Sunday, July 7, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গKanchankanya Express | খোলা রেলগেট! তীব্র বেগে ধেয়ে আসছে কাঞ্চনকন্যা, ইমার্জেন্সি ব্রেক...

Kanchankanya Express | খোলা রেলগেট! তীব্র বেগে ধেয়ে আসছে কাঞ্চনকন্যা, ইমার্জেন্সি ব্রেক কষে দুর্ঘটনা এড়ালেন চালক

মালবাজারঃ হতেই পারতো আরও একটা বড় রেল দুর্ঘটনা। চলে যেতেই পারত বেশ কয়েকটি প্রাণ। কিন্তু শেষ পর্যন্ত এমন কোনও পরিস্থিতিই তৈরি হয়নি। ট্রেন চালক তথা ট্রেনের অন্যান্য কর্মীদের তৎপরতায় বরাত জোর প্রাণে বেঁচে গেলেন বেশ কয়েকজন পথচারী। ঘটনাটি ঘটেছে চালসা-মালবাজার স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে।

জানাগেছে শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস চালসার দিক থেকে প্রচন্ড গতিতে মালবাজারের দিকে ছুটছিল। এই পথে চা বাগানের ভেতর দিয়ে বেশ কয়েকটি রেলগেট রয়েছে। এমনই একটি রেলপথ শোনগাছি চা বাগান এলাকায়। দ্রুত গতিতে ছুটে আসার ট্রেন থেকে হঠাৎ চালক দেখতে পান রেল গেট নামানো নেই। অথচ সিগন্যালে সবুজ বাতি অর্থাৎ থ্রু পাস। রেল গেটের গার্ড পতাকা হাতে দাঁড়িয়ে না থাকায় চালকের সন্দেহ আরও বেড়ে যায়। ইমার্জেন্সি ব্রেক কষে গাড়ি থামিয়ে দেন চালক। কিন্তু ততক্ষণে ট্রেনটি প্রায় রেলগেট ছুঁয়ে গেছে।

রেলগেট খোলা থাকায় সেই সময় প্রচুর বাইক, সাইকেল এবং ছোট গাড়ি পারাপার করছিল সেই লাইনের ওপর দিয়ে। হঠাৎ ট্রেনের হর্ণ এবং ব্রেকের শব্দে দুই পাশে দাঁড়িয়ে পড়েন পথচারীরা। ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী আজমত আনসারী জানাচ্ছেন, ‘ট্রেন টানা হর্ন না দিলে আমরা রেললাইনে উঠেই পড়তাম।’

এদিন ট্রেন থামিয়ে নেমে আসেন চালক এবং অন্যান্য কর্মীরা। রেলের ম্যানুয়ালে বলা আছে এমন পরিস্থিতিতে খোঁজ নিতে হবে গেটম্যানের। অনেক সময় অসুস্থতা বা অন্য কোনও গুরুতর কারণে গেটম্যান সিগন্যাল না দিলে এভাবেই সেই রেলকর্মীর খোঁজ নেন ট্রেনের চালক ও গার্ড। কিন্তু গেটম্যানের ঘরে ঢুকতেই অবাক সবাই। বহাল তবিয়তেই রয়েছেন তিনি। তড়িঘড়ি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে থাকেন এই রেলকর্মী। কিন্তু ততক্ষণে খবর পৌঁছে গেছে স্টেশন পর্যন্ত।

সূত্রের খবর অভিযুক্ত রেলকর্মী জানিয়েছেন অন্যমনস্কতার জন্যই এই ভুলটি হয়েছে তাঁর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রেল দপ্তর। তবে দপ্তরের তরফে মুখ খুলতে রাজি হননি কেউ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Assam flood | ‘দাও না আমার ছেলেটাকে খুঁজে’, নর্দমায় ভেসে যাওয়া সন্তানকে ফিরে পেতে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রবল বৃষ্টির মধ্যে আট বছরের ছেলেকে নিয়ে স্কুটারে বাড়ি ফিরছিলেন বাবা। আচমকাই স্কুটারের সিট থেকে স্লিপ করে নর্দমায় পড়ে যায়...

Darjeeling | অনির্দিষ্টকালের জন্য বন্ধ দার্জিলিংগামী ১১০ নম্বর জাতীয় সড়ক, চলবে না টয়ট্রেনও

0
শিলিগুড়ি: অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল শিলিগুড়ি (Siliguri) থেকে দার্জিলিংগামী (Darjeeling) ১১০ নম্বর জাতীয় সড়ক (NH 110 Closed)। রবিবার পূর্ত দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার...

Harishchandrapur | ৩০ ফুটের পিতলের রথে চেপে হরিশ্চন্দ্রপুর পরিক্রমায় জগন্নাথ-বলরাম-সুভদ্রা

0
হরিশ্চন্দ্রপুর: ৩০ ফুটের পিতলের রথ চেপে হরিশ্চন্দ্রপুরে শহর পরিক্রমায় বেরলেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা। জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে শুরু হয়েছিল রথ উৎসবের প্রস্তুতি। রবিবার...

Mahua Moitra | মহিলা কমিশনের চেয়ারপার্সনের সম্পর্কে অবমাননাকর মন্তব্য! মহুয়ার বিরুদ্ধে মামলা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) চেয়ারপার্সন রেখা শর্মার সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রবিবার তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা দায়ের...

Sukanta Majumder | ‘ওডিশার মতো বাংলাকেও রক্ষা করুন’, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা সুকান্তর

0
বালুরঘাট: ‘প্রভু জগন্নাথ ওডিশাকে যেভাবে রক্ষা করেছেন বাংলাকেও সেইভাবেই রক্ষা করুন।’ বালুরঘাটের(Balurghat) বোয়ালদারে জেলার অন্যতম বড় রথযাত্রায় অংশ নিয়ে এমনটাই জানালেন, বিজেপির রাজ্য সভাপতি...

Most Popular