Breaking News

গোরু পাচার মামলায় স্বস্তি আব্দুল লতিফের! বাড়ল জামিনের মেয়াদ

আসানসোল: গোরু পাচার মামলায় স্বস্তিতে আব্দুল লতিফ! ২০ মে পর্যন্ত বাড়ল জামিনের মেয়াদ। সোমবার সকালে এই মামলায় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেন আব্দুল লতিফ। শুনানি শেষে বিচারক রাজেশ চক্রবর্তী তাঁর জামিনের মেয়াদ বাড়ান। ২০ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।

এর আগে ৬ মে আব্দুল লতিফ আদালতে হাজিরা দিয়েছিলেন। কিন্তু সেদিন এক বিচারকের মৃত্যু হওয়ায় আদালতের কাজ বন্ধ ছিল। সেকারণে সেদিন এই মামলার শুনানি হয়নি। এদিন এই মামলায় শুনানি হবে বলে জানানো হয়েছিল। শুনানি শেষে তার আইনজীবী শেখর কুন্ডু বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এদিন আমার মক্কেল হাজিরা দিয়েছে। আগে বলা হয়েছিল তিনদিন অন্তর সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। সেই শর্ত সামান্য শিথিল হয়েছে। এবার তা চারদিন করা হয়েছে। বাকি সব একই আছে। আমরা সুপ্রিম কোর্টে আবারও আবেদন করেছি।’

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়ে গত ২৭ এপ্রিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হয়েছিলেন আব্দুল লতিফ। তাঁর আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, তদন্তে সহযোগিতা করবেন তিনি। গোরু পাচার মামলায় বিচারক রাজেশ চক্রবর্তী তাঁকে ১৫ হাজার টাকার বন্ড সহ একাধিক শর্ত সাপেক্ষে জামিন দেন। পাশাপাশি তাঁকে ৬ মে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, এর মধ্যে আব্দুল লতিফকে জেরা করে যে নতুন তথ্য সিবিআই পেয়েছে, তা এদিন আদালতে জমা দেওয়া হয়েছে।

গোরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এদিকে বিজেপি নেতা কয়লা কারবারী রাজু ঝাঁ খুনের সময় তাঁকে সিসিটিভি ফুটেজে দেখা যায় বলে দাবি করা হয়েছিল। অভিযোগ, গত ১ এপ্রিল বর্ধমানে শক্তিগড়ে যে গাড়িতে বসে থাকার সময় রাজু দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়, ওই গাড়িতে লতিফ ছিলেন। পরে তিনি বেপাত্তা হয়ে যান, যা নিয়ে চর্চা শুরু হয়।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

HS Result 2024 | মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকের ফলাফলেও তাক লাগাল নাগরাকাটার একলব্য মডেল স্কুল

নাগরাকাটা: ভালো ফলের ধারাবাহিকতা এখানে নতুন কিছু নয়। এবার মাধ্যমিকে একশো শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করেছিল।…

10 mins ago

Migrant Worker’s Death | ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের

সামসী: ফের ভিনরাজ্যে কাজে মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম আরিফুল হক (৩২)।…

13 mins ago

বাড়িতে লাগাতার পড়ছে ঢিল, নেপথ্যে কারা? কিনারায় ব্যর্থ পুলিশও

সায়নদীপ ভট্টাচার্য, বক্সিরহাট: শুধু রাতে নয়, দিনেও বাড়ির উঠোনে ও টিনের চালে পড়ছে পাথরের টুকরো(ঢিল)। কেউ…

18 mins ago

Golden Ball Auctioned | খোঁজ মিলেছে মারাদোনার হারিয়ে যাওয়া সোনার বলের, প্যারিসে শুরু নিলামের প্রস্তুতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ৩৮ বছর আগের বিশ্বকাপ…

35 mins ago

Post poll violence | ভোট মিটতেই নির্বাচন পরবর্তী হিংসায় রক্তাক্ত মুর্শিদাবাদ, জখম অন্তত ২০

মুর্শিদাবাদ: ভোট মিটতেই নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll violence) রক্তাক্ত মুর্শিদাবাদ (Murshidabad) জেলা। রানিতলা এবং…

46 mins ago

Narendra Modi | আদানি-আম্বানিদের নিয়ে মুখ বন্ধ কেন? রাহুলকে কটাক্ষ মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আম্বানি-আদানি যোগে কংগ্রেস শিবির বহুবার বিঁধেছে প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra…

50 mins ago

This website uses cookies.