Monday, May 6, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গসেলিমাবাদ গ্রামের রথে স্থান পান না জগন্নাথ-বলরাম-সুভদ্রা, জানুন কেন এই নিয়ম

সেলিমাবাদ গ্রামের রথে স্থান পান না জগন্নাথ-বলরাম-সুভদ্রা, জানুন কেন এই নিয়ম

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: সম্রাট সেলিম খানের দুর্গ স্থান হিসাবেই পরিচিত সেলিমাবাদ গ্রাম। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের এই গ্রামের রথে ব্রাত্য থাকেন প্রভু জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাদেবী। রথের পর দিন এখানকার ভক্তদের টানা রথে চড়ে গ্রামে ঘোরেন রাধাকৃষ্ণ ও গোপাল। ব্যতিক্রমী হলেও, এই মাহাত্মকেই আঁকড়ে থাকতে চান সেলিমাবাদ গ্রামের বাসিন্দারা। হিন্দু দেবদেবীর কোনও পুজোই পঞ্জিকা উল্লিখিত দিনে হয় না সেলিমাবাদ গ্রামে। সবই হয় পঞ্জিকায় উল্লেখ থাকা দিনের পর দিন। সেই রীতি মেনেই মঙ্গলবারের পরিবর্তে বুধবার সেলিমাবাদ গ্রামে গোঁসাই মতে হবে রথযাত্রার পুজো পাঠ। তাও আবার প্রভু জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাদেবীর পুজো পাঠ নয়। ওই দিন পুজিত হবেন শুধুমাত্র রাধাকৃষ্ণ ও গোপাল।

সেলিমাবাদ গ্রামটি পূর্ব বর্ধমানের জামালপুর-১ পঞ্চায়েত এলাকার একটি প্রাচীন জনপদ। কথিত আছে, এককালে সম্রাট সেলিম খান এই গ্রামে আস্তানা গেড়েছিলেন। সেই থেকে গ্রামটি সেলিমাবাদ নামে পরিচিতি পায়। হিন্দু ও মুসলিম সহ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ এই গ্রামে বসবাস করেন। গ্রামের মাঝামাঝি একটি জায়গায় রয়েছে ’বাল গোপাল জীউ’ এর প্রাচীন মন্দির। সেই মন্দিরেই রথযাত্রা সহ হিন্দুদের অন্য সকল আরাধ্য দেবদেবীর পুজোপাঠ হয়। সম্রাট সেলিম খান বহুকাল পূর্বে আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিলেন। দামোদরের বাঁধ ধরে যাওয়ার সময়ে পথে তাঁদের গ্রামের ’বাল গোপাল জীউর’ মন্দির সংলগ্ন জায়গায় তাঁবু খাটিয়ে তিনি আশ্রয় নেন। পরে পাকাপাকি ভাবে তিনি সেখানেই তাঁর ’আস্তানা’ গড়ে তোলেন। সেলিম খানের নাম অনুসারে পরবর্তী কালে গ্রামটি ’সেলিমাবাদ’ গ্রাম নামে পরিচিত হয়ে ওঠে।

গ্রামের প্রবীণ বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শক্তিপদ সাঁতরা জানান, ’১৯১৮ সালের পরবর্তী কোনও এক সময়ে সেলিমাবাদ গ্রামে এসে সস্ত্রীক বসবাস শুরু করেন দ্বীজবরদাস বৈরাগ্য। বৈষ্ণব সাধক দ্বীজবরদাস বৈরাগ্য এই গ্রামে নিজের বাড়ির সামনেই মন্দির গড়ে তোলেন। সেই মন্দিরেই তিনি রাধাকৃষ্ণ ও গোপাল ঠাকুরের বিগ্রহের পুজোপাঠ শুরু করেন। তিথি অনুয়ায়ী গোটা দেশ জুড়ে হওয়া রথ উৎসবের পরের দিন সেলিমাবাদ গ্রামের রথযাত্রা উৎসবের সূচনা দ্বীজবরদাস বৈরাগ্যই করেছিলেন’। সেই প্রথা মেনে আজও রথের পর দিন রথের পুজোপাঠ সম্পন্ন করে আসছেন সেলিমাবাদের ’বাল গোপাল জীউ, সেবা সমিতি। পুরীর রথে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাদেবীর বিগ্রহের পুজোপাঠ হয়। কিন্তু তাঁদের গ্রামে রথের পরদিন বাল গোপাল জীউ’ মন্দিরে রাধাকৃষ্ণের প্রস্তর মূর্তি এবং অষ্টধাতুর গোপাল মূর্তির পুজো হয়। তারপর ভক্তদের প্রসাদ ও ভোগ বিতরণ শেষে বিকালে কাঠের তৈরি প্রায় ৩০ ফুট উচ্চতার রথে রাধাকৃষ্ণ মূর্তি ও গোপাল মূর্তি চাপিয়ে গ্রামের রাস্তা ধরে নিয়ে যাওয়া হয় দামোদরের ধারের মাসির বাড়িতে। শতাধিক বছর ধরে এভাবেই ব্যতিক্রমী রথযাত্রা উৎসব পালন করে আসছেন সেলিমাবাদ গ্রামের বাসিন্দারা।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bernard Hill | প্রয়াত ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা বার্নার্ড হিল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত জনপ্রিয় হলিউড অভিনেতা বার্নার্ড হিল (Bernard Hill)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ‘টাইটানিক’ ও ‘দ্য লর্ড অফ দ্য...

Cooch Behar | গ্রিনহাউসে অসময়ের চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

0
রাকেশ শা ও দেবাশিস দত্ত, ঘোকসাডাঙ্গা ও পারডুবি: প্রথাগত প্রক্রিয়ার বাইরে চাষাবাদে নয়া প্রযুক্তির ব্যবহারে লাভের মুখ দেখছেন কৃষকরা। তাঁদের দেখাদেখি এখন অনেকেই নয়া...

Closed NH-10 | ৭২ ঘণ্টার জন্য বন্ধ হল কালিম্পং-সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক, ভোগান্তি...

0
শিলিগুড়িঃ সোমবার সকাল থেকে ফের বন্ধ কালিম্পং-সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক। গত বছরের প্রাকৃতিক বিপর্যয়ে পুরোপুরি নষ্ট হয়েছিল জাতীয় সড়ক। পুনরায় মাটি, বালি, পাথর...

Huge Cash Recovery | ভোটের মধ্যে ইডি’র হানা, মন্ত্রীর আপ্তসহায়কের পরিচারকের বাড়িতে বিপুল টাকা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মধ্যে ঝাড়খণ্ডে ইডি’র হানায় ফের বিপুল টাকা উদ্ধার (Huge Cash Recovery) হল। সোমবার সকালে...

Bomb blast | ভোটের আগেই বিস্ফোরণ পাণ্ডুয়ায়! বোমা ফেটে মৃত্যু কিশোরের, জখম ২

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অভিষেকের সভার আগেই হুগলির পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় গুরুতর জখম আরও দুই কিশোর। আহতদের একজনের...

Most Popular