Friday, September 22, 2023
HomeTop Newsইন্ডিয়া জোটের বৈঠকে ১৩ সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠিত, সিপিআই থাকলেও নেই সিপিএম

ইন্ডিয়া জোটের বৈঠকে ১৩ সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠিত, সিপিআই থাকলেও নেই সিপিএম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটের বৈঠক থেকে ঘোষিত হল ১৩ সদস্যের কোঅর্ডিনেশন কমিটি। তাৎপর্যপূর্ন ভাবে কমিটিতে সব বড় বিরোধী দলের প্রতিনিধিরা বৈঠকে থাকলেও নেই সিপিএমের কোনও প্রতিনিধি।শুক্রবার দুপুরে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় হোটেল গ্র্যান্ড হায়াতে বিজেপি বিরোধী ২৮টি দলের শীর্ষ নেতা-নেত্রীরা দ্বিতীয় দিনের বৈঠকে বসেন। ‘ইন্ডিয়া’ জোটের প্রভাব সারাদেশে তৈরি করতে নেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে মিছিলের কর্মসূচি। স্থির হয়েছে প্রচারের থিমও। কিন্তু জোটের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ‘আসন বণ্টন’।

এদিন বৈঠকে ঠিক হয় সমঝোতার মাধ্যমেই আসন বণ্টন করবে জোট। এছাড়াও এদিনের বৈঠকে ঘোষিত হয় কো অর্ডিনেশন কমিটির সদস্যদের নাম। ওই কমিটিতে নাম জায়গা করে নিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোট ১৩ জন সদস্য রয়েছে কমিটিতে। সমন্বয় কমিটির অন্য নামগুলি হল শরদ পাওয়ার (এনসিপি), কেসি বেণুগোপাল (কংগ্রেস), এমকে স্ট্যালিন (ডিএমকে), তেজস্বী যাদব (আরজেডি), হেমন্ত সোরেন (জেএমএম), মেহবুবা মুফতি (পিডিপি), ওমর আবদুল্লা (ন্যাশনাল কনফারেন্স), সঞ্জয় রাউত (শিবসেনা-উদ্ধব), লালন সিংহ (জেডিইউ), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), ডি রাজা (সিপিআই) এবং রাঘব চড্ডা (আপ)। তবে তাৎপর্যপূর্ণ ভাবে কমিটিতে নেই সিপিএমের কোনও নেতা। তবে সিপিএমের কোনও নেতা কমিটিতে না থাকায় রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে।

উল্লেখ্য, পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের আহ্বানে গত ২৩ জুন ১৭টি বিরোধী দলের সদস্যদের নিয়ে প্রথম বৈঠক হয় অনুষ্ঠিত হয়। বেঙ্গালুরুতে ২৬টি দলের শীর্ষনেতৃত্বের উপস্থিতিতে গত ১৭-১৮ জুলাই আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এদিন তৃতীয় বৈঠকে আনুষ্ঠানিকভাবে জোটের স্লোগানও ঠিক করা হয়েছে, ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’। কাকতালীয়ভাবে যা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার স্লোগান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments