কলকাতা: রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়র। মৃতের নাম ভরত দাস। বয়স ৫৪ বছর। উত্তর ২৪ পরগনার শাসনের বাসিন্দা তিনি। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। পরিবার সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন ভরতবাবু। ডেঙ্গির একাধিক উপসর্গও ছিল তাঁর। রক্ত পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। ১২ নভেম্বর ওই প্রৌঢ়কে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ওই প্রৌঢ়র মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে রাজ্যে ডেঙ্গির দাপট চলছে। পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মশা নিধনে স্প্রে করা হচ্ছে।
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে মৃত্যু প্রৌঢ়র
RELATED ARTICLES