Featured

ঘোড়ায় চড়তে গিয়েই অঘটন! প্রিয় শখই কেড়ে নিল মিস ইউনিভার্সের ফাইনালিস্টের জীবন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘোড়ায় চড়াই ছিল শখ, আর এই শখই কেড়ে নিল এক তরুণীর প্রাণ। মৃত তরুণীর নাম সিয়েনা ওয়য়ার। সিয়েনা ২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন। মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যু হল সিয়েনা ওয়য়ার। বেশ কয়েক সপ্তাহ ধরেই তিনি কোমাতে ছিলেন। তাঁর বাঁচার সম্ভাবনা একেবারেই ছিলনা বলে পরিবারের সিদ্ধান্তে লাইফ সাপোর্ট ব্যবস্থা খুলে নেওয়া হয়। সঙ্গে সঙ্গেই জীবন প্রদীপ নিভে যায় মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্টের। মডেল কন্যার মৃত্যুতে শোকাহত ফ্যাশন দুনিয়া।

অস্ট্রেলিয়ায় অত্যন্ত জনপ্রীয় ছিলেন মডেল কন্যা সিয়েনা। ২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই মডেল। শেষ পর্ব পর্যন্ত পৌঁছোন তিনি। শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যে স্থান করে নিয়েছিলেন তিনি। মিস ইউনিভার্সের ক্রাউন তাঁর মাথায় না উঠলেও মিস ইউনিভার্স প্রতিযোগিতা তাঁকে পৌঁছে দিয়েছিল পৃথিবীর কাছে।

পরবর্তীতে কেরিয়ারের জন্য তিনি ইংল্যান্ডে চলে যেতে চান। সেখানেই মডেল এবং অভিনেত্রী হিসাবে কাজ শুরু করতে চান তিনি। শুধু তাই নয়, তাঁর পরিবারের অনেকেই সেখানে থাকেন। এর পর থেকে তাঁদের সঙ্গেই থাকতে চান বলে জানিয়েছিলেন সিয়েনা। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হল না। খুব প্রিয় শখের কারণেই প্রাণ গেল সিয়েনার।

সিয়েনা শহরের মেয়ে হয়েও গ্রামের জীবন খুব পছন্দের ছিল। ভালোবাসতেন ঘোড়ায় চড়তে। কয়েক সপ্তাহ আগে সেই শখের সূত্রেই ঘোড়ায় চড়েছিলেন তিনি। তখনই ঘটে অঘটন। ঘোড়ার পিঠে চড়ে প্রচন্ড গতিতে ছুটতে গিয়ে ঘোড়া সহ উলটে পড়ে যান সিয়েনা। ঘোড়ার নীচে চাপা পড়েন তিনি। শারা শরীরে চোট পান। সঙ্গে সঙ্গেই কোমায় চলে যান তিনি। এর পরে ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট ব্যবস্থা দিয়ে রাখা হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না।

শেষ পর্যন্ত চিকিৎসকরা জানান, ফিরে আসার আর কোনও সম্ভাবনা নেই সিয়েনার। পরিবারের সদস্যরা তাই লাইফসাপোর্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের সূত্রেই জানানো হয়েছে জীবনাবসান হয়েছে অস্ট্রেলিয়ার মডেলের। তাঁর অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত অস্ট্রেলিয়ার মডেল জগৎ।

Sourav Roy

Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Recent Posts

সংকোশপারের সংকটে সীমান্তের বাঙালিরা

  ধ্রুব গুপ্ত হিমালয় থেকে নেমে আসা নীলবর্ণ সংকোশ নদী বাংলা আর অসমের সীমানার সঙ্গে…

54 seconds ago

Tea auction centre | জলপাইগুড়ি চা নিলামকেন্দ্রের ভবিষ্যৎ অথই জলে

জ্যোতি সরকার, জলপাইগুড়ি, ২৯ এপ্রিল : নর্থবেঙ্গল টি অকশন সেন্টার ওরফে জলপাইগুড়ি চা নিলামকেন্দ্রের ভবিষ্যৎ…

34 mins ago

Covishield | ‘কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, বিরল রোগ হতে পারে’, আদালতে স্বীকার করল অ্যাস্ট্রাজেনেকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি কোভিড ভ্যাকসিন কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এই…

1 hour ago

Darjeeling district hospital | প্রাইভেট প্র্যাকটিসে জোর একাংশের, দার্জিলিং জেলা হাসপাতালে তুঘলকি কাজকর্ম

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি, ২৯ এপ্রিল : দার্জিলিং জেলা হাসপাতালে কিছু চিকিৎসক মর্জিমাফিক ডিউটি করছেন, আবার…

2 hours ago

Jharkhand | গান্ডে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী

রাঁচি: গান্ডে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। তিনি…

3 hours ago

Raiganj | স্বামীর পরকীয়ার প্রতিবাদ করার পরই নিখোঁজ বধূ, খুনের আশঙ্কা পরিবারের

রায়গঞ্জ: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করার পর থেকেই নিখোঁজ স্ত্রী। রায়গঞ্জের মেরুয়াল এলাকার ঘটনা। নিখোঁজ মহিলার…

12 hours ago

This website uses cookies.