Thursday, May 2, 2024
HomeBreaking NewsAbhijit Ganguly | ‘বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত’, বাগডোগরা বিমানবন্দরে নেমে...

Abhijit Ganguly | ‘বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত’, বাগডোগরা বিমানবন্দরে নেমে বললেন অভিজিৎ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত’। শনিবার বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) নেমে এমনটাই বললেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।

এদিন কাওয়াখালির মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। লোকসভা ভোটের (Loksabha election) নির্ঘণ্ট ঘোষণার আগে বাংলায় এনিয়ে চতুর্থ সভা করতে চলেছেন তিনি। সেই সভামঞ্চে অভিজিতের উপস্থিতিও দেখা যাবে। শনিবার সকালেই উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। এদিন সকাল ১১টা ১৫মিনিট নাগাদ বাগডোগরায় নেমেছেন অভিজিৎ। প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার আগে তিনি বলেন, ‘বাংলায় আইনের শাসন নেই। সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে। এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত।’

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বহুবার এসেছি বিচারপতি হিসেবে সার্কিট বেঞ্চে। এবার রাজনৈতিক নেতা হিসেবে ভাষণ দেব কিনা জানি না। যে দায়িত্ব দেওয়া হবে তা পালন করব। রাজ্যের এখন সাংঘাতিক খারাপ অবস্থা। এই রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। উপরমহলের নির্দেশে সাধারণ মানুষদের হয়রানি করা হচ্ছে। সন্দেশখালিতে যা হয়েছে মুখ্যমন্ত্রী একদিনও যাননি এবং সেখানকার সাংসদ গানবাজনা করছেন।’ তাঁর কথায়, ‘মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন। লোকসভা নির্বাচনে কত সিট পাবে বিজেপি তা বলতে পারব না। তবে শান্তিপূর্ণ নির্বাচন হলে অসম্ভব ভালো ফল হবে এবং তৃণমূল মুছে যাবে। উত্তরবঙ্গের অনেক উন্নয়নের দরকার আছে। এদিন বিজেপি বিধায়ক শংকর ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সভায় প্রধানমন্ত্রীর পরই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Fire | আগুনে পুড়ে ছাই ভুট্টা ক্ষেত, মাথায় হাত চাষিদের

0
মানিকচক:  আগুনে ভস্মীভূত হল ২০০০ বিঘা ভুট্টার ক্ষেত। বুধবার দুপুরে মানিকচকের চর এলাকার ভুট্টার জমিতে আগুন লাগে। সেই আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে চর...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক

Madhyamik Result 2024 | মাধ্যমিকে দার্জিলিং জেলায় মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম সৌমি জানা

0
শিলিগুড়ি: মাধ্যমিকে (Madhyamik Result 2024) দার্জিলিং জেলায় মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম সৌমি জানা। শিলিগুড়ির (Siliguri) আশিঘর মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা সৌমি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের...

হারিয়ে যাওয়া ৮১ হাজার টাকা ফেরানো হল মালিককে  

0
চালসা: হারিয়ে যাওয়া ৮১ হাজার টাকা সহ ব্যাগ ফেরানো হল মালিককে। গত মঙ্গলবার মেটেলির বিডিও অফিস চত্বরে ওই টাকা সহ ব্যাগ ফেলে যান মেটেলির...

GTA Recruitment Corruption | জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে) নিয়োগ দুর্নীতিতে (GTA Recruitment Corruption) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সিবিআই (CBI) তদন্তের ওপর স্থগিতাদেশ...

Most Popular