Exclusive

Aadhaar Deactivation | আধার বাতিলে আতঙ্ক, পৌঁছেছে নিষ্ক্রিয় হওয়ার চিঠি

অনীক চৌধুরী, জলপাইগুড়ি: আধার কার্ড (Aadhaar Card) নিয়ে কেন্দ্র-রাজ্য তর্জার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পোস্টম্যান মারফত অনেকের বাড়িতে পৌঁছেছে আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি। জলপাইগুড়ি (Jalpaiguri) শহরেও কয়েকজনের কাছে পৌঁছেছে সেই বাতিলের চিঠি। এই উৎকণ্ঠার আবহে আধার আতঙ্ক ক্রমশই গ্রাস করছে শহরের সাধারণ মানুষকে। একজনের আধার বাতিলের খোঁজ মিললেও অনেক ক্ষেত্রেই ভুয়ো আধার বাতিলের (Aadhaar Deactivation) খবরও উড়ছে চারদিকে।

শহর জলপাইগুড়িতে যাঁদের আধার কার্ড বাতিল হয়েছে বলে খবর ছড়িয়েছে তাঁদের খোঁজ করে দেখা গেল একজন ছাড়া কেউ কোনও বাতিলের চিঠিই পাননি। একজন নির্দিষ্ট ওই এলাকায় থাকেন না। আবার কারও বাড়ি বন্ধ গত এক বছর ধরে।

সোমবার বিকেলে জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি পোস্ট অফিস থেকে ফোন যায় খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা মুকুল দাসের কাছে। পোস্ট অফিসে গিয়ে চিঠি নিয়ে বাড়িতে এসে তিনি চিঠি খুলে দেখেন লেখা আছে আধার ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। মুকুলবাবুর অভিযোগ, কিছুদিন আগে ১২০০ টাকা দিয়ে আধার-প্যান লিংক করা হয়েছে। এখন আবার এই চিঠি। তিনি বলেন, ‘কিছুই বুঝতে পারছি না। কেন এমন চিঠি দেওয়া হল।’

ডাক বিভাগের সূত্রে আধার বাতিলের খবর পেয়ে পান্ডাপাড়ার ৮ নম্বর গলিতে গিয়ে দেখা গেল দিলীপ মালাকারের আধার বাতিলের খবরটাই ভুয়ো। তাঁর কাছে নতুন আধার এলেও আসেনি বাতিলের কোনও চিঠি। তাঁর কথায়, ‘আমার কাছে আধার বাতিলের কোনও চিঠি আসেনি। যে চিঠি এসেছে সেটা অন্য।’

অন্যদিকে, ডাঙ্গাপাড়ায় ডালিম রায়ের আধার বাতিলের খবর পেয়ে সেখানে গিয়ে দেখা গেল তাঁর বাড়ি বন্ধ রয়েছে। এক বছর ধরে ওই বাড়িতে কেউ থাকেন না। শ্যামলী সরকার নামের এক মহিলার নামের আধার বাতিলের কথারও সত্যতা বলা সম্ভব নয় কারণ এই নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। শহরজুড়ে আধার বাতিল নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।

এই বিষয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কানন অধিকারী বলেন, ‘আমার কাছে খবর এসেছে যে আমার এলাকার এক-দুজনের কাছে আধার বাতিলের চিঠি এসেছে। সেই মতো আমরা খোঁজ নেওয়া শুরু করেছি। আধার বাতিল হয়েছে এমন একজন মানুষের খোঁজ পেয়েছি। আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি।’

জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা শুনেছি যে অনেকের কাছেই আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি এসেছে। এই আধার মানুষের সব কাজে লাগে। ব্যাংক থেকে শুরু করে রুপশ্রী, কন্যাশ্রী, বার্ধক্যভাতা সহ সব কাজেই। এই আধার বাতিল করা মানে মানুষকে বিপদে ফেলা। এটা হলে প্রচুর মানুষের ক্ষতি হবে। আমরা চেষ্টা করব কারও আধার বাতিল হলে তাকে সর্বতোভাবে সাহায্য করার।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Darjeeling | দার্জিলিঙে হেনস্তার শিকার সমতলের গাড়িচালকরা, ছড়াচ্ছে ক্ষোভ

শিলিগুড়ি: নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি পার্ক করলেও জরিমানা করছে দার্জিলিং(Darjeeling) ট্রাফিক পুলিশ। পাশাপাশি লালকুঠি, হাওয়া ঘর…

21 mins ago

Banarhat | চা বাগানে ঘাঁটি গেড়েছে চিতাবাঘ, শ্রমিকদের আতঙ্ক কাটাতে সচেতনতা শিবির বনদপ্তরের

বানারহাট: বানারহাটের (Banarhat) লক্ষ্মীপাড়া চা বাগানের বিভিন্ন সেকশনে ঘাঁটি গেড়েছে বেশ কয়েকটি চিতাবাঘ (Leopard)। তাই…

25 mins ago

Siliguri | শুরু অশোকনগরের জ্যাক পুশিংয়ের কাজ, এই বর্ষাতেই মিলবে স্বস্তি?

শিলিগুড়ি: অশোকনগরের জ্যাক পুশিংয়ের(Jack Pushing) কাজ শুরু হলেও চলতি বর্ষাতেও পুরোপুরি স্বস্তি পাচ্ছে না এলাকাবাসী।…

46 mins ago

Samsi | চলাচলের রাস্তা নিয়ে ভাইদের মধ্যে বিবাদ, জখম দুই

সামসী: চলাচলের রাস্তা নিয়ে বিবাদ। আর সেই বিবাদের জেরে জখম হলেন দুই ব্যক্তি। শুক্রবার ঘটনাটি…

1 hour ago

Siliguri | চড়া দামে বিক্রি হচ্ছে জারবন্দি জল, বিকল্প চিন্তাভাবনায় শিলিগুড়ি পুরনিগম

রাহুল মজুমদার, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে পানীয় জলের সমস্যা শুরু হতেই চড়া দামে জারবন্দি জল বিক্রি…

1 hour ago

Kumarganj | পরিযায়ী শ্রমিকের বাড়িতে পুলিশি অভিযান, উদ্ধার লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট

কুমারগঞ্জ: পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হল সোনার বিস্কুট। ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জের জাখিরপুর পঞ্চায়েতের বলতা…

2 hours ago

This website uses cookies.