Top News

বিশ্বভারতীর মুকুটে নয়া পালক, বিশ্বের হেরিটেজের তকমা পেতে চলেছে শান্তিনিকেতন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বভারতীর মুকুটে নয়া পালক। সাংস্কৃতিক ঐতিহ্যের নিরিখে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চলেছে বিশ্বভারতী। গর্বের রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর নাম উঠেছে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের তালিকায়। টুইট করে এখবর জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি। মন্ত্রী তিনি জানিয়েছেন, রবীন্দ্রজয়ন্তীতে ভারতের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরেন এটা তারই নমুনা। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরবের রিয়াধে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির মিটিং-এ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

খুশির হাওয়া শান্তিনিকেতনে। বিশ্বকবি রবি ঠাকুরের স্বপ্নের শান্তিনিকেতন এবার হেরিটেজ তকমা পেতে চলেছে। সম্ভবত বিশ্বে প্রথমবার কোনও চালু বিশ্ববিদ্যালয়কে দেওয়া হচ্ছে হেরিটেজ তকমা। বিশ্ববিদ্যালয়টি  হেরিটেজ তকমা পেলে গোটা বিশ্বের কাছে আরও পরিচিতি লাভ করবে শান্তিনিকেতন। যদিও বিশ্বের দরবারে রবি ঠাকুরের নামের সঙ্গে জড়িয়ে থাকা শান্তিনিকেতন অত্যন্ত পরিচিত। রবীন্দ্রপ্রেমীদের কাছে এই শান্তিনিকেতন নিঃসন্দেহে অত্যন্ত প্রিয় জায়গা। তবে এবার এটি হেরিটেজ তকমা পেলে শান্তিনিকেতনের রক্ষণাবেক্ষণের বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে। উইকিপিডিয়া অনুসারে জানা গিয়েছে, ১৯২১ সালের ২৩ ডিসেম্বর বিশ্বকবি  রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন বিশ্বভারতী। ১৯৫১ সালে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষিত হয়।

সময়ের সঙ্গে সঙ্গে শান্তিনিকেতনেও বদলেছে অনেক কিছুই। তবুও এখনও রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আদর্শ, সেই ভাবধারা মেনে চলা হয় শান্তিনিকতেন। পৌষ মেলা, বসন্ত উৎসবে মুখরিত হয় শান্তিনিকেতন প্রাঙ্গন। আক্ষরিক অর্থেই গোটা বিশ্বের মিলনক্ষেত্র হয়ে ওঠে এই শান্তিনিকেতন। এবার শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি বাংলা তথা গোটা দেশের কাছে এটা হবে অত্যন্ত গর্বের। এমনটাই মনে করছেন রবীন্দ্র অনুরাগীরা।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

SSC scam | ‘যোগ্য হয়েও অযোগ্যদের মতই হয়ে রয়েছি’, চাকরি বাতিলে স্থগিতাদেশের পরও আক্ষেপ অনামিকার

শিলিগুড়ি: সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন আমবাড়ির হরিহর হাই স্কুলের শিক্ষিকা অনামিকা…

5 hours ago

Hamidul Rahman | নির্বাচনি সভায় ভোটার-বিরোধীদের হুমকি! বিধায়ক হামিদুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে কমিশন 

চোপড়াঃ দ্বিতীয় দফা ভোটের আগে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক…

5 hours ago

SSC Scam | ‘তাঁর চাকরি নিয়ে আমাদের কোনও আপত্তি নেই’, কাদের কথা বললেন বিকাশরঞ্জন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাজ্যের শাসকদল তৃণমূলের কাছে তিনিই ‘ভিলেন’। তাঁর সওয়ালেই একের পর…

5 hours ago

Seikh Shahjajhan | প্রিজন ভ্যানে আগের মেজাজে শাহজাহান শেখ, নেতাকে দেখেই আদালত চত্বরে উঠল জয় বাংলা স্লোগান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির স্টিং ভিডিও সামনে আসার পরই সেই আগের মেজাজে শাহজাহান শেখ।…

6 hours ago

Arijit Singh | জিয়াগঞ্জে সস্ত্রীক ভোট দিলেন অরিজিৎ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার তৃতীয় দফার লোকসভা ভোট (Lok Sabha Election 2024) ছিল মুর্শিদাবাদ…

6 hours ago

Aryann Bhowmik | কোচবিহারে শুটিংয়ে এসে বিপত্তি, স্টান্ট সিকোয়েন্স করতে গিয়ে আহত অভিনেতা আরিয়ান

কোচবিহার: কোচবিহারে শুটিংয়ে স্টান্ট সিকোয়েন্স করতে গিয়ে বাসের ছাদ থেকে পড়ে আহত হলেন ‘সন্তু ও…

7 hours ago

This website uses cookies.