উত্তরবঙ্গ

Rose Day | ফিউশন গোলাপে প্রেমের বার্তা

পারমিতা রায়, শিলিগুড়ি: রোজ ডে(Rose Day) দিয়ে শুরু হয় ফেব্রুয়ারির মাসের ভ্যালেনটাইন সপ্তাহ(Valentine Week)। শহরজুড়ে লাল, হলুদ, সাদা গোলাপ তো রয়েছেই, সেইসঙ্গে এবার নজর কেড়েছে বাহারি ফিউশন গোলাপ।

কী এই ফিউশন গোলাপ? এক্ষেত্রে একই ফুলের পাপড়িতে একাধিক রং থাকে। অনেকটা যেন একই অঙ্গে বহু রূপ। একরঙা গোলাপের বদলে তাই একাধিক রংয়ের গোলাপ নজর কাড়ছে অনেকেরই। যেমন ধরা যাক তুষার বসুর কথা। এবছর বান্ধবীকে লাল গোলাপের পরিবর্তে সাদা ও গোলাপি, এই দুটি রংয়ের গোলাপ দেওয়ার ইচ্ছা ছিল তুষারের। বাজারে গিয়ে দেখলেন, ফিউশন রঙের গোলাপে সেজে উঠেছে ফুল বাজার। সেসবের মধ্য থেকে বেছে নিয়ে সাদা ও গোলাপি রঙের ফিউশন গোলাপ(Fusion Rose) কিনে নিলেন তুষার। তাঁর কথায়, ‘প্রতিবারই তো লাল গোলাপ দিয়ে থাকি। তবে এবার একটু আলাদা কিছু করব ভেবেছি। তাই লালের পরিবর্তে ফিউশন গোলাপের তোড়া দিচ্ছি।’ তুষারদের মতো ক্রেতাদের কথা ভেবেই লাল ছাড়াও দু’তিনটি রং মেশানো ফিউশন গোলাপ বেশি করে মজুত রাখছেন বিক্রেতারা।

ফিউশন গোলাপের পাশাপাশি এবছর রোজ ডে’র আগে বাজার ছেয়ে গিয়েছে বেঙ্গালুরুর ডাচ গোলাপে। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এবছর স্থানীয় গোলাপের পরিবর্তে ডাচ গোলাপের উপরেই বেশি ভরসা করছেন বিক্রেতারা। অনেকেই প্রিয়জনের জন্য মঙ্গলবারই নানা ধরনের গোলাপ কিনে নিয়ে যাচ্ছেন। রোজ ডে উপলক্ষ্যে গোলাপ বিক্রির ভালো সাড়া পাওয়ায় খুশি বিক্রেতারা।

হাসপাতাল মোড় সংলগ্ন এক ফুল বিক্রেতার বিজন দাস বলছিলেন, ‘এবছর আমি গত বছরের থেকে অনেক বেশি গোলাপ এনেছি। সময়ের সঙ্গে সঙ্গে দিনটি উদযাপনের প্রতি তরুণ-তরুণীদের আগ্রহ বাড়ছে। তাই আমরাও তাঁদের চাহিদামতো গোলাপ মজুত করছি।’

ক্যালেন্ডারের হিসেবে রোজ ডে বুধবার। তবে তার একদিন আগে থেকেই বাজারে গোলাপের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। শিলিগুড়ি(Siliguri) ফুল ব্যবসায়ী সমিতির সদস্য সৌমেন দাস বলেন, ‘লাল, সাদা, হলুদ, গোলাপি, এমনকি নীল রঙের গোলাপেও সেজে উঠেছে গোটা বাজার। যা বুঝতে পারছি, এবছর ব্যবসা ভালোই যাবে।’

সাধারণ দিনে দোকানে দুই হাজারের মতো গোলাপ রাখলেও রোজ ডে উপলক্ষ্যে পাঁচ থেকে আট হাজার গোলাপ রাখছেন বিক্রেতারা। ৩০ থেকে শুরু করে ৬০ টাকা দরে একেকটি গোলাপ বিক্রি হচ্ছে। ২০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ফুলের বোকেও রয়েছে। এদিন এসএফ রোডে ফুল কিনতে এসেছিলেন সুদীপ্তা সরকার। বলছিলেন, ‘প্রিয় মানুষটিকে বুধবার সারপ্রাইজ দেব বলে এদিনই ফুল কিনে নিয়েছি।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Lok Sabha Election 2024 | ভোটে উত্তপ্ত গড়বেতা, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, মাথা ফাটল সিআইএসএফ জওয়ানের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুরের গড়বেতা…

2 mins ago

Vietnam Apartment Fire | ভিয়েতনামের বহুতলে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৪ জনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Vietnam Apartment Fire)। ভিয়েতনামের (Vietnam) রাজধানী হ্যানয়ের (Hanoi)…

39 mins ago

Dead body recovered | পাটখেত থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ

বালুরঘাটঃ পাটখেত থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা দেহ। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি…

45 mins ago

Theft Case in Siliguri | নির্মীয়মাণ আবাসনে চুরি, পুলিশি তৎপরতায় উদ্ধার লক্ষাধিক টাকার সামগ্রী

শিলিগুড়ি:  চার লক্ষ টাকার জিনিস চুরি (Theft case) করেও শেষ রক্ষা হল না। পুলিশের (Police)…

54 mins ago

Accident | নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মাণ উড়ালপুল থেকে নীচে পড়ল গাড়ি, মৃত্যু মহিলার, আহত ৪

ওদলাবাড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মাণ উড়ালপুল থেকে প্রায় ৫০ ফুট নীচে পড়ল ছোট গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু…

1 hour ago

Weather observatory | শিলিগুড়ি কলেজের পর সূর্য সেনে, পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত আবহাওয়া দপ্তরের

শিলিগুড়িঃ হিলকার্ট রোডে যখন মুষলধারায় বৃষ্টি হয়, তখন শুকনো থাকে ফুলবাড়ির রাস্তাঘাট। দেশবন্ধুপাড়ায় বৃষ্টির ছিটেফোটাও…

1 hour ago

This website uses cookies.