Thursday, July 4, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরHemtabad | দোকানে ঢুকে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ টোটোচালকের বিরুদ্ধে, উত্তেজনা হেমতাবাদে

Hemtabad | দোকানে ঢুকে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ টোটোচালকের বিরুদ্ধে, উত্তেজনা হেমতাবাদে

হেমতাবাদঃ দোকানে ঢুকে এক তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে উত্তেজনা ছড়ালো হেমতাবাদের ঠাকুরবাড়ি মোর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ঘটনার খবর যায় হেমতাবাদ থানায়। হেমতাবাদ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন।

জানা গিয়েছে, হেমতাবাদের ঠাকুরবাড়ি মোর এলাকায় ওই তরুণীর টোটোর ব্যাটারির শোরুম রয়েছে। সেখানেই ব্যাটারি রিপ্লেস করার জন্য দোকানে আসে এক টোটোচালক ব্রিজেশ্বর বর্মন। দোকানের মালকিন  টোটো চালককে ব্যাটারিতে জল দেওয়ার পরামর্শ দেন। তাহলেই ব্যাটারি ঠিক হয়ে যাবে। কিন্তু ব্যাটারিটি বদলে দেওয়ার জন্য টোটোচালক চাপ সৃষ্টি করেন। আর তাতেই দুপক্ষের বচসা বেধে যায়। বচসা চলাকালীন ব্রিজেশ্বর তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। অভিযুক্ত টোটো চালক ব্রিজেশ্বর বর্মনের বাড়ি হেমতাবাদ থানার বাংলাদেশ সীমান্তবর্তী চৈনগর গ্রাম পঞ্চায়েতের বামরা গ্রামে।

এই প্রসঙ্গে দোকানের মালকিন ওই তরুণী বলেন, “এক টোটো চালক ব্যাটারি রিপ্লেসের জন্য দোকানে এসেছিল। ব্যাটারিতে জল না থাকার কারনে আমি ব্যাটারিতে জল দেওয়ার কথা বলেছিলাম। তা না হলে ব্যাটারিটি ফেটে যেতে পারে। যাত্রীদেরও ক্ষতি হতে পারে। এছাড়া ক্ষতিগ্রস্ত হতে পারে টোটোটি। এই কথাটি বলাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই টোটোচালক। এরপর সদলবলে আমার ওপরে চড়াও হয়। আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় ও শ্লীলতাহানি করে।” এই ঘটনা হেমতাবাদ থানার পুলিশকে বললে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। রবিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Chinese ferret-badger | ধূপগুড়িতে চাইনিজ ফেরেট-ব্যাজার উদ্ধার

0
নাগরাকাটা: চাইনিজ ফেরেট-ব্যাজার (Chinese ferret-badger) উদ্ধার হল ধূপগুড়ির (Dhupguri) শালবাড়ি এলাকা থেকে। বৃহস্পতিবার চাইনিজ ফেরেট-ব্যাজারের একজোড়া শাবককে উদ্ধার করেন বন দপ্তরের বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি...

Mid day meal | মিড ডে মিলে দুর্নীতি করতে চাপ, অভিযোগ করে আতঙ্কে ঘরছাড়া...

0
হরিশ্চন্দ্রপুর : মিড ডে মিলে (Mid day meal) দুর্নীতি করার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। আর তাতে মদত দিচ্ছেন স্কুল পরিদর্শক (School Inspector)। এমনকি...

Smriti Biswas | স্মৃতির অতলে চলে গেলেন শতায়ু অভিনেত্রী স্মৃতি বিশ্বাস 

0
তপন বকসি, মুম্বই: প্রয়াত প্রবীণ অভিনেত্রী স্মৃতি বিশ্বাস (Smriti Biswas)। একসময় মুম্বইয়ে (Mumbai) রাজপাট চালানো এই অভিনেত্রী ৩ জুলাই মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকে শেষ নিঃশ্বাস...

Hina Khan | কেটে ফেললেন নিজের সাধের চুল, ক্যানসার আক্রান্ত মহিলাদের কী বার্তা দিলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জীবনের গল্প সিনেমাকেও হার মানায়। যে কোনও সময় বিপর্যয় ঘটতে পারে। স্তন ক্যানসারে (Breast cancer) আক্রান্ত অভিনেত্রী হিনা খান (Hina...

Manik Bhattacharya | ‘২০২৬ সালেই মরে যাব’, আদালতে জামিনের আর্জি জানিয়ে চোখে জল মানিকের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আদালতে জামিনের আর্জি জানিয়ে চোখে জল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। এদিন তিনি আদালতে মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেন।...

Most Popular