কর্মী-সমর্থকরা প্রচার করেছেন। তাই আর কোনও চিন্তা করি না। সব রকমের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।’ এদিকে প্রদেশ কংগ্রেস নেতা আবদুস সাত্তার বলেন, ‘ভোটের দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনও পরিস্থিতিতেই বুথ ছেড়ে কোথাও যাওয়া যাবে না। আমরাও নজর রাখব।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

NH-10 | প্রবল বর্ষণে লিকুভিরে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

0
শিলিগুড়ি: ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে লিকুভিরে ধস নেমেছে। যার ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং...

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। অন্যদিকে, ৪-২-৩-১ ছকে দল...

Seikh Hasina | ‘জলচুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম’, ঢাকায় ফিরে বললেন হাসিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। উনি দিল্লিতে না থাকায় কথা হয়নি। গঙ্গা-তিস্তার জল বিতর্ক প্রসঙ্গে ঢাকায় ফিরে এই মন্তব্যই...

Lok Sabha | মল্লিকার্জুনের বাড়িতে বৈঠকে সুদীপ-কল্যাণ, স্পিকার পদে কংগ্রেসের সুরেশকেই সমর্থণ তৃণমূলের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে কেরলের সাংসদ কে জে সুরেশকে স্পিকার পদের জন্য প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে...

CFL 2024 | গোলের বন্যা কলকাতা ফুটবল লিগে! উয়াড়িকে ৬-০ তে উড়িয়ে দিল মহমেডান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোলের বন্যা বয়ে গেল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিল সাদা-কালো ব্রিগেড। বড় ব্যবধানে জয়...

Most Popular