Saturday, June 22, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গHusband's torture | চাকরির জন্য স্ত্রীকে পরপুরুষের শয্যাসঙ্গী হওয়ার নির্দেশ! স্বামীর অত্যাচারে...

Husband’s torture | চাকরির জন্য স্ত্রীকে পরপুরুষের শয্যাসঙ্গী হওয়ার নির্দেশ! স্বামীর অত্যাচারে ঘরছাড়া তরুণী

রতুয়াঃ নিজেকে পুলিশকর্মী পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ে করেছিল রতুয়ার এক যুবক৷ তরুণীর বাড়ি হরিশ্চন্দ্রপুর এলাকায়৷ পাত্র রতুয়া থানা এলাকার বাসিন্দা৷ বছর দেড়েক আগে দু’জনের সামাজিক মতে বিয়ে হয়৷ হয় রেজিস্ট্রি বিয়েও৷ শ্বশুরবাড়িতে পা দিয়েই নববধূ জানতে পারেন, স্বামী কোনও পুলিশকর্মী নন৷ তিনি চাকরির চেষ্টা করছেন৷ চাকরি পাকা করতে স্বামী নতুন স্ত্রীকে পরপুরুষের শয্যাসঙ্গী হতে বলে৷ স্ত্রী তাতে রাজি না হওয়ায় শুরু হয় অত্যাচার৷ অভিযোগ, চারবার স্ত্রীকে খুনের চেষ্টাও করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা৷ শেষ পর্যন্ত স্বামীর হাত থেকে কোনওরকমে মুক্তি পান ওই তরুণী৷ চলে আসেন বাপের বাড়ি৷ তিন মাস ধরে সেখানেই আছেন তিনি৷ এনিয়ে তিনি রতুয়া থানায় বধূ নির্যাতনের অভিযোগ জানালেও স্বামীর নির্দেশের কথা অভিযোগপত্রে উল্লেখ করেননি৷ তারই সুযোগ নিয়ে আদালত থেকে জামিন নিয়েছে অভিযুক্তরা৷

বছর দেড়েক আগে বিয়ে হয়েছিল নির্যাতিতা তরুণীর। তাঁর অভিযোগ, ‘আমি বাড়ির একমাত্র মেয়ে৷ তাই বিয়েতে পাত্রকে যথাসাধ্য পণ দিয়েছিল বাবা-মা৷ বিয়ের পর স্বামীর ঘরে গিয়েই জানতে পারি, ও সরকারি চাকরি করে না৷ পুলিশে চাকরি করার মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করেছে৷ চাকরি নিশ্চিত করতে ও আমাকে পরপুরুষের সঙ্গে বিছানায় রাত কাটাতে বলে৷ আমি তাতে রাজি হইনি৷ তারপরেই শুরু হয় অত্যাচার৷ শুধু স্বামী নয়, ওর বাবা-মা সহ বাড়ির সবাই আমার উপর অত্যাচার শুরু করে৷ খেতেও দিত না৷ তবু আমি ওর প্রস্তাবে রাজি হইনি৷ শেষ পর্যন্ত ও আমাকে পূর্ণিয়ায় মামাশ্বশুরের বাড়িতে নিয়ে যায়৷ সেখানেও মারধর করে প্রথমে গলায় দড়ি দিয়ে, তারপর নদীতে ডুবিয়ে আমাকে খুনের চেষ্টা করা হয়৷ মোট চারবার আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল ওরা৷ কিন্তু সফল হয়নি৷ শেষ পর্যন্ত ওদের হাত থেকে পালিয়ে বাপের বাড়িতে আসি৷’

নির্যাতিতার মা বলছেন, ‘এই ঘটনায় মেয়ে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছে৷ কিন্তু পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়নি৷ ওরা বুক ফুলিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে৷ অভিযোগ তুলে নেওয়ার জন্য আমাদের শাসাচ্ছে৷ আমরা কোর্টেও অভিযোগ দায়ের করেছি৷ মেয়ের সুবিচার চাইলে সবাই বলছে, ভোট শেষ না হলে কিছু হবে না৷ ভোটের পর মেয়ে ন্যায্য বিচার পাবে?’

রতুয়া থানার পুলিশ জানিয়েছে, প্রথম অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ ধারায় মামলা রুজু করা হয়েছিল৷ কিন্তু আদালত থেকে জামিন পেয়ে যায় অভিযুক্তরা৷ ওই বধূ যদি ফের নির্দিষ্ট তথ্য প্রমাণ সহ তাঁর সঙ্গে অত্যাচারের বিস্তারিত বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করেন, তবে অভিযুক্তদের বিরুদ্ধে ফের নতুন করে মামলা রুজু করা হবে৷

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

NDRF | ফিবছরই বন্যায় ভাসে মালদা জেলার একাংশ, পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষণ এনডিআরএফের   

0
গাজোলঃ বন্যায় জলমগ্ন এলাকা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য লাইফ জ্যাকেট না থাকলে কী করবেন? হঠাৎ করে কেউ দুর্ঘটনাগ্রস্ত হলে রক্তক্ষরণ বন্ধ বা...

Kishanganj | গাড়ির ডিকি খুলতেই রাশি রাশি ৫০০ টাকার নোট! কিশনগঞ্জে উদ্ধার ৪৭ লক্ষ...

0
কিশনগঞ্জঃ বিলাসবহুল গাড়িতে লক্ষ লক্ষ টাকা নিয়ে শিলিগুড়ি আসার পথে কিশনগঞ্জে পুলিশের হাতে ধরা পড়ল তিন যুবক। শুক্রবার দুপুরে টাকা উদ্ধার হয় কিশনগঞ্জের কাছে...

CSIR-UGC-NET | অনির্দিষ্টকালের জন্য স্থগিত সিএসআইআর-ইউজিসি-নেট, কী কারণ জানালো এনটিএ?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : একদিকে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক, অন্য দিকে ইউজিসি নেট পরীক্ষা বাতিল নিয়ে গোটা দেশ উত্তাল। তারই মাঝে অনির্দিষ্টকালের জন্য...

Patiram | তৃণমূল কার্যালয়ে নাবালককে বিয়ে দেওয়ার চেষ্টা! শোরগোল এলাকায়

0
পতিরাম: প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ায় বোল্লা তৃণমূল পার্টি অফিসে সালিশি সভায় ডেকে নাবালককে(Minor) বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল সংখ্যালঘু সেলের জেলার নেতার বিরুদ্ধে।...

Grasmore tea garden | বকেয়া মজুরির দাবিতে এককাট্টা তৃণমূল-বিজেপি, গ্রাসমোড় চা বাগানে বিক্ষোভ শ্রমিকদের...

0
নাগরাকাটাঃ বকেয়া মজুরির দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রাসমোড় চা বাগানের শ্রমিকরা। শুক্রবার সকালে বাগানের অফিসের সামনে জমায়েত হয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলেরই...

Most Popular