দক্ষিণবঙ্গ

কেন্দ্রের বিরুদ্ধে বড় আন্দোলনের নামার হুঁশিয়ারি দিলেন অভিষেক

মুর্শিদাবাদ: কেন্দ্র সরকার যদি রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা দ্রুত মিটিয়ে না দেয় তাহলে ‘নবজোয়ার’ কর্মসূচি এবং রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর দিল্লিতে গিয়ে আন্দোলন শুরু করবে তৃণমূল কংগ্রেস। শনিবার ‘জনসংযোগ যাত্রা’ এবং ‘নবজোয়ার’ কর্মসূচির অংশ হিসেবে মুর্শিদাবাদের রানিনগর শেখপাড়াতে একটি জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি লালবাগ, বহরমপুর এবং রানিনগরে ‘রোড শো’ করেন।

এদিনের জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয়ের পর গায়ের জোরে কেন্দ্র সরকার আবাস যোজনা খাতে রাজ্যের প্রাপ্য সাড়ে চার হাজার কোটি টাকা এবং ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের প্রাপ্য প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে। কেন্দ্রের দাবি মেনে ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করেছেন এমন ১১.৩৬ লক্ষ লোকের তালিকা গত ডিসেম্বর মাসে কেন্দ্রের হাতে তুলে দেওয়া হলেও এখনও পর্যন্ত কেন্দ্র সরকার এক পয়সাও দেয়নি। তাই রাজ্যের প্রাপ্য আদায় করতে আগামী দিনে সাধারণ মানুষের সঙ্গে দিল্লিতে অবস্থান-বিক্ষোভে বসব।‘

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘রাজ্যের মানুষ ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করে টাকা না পেলেও অধীর চৌধুরী বা কংগ্রেস নেতারা দিল্লির কোনও আধিকারিকদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেননি। মুর্শিদাবাদের লোকেরা ১০০ দিনের কাজের প্রকল্পে টাকা না পেলেও অধীর চৌধুরী বা কংগ্রেস নরেন্দ্র মোদিকে একটিও চিঠি লেখেননি। অধীর চৌধুরী বা বামফ্রন্টের নেতারা কখনও মোদি বা অমিত শাকে আক্রমণ করেন না। তাঁদের আক্রমণের লক্ষ্য শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।‘

তৃণমূল দলকে বিজেপির বিরুদ্ধে ভ্যাকসিন বলে সম্বোধিত করে অভিষেক বলেন, ‘একুশের বিধানসভা নির্বাচনে বাংলাতে পরাজয়ের পর কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে বাধ্য হয়েছিল। কিন্তু হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচন বা সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস জেতার পর বিজেপি পেট্রোপণ্যের দাম এক টাকাও কমায়নি। সাগরদিঘি উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী জেতাতে বিজেপি রাজ্যে অক্সিজেন পেয়েছে। ওই কেন্দ্রে তৃণমূল জিতলে রাজ্যে রামনবমীতে এবার যা ঘটনা ঘটেছে তেমন ঘটনা ঘটত না।‘

রাজ্যের বিরোধী দলনেতার গাড়ির কনভয়তে সম্প্রতি এক ব্যক্তির চাপা পড়ে মৃত্যুর ঘটনাতে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে ‘নিষ্ঠুর’, ‘নির্মম’, ‘নির্লজ্জ’, ‘বিবেকহীন’ বলে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিরোধী নেতার কর্তব্য ছিল ওই ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা। তা না করে তিনি ১০০ কিলোমিটার বেগে ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। বিরোধী দলনেতা হিসেবে যদি এখন থেকেই মানুষকে মারতে থাকেন তাহলে ক্ষমতায় এলে এরা কী করবেন ভেবে দেখেছেন!’ রানিনগরে আজকের জনসভা থেকে অভিষেক ফের একবার মনে করিয়ে দেন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে এনআরসি হতে দেবে না। তিনি বলেন, ‘আমরা মানুষকে জাত ধর্মে ভাগ হতে দেব না।’

Sourav Roy

Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Recent Posts

Goldy Brar | গ্যাংস্টার গোল্ডি ব্রার খুন হননি! বিবৃতি দিয়ে জানাল মার্কিন পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মারা যাননি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala) খুনে প্রধান…

18 mins ago

Madhyamik Result | রাজ্যে দশম ও জেলায় প্রথম রায়গঞ্জের ভৌমি

রায়গঞ্জ: মাধ্যমিকে(Madhyamik Result) রাজ্যে দশম স্থান অধিকার করল রায়গঞ্জ(Raiganj) গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ভৌমি…

35 mins ago

Narendra Modi | ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে, কোথায় জনসভা করবেন নমো?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।আগামীকাল কৃষ্ণনগর, বর্ধমান…

46 mins ago

গরমে ভিড় বাড়ছে পাহাড়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কালিংপং, ২ মে - সমতলে দিনের পর দিন…

1 hour ago

PM Narendra Modi | কোভিড টিকার শংসাপত্র থেকে উধাও মোদির ছবি! নেপথ্যে কারণ কী?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে কোভিশিল্ডের (Covishield) পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে হইচই পড়ে গিয়েছে। এরই মাঝে কোভিড…

1 hour ago

Sandeshkhali Incident | সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টে রিপোর্ট পেশ সিবিআইয়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Incident) কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) রিপোর্ট জমা দিল…

2 hours ago

This website uses cookies.