Saturday, June 29, 2024
HomeExclusiveTribeni | তিস্তার গ্রাসে ত্রিবেণির পর্যটন সম্ভাবনা

Tribeni | তিস্তার গ্রাসে ত্রিবেণির পর্যটন সম্ভাবনা

শমিদীপ দত্ত, ত্রিবেণি: ভাঙাচোরা রাস্তা। তার ওপর বসানো বোর্ডের অবস্থাও খুব একটা ভালো নয়। সেখানে লেখা, ‘ওয়েলকাম টু ত্রিবেণি’। বোর্ড স্বাগত জানালেও বাস্তবে অভ্যর্থনা জানানোর কেউ নেই। জমে রয়েছে পুরু পলির স্তর। একসময় তিস্তার ধারবরাবর যে রাস্তা ছিল, এখন তার অস্তিত্ব জানান দেয় ধ্বংসাবশেষ। সেসবের ছবি তুলতেই এগিয়ে এলেন স্থানীয় এক গাড়িচালক। বহুদূর বিস্তৃত পলির স্তর দেখিয়ে বললেন, ‘এটাই ছিল ত্রিবেণি (Tribeni) যাওয়ার রাস্তা। সবকিছু গ্রাস করেছে তিস্তা।’ তাহলে ত্রিবেণির বাসিন্দাদের কী হল? মলয় গুরুং নামে ওই ব্যক্তি বললেন, ‘সবাই চলে গিয়েছেন পেশকে।’ ত্রিবেণির বাড়িগুলোর কী অবস্থা, সে সম্পর্কে কারও কোনও ধারণা নেই। যতটুকু রাস্তা অক্ষত ছিল, সেটাও এবার তিস্তার (Teesta) স্রোতে ভেসে চলে গিয়েছে।

একসময় এই ত্রিবেণিকে নিয়ে পর্যটনের স্বপ্ন বুনেছিলেন অনেকে। উত্তরবঙ্গে একমাত্র এখানেই র‌্যাফটিংয়ের পাশাপাশি রাত কাটানোর বন্দোবস্ত ছিল। রাতে চাঁদের হালকা আলোয় তাঁবুর সামনে আগুন জ্বালিয়ে কেউ গিটার হাতে গান ধরতেন, কেউ বলতেন জীবনের নানা অভিজ্ঞতার গল্প। সেসবের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল। বাংলা তো বটেই, দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসতেন। গতবছরের অক্টোবরে অবশ্য সেই জায়গা নিশ্চিহ্ন হয়ে যায়।

সেই ধাক্কা কাটিয়ে র‌্যাফটিং শুরু হলেও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এতদিন। রবিবার ত্রিবেণি পুলের কাছে র‌্যাফটিংয়ের বোর্ড গাড়ির মাথায় রেখে দাঁড়িয়ে ছিলেন জনাকয়েক গাড়িচালক। তাঁদের একজন অশোক দেবান বললেন, ‘ত্রিবেণিতে পর্যটক আসছেন কোথায়? তিস্তার ভয়ংকর রূপে একাধিক জায়গায় ধস নেমেছে। র‌্যাফটিং কতদিন চালানো যাবে, জানা নেই।’

একসময় ত্রিবেণিতেই থাকতেন নিমা ভুটিয়া। পেশায় গাড়িচালক নিমা ত্রিবেণি পুলের পাশ দিয়ে যাওয়া ভাঙা ওই রাস্তা দিয়ে একসময় রোজ যাতায়াত করতেন। এদিন কথা বলার সময় বারবার তিনি ফিরে যাচ্ছিলেন অক্টোবরের সেই রাতের প্রসঙ্গে। বলছিলেন, ‘সেদিন আমরা কোনওরকমে বেরিয়ে এসেছিলাম। পরিচিতদের মধ্যে কারও মৃত্যু না হলেও ঘর ছাড়তে হয়েছিল। এখনও ঘরছাড়া। পেশকে একটি বাড়িভাড়া নিয়ে বসবাস করছি। নিজের বাড়ি আদৌ কখনও দেখতে পাব কি না, জানি না।’ ‘আসলে ত্রিবেণিকে ঘিরে দেখা স্বপ্নের অপমৃত্যু ঘটেছে’, ভারী গলায় বললেন বিপিন রাই। র‌্যাফটিংয়ের সঙ্গে জড়িত বিপিনের কথায়, ‘পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক পরিকল্পনা করা হচ্ছিল। এখন আমরা দিশেহারা। ত্রিবেণি নামটাই এখন শুধু রয়ে গিয়েছে, ভগ্নদশা ওই বোর্ডে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

UGC-NET | স্থগিত হওয়া ইউজিসি-নেটের দিনক্ষণ জানালো এনটিএ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্থগিত হওয়া ইউজিসি-নেট (UGC-NET) এবং সিএসআইআর ইউজিসি নেটের দিনক্ষণ ঘোষণা করল এনটিএ (NTA)। সিএসআইআর ইউজিসি নেট হবে ২৫-২৭ জুলাই। ইউজিসি-নেটের...

Balurghat | তৎপর প্রশাসন, ফুটপাথ দখলমুক্ত করতে পুরসভার অভিযান বালুরঘাটে

0
বালুরঘাট: ফুটপাথ দখলমুক্ত করতে এবার ময়দানে নামল বালুরঘাট পুরসভা (Balurghat Municipality)। শুক্রবার রাতে পুরসভা ও পুলিশ প্রশাসনের তরফে ফুটপাথ দখলমুক্ত করতে পুরসভার সামনে বিশেষ...

NH-10 | ধসে ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, তিস্তার জল ঢুকছে লালটংবস্তিতে

0
শিলিগুড়ি: বৃষ্টি এবং ধসে ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)। শুক্রবার গভীর রাতে লিকুভিরে ধস নামে। মাটি-পাথর গড়িয়ে পড়ে রাস্তায়। ফলে...

CV Ananda Bose | কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগের ভাবনা রাজ্যপালের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুই তৃণমূল বিধায়কের শপথগ্রহন নিয়ে বিতর্ক তুঙ্গে নবান্ন-রাজভবনের। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে...

Abhishek Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে থাকবেন তো অভিষেক? সুব্রত বক্সীর চিঠি ঘিরে জল্পনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে উপস্থিত থাকবেন? শুক্রবার শুক্রবার রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সাম্প্রতিক একটি চিঠি ঘিরে নতুন...

Most Popular