Monday, May 6, 2024
HomeTop Newsইন্ডিয়া জোটের বৈঠকে ১৩ সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠিত, সিপিআই থাকলেও নেই সিপিএম

ইন্ডিয়া জোটের বৈঠকে ১৩ সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠিত, সিপিআই থাকলেও নেই সিপিএম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটের বৈঠক থেকে ঘোষিত হল ১৩ সদস্যের কোঅর্ডিনেশন কমিটি। তাৎপর্যপূর্ন ভাবে কমিটিতে সব বড় বিরোধী দলের প্রতিনিধিরা বৈঠকে থাকলেও নেই সিপিএমের কোনও প্রতিনিধি।শুক্রবার দুপুরে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় হোটেল গ্র্যান্ড হায়াতে বিজেপি বিরোধী ২৮টি দলের শীর্ষ নেতা-নেত্রীরা দ্বিতীয় দিনের বৈঠকে বসেন। ‘ইন্ডিয়া’ জোটের প্রভাব সারাদেশে তৈরি করতে নেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে মিছিলের কর্মসূচি। স্থির হয়েছে প্রচারের থিমও। কিন্তু জোটের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ‘আসন বণ্টন’।

এদিন বৈঠকে ঠিক হয় সমঝোতার মাধ্যমেই আসন বণ্টন করবে জোট। এছাড়াও এদিনের বৈঠকে ঘোষিত হয় কো অর্ডিনেশন কমিটির সদস্যদের নাম। ওই কমিটিতে নাম জায়গা করে নিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোট ১৩ জন সদস্য রয়েছে কমিটিতে। সমন্বয় কমিটির অন্য নামগুলি হল শরদ পাওয়ার (এনসিপি), কেসি বেণুগোপাল (কংগ্রেস), এমকে স্ট্যালিন (ডিএমকে), তেজস্বী যাদব (আরজেডি), হেমন্ত সোরেন (জেএমএম), মেহবুবা মুফতি (পিডিপি), ওমর আবদুল্লা (ন্যাশনাল কনফারেন্স), সঞ্জয় রাউত (শিবসেনা-উদ্ধব), লালন সিংহ (জেডিইউ), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), ডি রাজা (সিপিআই) এবং রাঘব চড্ডা (আপ)। তবে তাৎপর্যপূর্ণ ভাবে কমিটিতে নেই সিপিএমের কোনও নেতা। তবে সিপিএমের কোনও নেতা কমিটিতে না থাকায় রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে।

উল্লেখ্য, পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের আহ্বানে গত ২৩ জুন ১৭টি বিরোধী দলের সদস্যদের নিয়ে প্রথম বৈঠক হয় অনুষ্ঠিত হয়। বেঙ্গালুরুতে ২৬টি দলের শীর্ষনেতৃত্বের উপস্থিতিতে গত ১৭-১৮ জুলাই আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এদিন তৃতীয় বৈঠকে আনুষ্ঠানিকভাবে জোটের স্লোগানও ঠিক করা হয়েছে, ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’। কাকতালীয়ভাবে যা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার স্লোগান।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

CISCE Result 2024 | আইএসসিতে দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম দেবপমা

0
শিলিগুড়ি: সিআইএসসিই(CISCE Result 2024) পরিচালিত দ্বাদশ শ্রেণির আইএসসি(ISC) পরীক্ষায় দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম মাটিগাড়া সেন্ট জোসেফের ছাত্রী দেবপমা ভট্টাচার্য। আর্টস নিয়ে পড়াশোনা করে দ্বাদশের...

AAP | খলিস্তানিদের টাকায় পুষ্ট আপ! কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের নির্দেশ দিল্লির গভর্নরের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর থেকে টাকা নেওয়ার অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ন্যাশনাল ইনভেসটিগেটিং এজেন্সি-কে (NIA)...

Coochbehar | গরমে ছানার মড়কে দক্ষিণবঙ্গে চাহিদা ঊর্ধ্বমুখী, মুরগির মাংসের দামে আগুন

0
গৌরহরি দাস, কোচবিহার: কোচবিহারের বাজারে মুরগির মাংসের দামে (Poultry Chicken Price) আগুন। রবিবার কোচবিহারের (Coochbehar) বাজারগুলিতে পোলট্রির মাংস বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩০০ টাকা...

Alipurduar | ছোট্ট চায়ের দোকান চালান বাবা-মা, কৃতী সায়নের স্বপ্ন পূরণে বাধা অর্থ

0
রাজু সাহা, শামুকতলা: সায়নের বাবা-মা দুজনে মিলে ছোট্ট চায়ের দোকান চালান। যা আয় হয়, তা দিয়ে কোনওমতে সংসার চলে। অভাব নিত্যসঙ্গী। তবে দারিদ্র্যই হোক...

Financial Fraud | তছরুপের অভিযোগ থেকে বেকসুর খালাস মোহিত, তবুও কং-তৃণমূল তর্জা রায়গঞ্জে

0
রায়গঞ্জ: রায়গঞ্জ কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত আর্থিক তছরুপের অভিযোগ থেকে রেহাই পেলেও আদালতের বাইরে কংগ্রেস-তৃণমূলের তর্জা কিছুতেই থামছে না। গত ৩০ এপ্রিল রায়গঞ্জ...

Most Popular