Monday, July 8, 2024
HomeTop NewsNarendra Modi Meditation | মোদির ধ্যান ভঙ্গ করতে কমিশনে বাম-কংগ্রেস, টিভিতে সম্প্রচার...

Narendra Modi Meditation | মোদির ধ্যান ভঙ্গ করতে কমিশনে বাম-কংগ্রেস, টিভিতে সম্প্রচার বন্ধের আর্জি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যাকুমারীর (Kanniyakumari) বিবেকানন্দ রকে (Vivekananda Rock Memorial) ধ্যানে (Meditation) বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । কিন্তু মোদির ধ্যানমগ্ন হওয়ার ছবি টিভিতে সম্প্রচার বন্ধের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়েছে সিপিএম (CPM) এবং কংগ্রেস (Congress)। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক দানা বেঁধেছে।

বুধবার তামিলনাডু সিপিএমের রাজ্য সম্পাদক কে বালকৃষ্ণণ দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে একটি চিঠি দেন। সেই চিঠিতে তিনি লেখেন, মোদি ব্যক্তিগতভাবে কোথাও ধ্যানে বসতেই পারেন। কিন্তু প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়া বিভিন্ন প্রচারমাধ্যমে সরাসরি সম্প্রচারিত করা হলে দেশে সপ্তম দফা ভোটের আগে তা নির্দিষ্ট একটি দলকে বিশেষ সুবিধা পাইয়ে দেবে। কমিশনের আদর্শ আচরণবিধি যাতে ভঙ্গ না হয়, সেই কারণে এই সম্প্রচার বন্ধ রাখার আর্জি জানিয়েছেন সিপিএম নেতা।

একই আর্জি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেসও। বুধবার কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা, অভিষেক মনু সিঙ্ঘভি এবং সৈয়দ নাসির হুসেন কমিশনের দপ্তরে যান। তিন সদস্যের প্রতিনিধি দলটির তরফে কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। কংগ্রেসেরও বক্তব্য, মোদির ধ্যানে বসার ছবি সরাসরি সম্প্রচারিত হলে দেশে শেষ দফার ভোটের আগে কমিশনের আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হবে। গতকাল এই নিয়ে মোদিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর এই ধ্যানের ব্যাপারটা পুরোটাই দেখনদারি। ‘ধ্যান করলে কেউ ক্যামেরা নিয়ে করে?’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Balurghat | নতুন করে সেজে উঠেছে সল্টলেকের বালুরঘাট ভবন, খুশির হাওয়া শহরে

0
বালুরঘাট: নতুন রূপে সামনে এলো কলকাতার সল্টলেকের বালুরঘাট ভবন। যেখানে থাকছে একাধিক উন্নত মানের পরিষেবা। সঙ্গে খাওয়া দাওয়ার বিষয় নিয়েও আর ভাবতে হবে না...

Ishan Kishan | ‘পরিবারের লোক ছাড়া সবাই ভুল বুঝেছে’, আক্ষেপ ঈশানের

0
মুম্বই: টি২০ বিশ্বকাপ দলে জায়গা হয়নি। সিনিয়ারদের বিশ্রাম দিয়ে দ্বিতীয়সারির জিম্বাবোয়েগামী দলেও তাঁর নাম বিবেচনা করেননি নির্বাচকরা। বাদ পড়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক...

0
বৃষ্টিতে সংকটে উত্তরের বন্যপ্রাণও শুভজিৎ দত্ত, নাগরাকাটা, ৭ জুলাই : কোথাও উত্তাল নদী পার হতে না পেরে দিগভ্রান্ত হয়ে পড়ছে হাতির পাল। আবার নদীর পাঁকে...

NBMCH | সুপারস্পেশালিটি ব্লকের অন্তর্বিভাগ চালুর আগেই বিপত্তি, মেডিকেলে ভেঙে পড়ল ফলস সিলিং

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের (NBMCH) সুপারস্পেশালিটি ব্লকে এখনও অন্তর্বিভাগ চালু করতে পারেনি কর্তৃপক্ষ। গত মাসে রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক...

Euro Cup 2024 | ইউরোর সেমিফাইনালে ইংল্যান্ডকে চিন্তায় রাখল নেদারল্যান্ডসের পারফরমেন্স

0
সুস্মিতা গঙ্গোপাধ্যায়, কলকাতাঃ রোনাল্ড কোয়েম্যানের দল যেভাবে মাত্র ২০ মিনিট বাকি থাকতে খাদের কিনারে থাকা অবস্থা থেকে ম্যাচ বার করে নিল, সেটাকে গ্যারেথ সাউথগেটের...

Most Popular