Friday, May 24, 2024
HomeExclusiveOnion Exports | দীর্ঘ টালবাহানার পর পেঁয়াজ রপ্তানিতে ছাড়পত্র কেন্দ্রের

Onion Exports | দীর্ঘ টালবাহানার পর পেঁয়াজ রপ্তানিতে ছাড়পত্র কেন্দ্রের

বিধান ঘোষ, হিলি: দীর্ঘ টালবাহানার পর ভারতীয় পেঁয়াজ রপ্তানিতে (Onion Exports) ছাড়পত্র ঘোষণা করল কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক। শনিবার সকালেই অনির্দিষ্ট সময়ের জন্য পেঁয়াজ রপ্তানির বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (Directorate General of Foreign Trade)। আন্তর্জাতিক বাজারে চাহিদা ও দেশীয় বাজারে মূল্য হ্রাসকে নজরে রেখেই কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বলে মনে করছেন ব্যবসায়ীরা।

শনিবার সকালে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারত থেকে পেঁয়াজ রপ্তানিতে ছাড়পত্র দেয়। প্রতি মেট্রিক টন ৫৫০ ডলার মূল্যে ভারত থেকে পেঁয়াজ রপ্তানিতে ছাড়পত্র দেওয়া হয়। অনির্দিষ্ট পরিমাণ ও সময়ের জন্য রপ্তানির এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দীর্ঘ অপেক্ষার পর পেঁয়াজ রপ্তানির পলিসি সরকারিভাবে প্রকাশিত হতে খুশি ব্যবসায়ী মহলও। পেঁয়াজের চাহিদা বাড়তেই মূল্যবৃদ্ধি ঘটবে। তাতে স্বস্তির নিশ্বাস ফেলবেন চাষিরাও (Onion Farmers)।

গত ডিসেম্বর মাসে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতেই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় সরকার। ভারত থেকে অনির্দিষ্ট সময়ের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে দেশীয় বাজারে দাম নিয়ন্ত্রিত হলেও আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের ব্যাপক চাহিদা তৈরি হয়। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের অনুরোধে এই নিষেধাজ্ঞা খানিকটা শিথিল করে সেদেশে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। পেঁয়াজ রপ্তানি নিয়ে আন্তর্জাতিক মহলে ভারতের উপর কূটনৈতিক চাপ বাড়ার সঙ্গে ভারতের বাজারেও পেঁয়াজের মূল্য হ্রাস পেয়েছে। পেঁয়াজচাষিদের ক্ষতির হাত থেকে বাঁচাতে ও চড়া দামে পেঁয়াজ রপ্তানি করতে কেন্দ্রীয় সরকারের এই নয়া পদক্ষেপ।

হিলি এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র রাজেশ আগরওয়াল বলেন, ‘আজ সকালেই পেঁয়াজ রপ্তানির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্র সরকার। পরিমাণ ও সময়সীমা নিয়ে কিছু বলা হয়নি। ৫৫০ ডলারে প্রতি মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করা যাবে। গত ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ রয়েছে। এখন এলসি ও ট্রেন্ডার প্রক্রিয়া করে পেঁয়াজ রপ্তানি করতে হবে। সোমবার থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা রয়েছে। এতে দেশীয় মার্কেটে পেঁয়াজের দাম বাড়বে। চাষিরাও বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে পারবে। সবাই লাভবান হবে।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Research of bacterial strains in silkworms in Raiganj University, risk of infection in human body

Raiganj University | রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রেশমকীটে ব্যাকটেরিয়া স্ট্রেনের সন্ধান, মানবদেহে সংক্রমণের আশঙ্কা

0
দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: রেশমকীটের রোগ দ্রুত শনাক্ত করার জন্য একটি ‘র‍্যাপিড ডিটেকশন কিট’ তৈরি করছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের(Raiganj University) সেরিকালচার বিভাগের একদল গবেষক। সেরিকালচার বিভাগের...

King Cobra | ফের মেটেলি ব্লকে উদ্ধার বিশালাকার কিং কোবরা, বাক্সবন্দি হয়ে জঙ্গলে গেল...

0
চালসাঃ ফের মেটেলি ব্লক এলাকা থেকে উদ্ধার হল বিশালাকার কিং কোবরা। শুক্রবার সন্ধ্যায় মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকা থেকে প্রায় ১৩ ফিটের ওই কিং...

Kishanganj police attacked | দুষ্কৃতী ধরতে এসে চাকুলিয়ায় আক্রান্ত কিশনগঞ্জ পুলিশ, চলল গুলি, বিদ্ধ...

0
কিশনগঞ্জঃ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন দুই পুলিশকর্মী। শুক্রবার ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জ শহর সংলগ্ন চাকুলিয়া থানা এলাকার বিলাতিবাড়ি গ্রামে। এই...

Ramakrishna Mission | ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা! রামকৃষ্ণ মিশনে গিয়ে সম্পত্তি সংক্রান্ত নথি তুলে...

0
শিলিগুড়ি: এবার শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন (Ramakrishna Mission) কাণ্ডে ড্যামেজ কন্ট্রোলে নামল শিলিগুড়ি পুরনিগম (Siliguri Municipal Corporation)। শুক্রবার আশ্রমে গিয়ে আশ্রমের জমির মিউটেশন ও হোল্ডিং...

Darjeeling Zoo | একদিনেই আয় ৫ লক্ষ! রেকর্ড গড়ল দার্জিলিং চিড়িয়াখানা

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: এই প্রথম দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে(Darjeeling Zoo) একদিনে সর্বোচ্চ পর্যটকের(Tourist) আগমন হয়েছে। শুক্রবার দার্জিলিং চিড়িয়াখানায় ৭২৫২ টিকিট বিক্রি হয়েছে।...

Most Popular