Top News

চার্জশিটে অভিষেকের নাম! কালীঘাটে তৃণমূল কার্যালয়েই চাকরি বিক্রির চক্র চালাতেন ‘কাকু’, দাবি ইডির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ খাস কালীঘাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে চাকরি বিক্রির চক্র চালাতেন কালিঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ইডির চার্জশিটে। ইডি সূত্রে খবর, স্কুলে নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা সুজয়কৃষ্ণ। চার্জশিটে অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা এই দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্যের কাছে নিয়ে যেতেন সুজয়ই। কী ধরণের বার্তা বহন করতেন কালিঘাটের কাকু তা এখনও স্পষ্ট নয়।

শুক্রবার আদালতে ‘কালিঘাটের কাকু’র নামে ওই চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখানে ইডি দাবি করেছে, জেরায় সুজয়কৃষ্ণ তদন্তকারী অফিসারদের কাছে কবুল করেছেন নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর। তাঁর সুপারিশেই ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে টিকিট পেয়েছিলেন মানিক।

দায়ের করা ওই চার্জশিটে ইডি-র আরও অভিযোগ, কালীঘাটের তৃণমূল অফিসে বসেই চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতেন সুজয়। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের দুই বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং বেসরকারি কলেজ সংগঠনের নেতা তাপস মণ্ডলের সঙ্গেও একাধিকবার চাকরি বিক্রি নিয়ে কালীঘাটের ওই অফিসে বসেই বৈঠকও করেছেন তিনি। ২০১২-১৪ সালের টেট চাকরিপ্রার্থীদের নামের তালিকা কুন্তল ও তাপসের মাধ্যমে তিনিই মানিককে পাঠিয়েছিলেন বলেও দাবি তদন্তকারীদের। কালীঘাটে বসে চাকরি বিক্রির চক্র চালানোকে তাই তাৎপর্যপূর্ণ তথ্য হিসেবে গণ্য করা হচ্ছে বলে ইডি সূত্রে দাবি।

এদিকে সুজয়কৃষ্ণের মোবাইল থেকে বেশ কিছু ভয়েস-বার্তা পেয়েছে ইডি। তা নিয়েও তদন্তে নেমেছে ইডি। তাদের দাবি, সেগুলি আদালতে প্রামাণ্য নথি হিসেবে পেশ করতে পারলে, আরও অনেক প্রভাবশালীর নাম উঠে আসতে পারে। এ জন্য সুজয়ের গলার স্বরের নমুনা প্রয়োজন। কিন্তু ওই নমুনা দিতে রাজি হননি সুজয়। যদিও আদালতে সেই আপত্তি টেকেনি। তদন্তকারীদের অভিযোগ, কোনও ভাবে সেই নমুনা যাতে না দিতে হয়, তার জন্যই অসুস্থতার বাহানায় সময় নষ্টের ‘খেলায়’ নেমেছেন সুজয়।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Tufanganj | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জের যমজ দুই ভাইয়ের নজরকাড়া ফলাফল ,মহকুমায় সম্ভাব্য প্রথম অমৃতাভ পাল

তুফানগঞ্জ: অল্পের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল না তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের যমজ…

4 hours ago

Worker death | হুড়মুড়িয়ে ধসে পড়ল চাঙর! সেবক-রংপো টানেলে ফের মৃত্যু শ্রমিকের

শিলিগুড়ি: সেবক-রংপো রেল প্রকল্পে কাজ চলাকালীন ফের এক শ্রমিকের মৃত্যুর (Worker death) ঘটনা ঘটল। বৃহস্পতিবার…

4 hours ago

HS Result 2024 |  বাবা পরিযায়ী শ্রমিক, উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুরের রুকসারের

হরিশ্চন্দ্রপুর: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার প্রত্যন্ত গ্রামের মেয়ে রুকসার খাতুনের।…

5 hours ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৬০, রাজমিস্ত্রি বাবার স্বপ্নপূরণ করতে চায় সাবানা

চ্যাংরাবান্ধা: বাবা চান মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আর বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে…

5 hours ago

Matigara | অপরাধের কিনারাই শুধু নয়, গিটারেও সুর তোলেন এই পুলিশর্তা

মাটিগাড়া: যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। এই প্রবাদবাক্যকে সত্যি প্রমাণিত করে ছেড়েছেন মাটিগাড়া (Matigara) থানার…

5 hours ago

Shiv Mandir । জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধার শিবমন্দিরে, শিশুটি কোথা থেকে এল ?

শিবমন্দির: জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল শিবমন্দিরের এক নম্বর সত্যেন…

5 hours ago

This website uses cookies.