Top News

ইন্ডিয়া জোটের বৈঠকে ১৩ সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠিত, সিপিআই থাকলেও নেই সিপিএম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটের বৈঠক থেকে ঘোষিত হল ১৩ সদস্যের কোঅর্ডিনেশন কমিটি। তাৎপর্যপূর্ন ভাবে কমিটিতে সব বড় বিরোধী দলের প্রতিনিধিরা বৈঠকে থাকলেও নেই সিপিএমের কোনও প্রতিনিধি।শুক্রবার দুপুরে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় হোটেল গ্র্যান্ড হায়াতে বিজেপি বিরোধী ২৮টি দলের শীর্ষ নেতা-নেত্রীরা দ্বিতীয় দিনের বৈঠকে বসেন। ‘ইন্ডিয়া’ জোটের প্রভাব সারাদেশে তৈরি করতে নেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে মিছিলের কর্মসূচি। স্থির হয়েছে প্রচারের থিমও। কিন্তু জোটের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ‘আসন বণ্টন’।

এদিন বৈঠকে ঠিক হয় সমঝোতার মাধ্যমেই আসন বণ্টন করবে জোট। এছাড়াও এদিনের বৈঠকে ঘোষিত হয় কো অর্ডিনেশন কমিটির সদস্যদের নাম। ওই কমিটিতে নাম জায়গা করে নিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোট ১৩ জন সদস্য রয়েছে কমিটিতে। সমন্বয় কমিটির অন্য নামগুলি হল শরদ পাওয়ার (এনসিপি), কেসি বেণুগোপাল (কংগ্রেস), এমকে স্ট্যালিন (ডিএমকে), তেজস্বী যাদব (আরজেডি), হেমন্ত সোরেন (জেএমএম), মেহবুবা মুফতি (পিডিপি), ওমর আবদুল্লা (ন্যাশনাল কনফারেন্স), সঞ্জয় রাউত (শিবসেনা-উদ্ধব), লালন সিংহ (জেডিইউ), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), ডি রাজা (সিপিআই) এবং রাঘব চড্ডা (আপ)। তবে তাৎপর্যপূর্ণ ভাবে কমিটিতে নেই সিপিএমের কোনও নেতা। তবে সিপিএমের কোনও নেতা কমিটিতে না থাকায় রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে।

উল্লেখ্য, পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের আহ্বানে গত ২৩ জুন ১৭টি বিরোধী দলের সদস্যদের নিয়ে প্রথম বৈঠক হয় অনুষ্ঠিত হয়। বেঙ্গালুরুতে ২৬টি দলের শীর্ষনেতৃত্বের উপস্থিতিতে গত ১৭-১৮ জুলাই আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এদিন তৃতীয় বৈঠকে আনুষ্ঠানিকভাবে জোটের স্লোগানও ঠিক করা হয়েছে, ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’। কাকতালীয়ভাবে যা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার স্লোগান।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Health Care Centre | উদ্বোধনের পাঁচ মাস পরেও অচল স্বাস্থ্যকেন্দ্র

কার্তিক দাস, খড়িবাড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন অধিকারীর বারাসতভিটার সুস্বাস্থ্যকেন্দ্র…

13 mins ago

Gojoldoba | তিস্তার পলিতে বাদাম উৎপাদনে ভাটা, দুর্দশায় গজলডোবা

সানি সরকার, গজলডোবা: প্রাক বর্ষায় চারদিক সবুজময়। কিন্তু মাটির নীচের ‘চেনা সোনা’ উধাও। গত কয়েকমাসের…

29 mins ago

Elephant Attack | হাতির হানায় ভাঙল দোকান ঘর, ক্ষতিগ্রস্ত ফসল

ফালাকাটা: হাতির হামলায়(Elephant Attack) ব্যাপক ক্ষয়ক্ষতি হল ফালাকাটার(Falakata) বংশীধরপুর, রাইচেঙ্গা ও কালীপুর গ্রামে। শনিবার রাতে…

1 hour ago

Balurghat | শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নীলগাই! তল্লাশি বন দপ্তরের

বালুরঘাট: বর্তমানে নীলগাই বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। অনেকে এই নীলগাই দেখে বাছুর ও হরিণের মিশ্রণ…

1 hour ago

নতুন মডেল

  দেবাশিস দাশগুপ্ত গত ৭ মে নিজের মুর্শিদাবাদ কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভূত তাড়িয়েছেন।…

2 hours ago

‘স্পটার’ প্রণবের নির্বাচিতের অগ্নিপরীক্ষা

  সুমন ভট্টাচার্য সুকান্ত মজুমদার যদি রাজ্য বিজেপির সভাপতি হন, তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী…

2 hours ago

This website uses cookies.